Breaking News
Home / কলেজ / কবি নজরুল সরকারি কলেজ- লক্ষ্মীবাজার, ঢাকা

কবি নজরুল সরকারি কলেজ- লক্ষ্মীবাজার, ঢাকা

কবি নজরুল সরকারি কলেজ হলো বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।হাজী মুহাম্মাদ মহসীন ফান্ডের আর্থিক সহায়তায় ১৮৭৪ সালে ঢাকায় কলকাতা মাদ্রাসার আদলে মোহসীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং পরে এটি ঢাকা মাদ্রাসা নামে প্রসিদ্ধ হয়।১৯৯২ সাল থেকে এর বিশ্ববিদ্যালয় কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এই কলেজটি ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

 

কবি নজরুল সরকারি কলেজ- লক্ষ্মীবাজার, ঢাকা

১৯৭৯ সালে কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় স্নাতক পর্যায়ের শিক্ষা চালু হয়। ১৯৮৫ সালে কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে প্রথম স্নাতক (সম্মান) কোর্স খোলা হয়। ১৯৯৩ সালে কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরবি, ইসলামিক স্টাডিজ ও ব্যবস্থাপনা বিষয়ে ১ম পর্ব মাস্টার্স কোর্স চালু হয়। কলেজটিতে ১৯৮২ সালে বিএনসিসি কন্টিনজেন্ট এবং রোভার স্কাউট ব্যবস্থা চালু হয়। ২০০৪ সালে এই কলেজে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও ভূগোলসহ মোট ১২টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়।

নীতিবাক্যঃ শিক্ষাই আলো
ধরনঃ সরকারি
স্থাপিতঃ ১৮৭৪; ১৪৭ বছর আগে
অধ্যক্ষ : আমেনা বেগম
প্রশাসনিক ব্যক্তিবর্গ: ১৪৮ (প্রথম শ্রেণি – ০৩, দ্বিতীয় শ্রেণি – ৭৮, ৩য় শ্রেণি – ২৭, ৪র্থ শ্রেণি – ৪০)
শিক্ষার্থীঃ ৩৩,০০০+
স্নাতকঃ বিএ, বিবিএ, বিএসসি, বিএসএস
অবস্থানঃ
লক্ষ্মীবাজার, ঢাকা
শিক্ষাঙ্গনঃ শহুরে
সংক্ষিপ্ত নাম: কেএনজিসি
অধিভুক্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ওয়েবসাইটঃ kabinazrulcollege.gov.bd

কবি নজরুল সরকারি কলেজ ইতিহাস

এটি ছিল পূর্ববাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এ মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন পণ্ডিত ও ভাষাবিদ বাহারুল উলুম মাওলানা ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দী। ১৯১৫ সাল পর্যন্ত হাজী মুহম্মদ মোহসীন ফান্ড থেকে এই মাদ্রাসার ব্যয় নির্বাহ করা হয়। উক্ত সালে এটি উচ্চ মাদ্রাসায় রূপান্তরিত হয়।

১৯১৬ সালে মাদ্রাসার অ্যাংলো-পার্সিয়ান বিভাগটি পৃথক হয়ে মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা নাম ধারণ করে। ১৯২৩ সালে মাদ্রাসা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত হয় এবং ১৯৬৮ সালে কলেজের নামকরণ হয় কবি নজরুল ইসলাম সরকারি কলেজ। আবার নাম পরিবর্তন করে ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামের অংশ ইসলাম শব্দটি বিলুপ্ত করে নতুন নামকরণ হয় কবি নজরুল সরকারি কলেজ। ১৯৭৮ সালে কলেজে সহশিক্ষার প্রচলন হয়। কলেজে একটি গ্রন্থাগার রয়েছে। কলেজের গ্রন্থাগারটি ৪০,০০০+ বইয়ে সমৃদ্ধ। কলেজের একটি আবাসিক ছাত্রাবাস রয়েছে। ফরাশগঞ্জের মোহিনীমোহন দাস লেনে কলেজ ছাত্রাবাসটি অবস্থিত।

অবস্থান

এটি ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

 • কবি নজরুল সরকারি কলেজ
 • ১নং, পৌরসভা রাস্তা, ঢাকা ১১০০
 • যোগাযোগ :7115067
 • ইমেইল :principal@kabinazrulcollege.gov.bd
 • ওয়েবসাইট :kabinazrulcollege.gov.bd/

বিভাগ এবং অনুষদ সমূহ

কবি নজরুল সরকারি কলেজে মোট ৩টি অনুষদে পাঠদান কার্যক্রম চালু রয়েছে। সেগুলো হল:

বিজ্ঞান অনুষদ

কলা এবং মানবিক অনুষদ

ব্যবসায় শিক্ষা অনুষদ

পদার্থবিজ্ঞান বিভাগ বাংলা বিভাগ হিসাববিজ্ঞান বিভাগ
রসায়ন বিভাগ ইংরেজি বিভাগ ব্যবস্থাপনা বিভাগ
উদ্ভিদবিজ্ঞান বিভাগ অর্থনীতি বিভাগ মার্কেটিং বিভাগ
প্রাণিবিজ্ঞান বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ফিন্যান্স বিভাগ
পরিসংখ্যান বিভাগ ইতিহাস বিভাগ
গণিত বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ভূগোল বিভাগ দর্শনশাস্ত্র বিভাগ
মনোবিজ্ঞান বিভাগ সমাজবিজ্ঞান বিভাগ
আরবি সাহিত্য বিভাগ
আরবি বিভাগ

 

লাইব্রেরী

এই কলেজে শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিটি কলেজ প্রাঙ্গণে ৩ নং ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। লাইব্রেরিতে ৪০,০০০+ টি বই ও ২০০০+ টি জার্নাল রয়েছে। এছাড়াও রয়েছে প্রতিদিনের বেশ কয়েকটি বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার জন্য পত্রিকা কর্নার। লাইব্রেরিতে বসে বই পড়ার জন্য শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ড সংগ্রহ করতে হয়। লাইব্রেরি থেকে বই বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। লাইব্রেরির সময়সূচি: সকাল ৮.৩০ টা থেকে বিকাল ৩.৩০ টা।

আবাসিক হল

কলেজের মোট হলের পরিমাণ ১টি। যা শুধুমাত্র ছেলেদের জন্য। মেয়েদের জন্য কোন হলের ব্যবস্থা নেই।

 • শহীদ শামসুল আলম হল।

ক্লাব ও সংগঠনসমূহ

কলেজে বর্তমানে বেশ কয়েকটি ক্লাব রয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ এখানে মডারেটরের দায়িত্ব পালন করলেও ছাত্ররাই এসব ক্লাবের প্রাণ। সারা বছর জুড়ে এই ক্লাবগুলো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে কলেজের ছাত্রদের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।  ক্লাবগুলো হল:

 • বিতর্ক ক্লাব (নজরুল বিতর্ক অঙ্গন)
 • কবি নজরুল সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব
 •  দাবা ক্লাব
 • কবি নজরুল সরকারি কলেজ ইংরেজি ক্লাব
 •  সাংবাদিক সমিতি (কনকসাস)
 • কবি নজরুল সরকারি কলেজ সাহিত্য সংসদ
 •  ফটোগ্রাফি সোসাইটি
 • কবি নজরুল সরকারি কলেজ নাট্য সংসদ

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।অবিভক্ত বঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *