Breaking News
Home / কলেজ / সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পুরনো ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নের সুব্যবস্থা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে কলেজটির নাম পরিবর্তন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামানুসারে কলেজটির নাম রাখা হয় শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ১৯৮৪ সালের ১ নভেম্বর কলেজটি সরকারি কলেজে পরিণত হলে এর নাম হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

প্রাক্তন নাম : কায়েদ-ই-আজম কলেজ
ধরনঃ কলেজ ও বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ১১ নভেম্বর ১৯৪৯; ৭২ বছর আগে
অধ্যক্ষ : মোঃ মোহসীন কবীর
শিক্ষার্থীঃ
অবস্থানঃ
লক্ষ্মীবাজার, ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ
শিক্ষাঙ্গনঃ শহর
সংক্ষিপ্ত নাম: জিএসএসসি
অধিভুক্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ওয়েবসাইটঃ http://gsscdhaka.edu.bd/

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ  ইতিহাস

১৯৪৯ সালের ১১ নভেম্বর নালগলার ৫/১, জুম্মন ব্যাপারী লেনে (ভাওয়ালরাজ এস্টেট) কলেজটির কার্যক্রম শুরু হয়। তখন মুহাম্মদ আলী জিন্নাহর উপাধি অনুসারে কলেজের নাম রাখা হয় কায়েদ-ই-আজম কলেজ। পরবর্তীতে লক্ষ্মীবাজারে জমি ক্রয় করে কলেজটিকে সেখানে স্থানান্তর করা হয়। আর নালগলার ভবনটিকে ছাত্রাবাসে রূপান্তর করা হয়। ১৯৫০ সালে সৈয়দ জহির আহসান কলেজটির প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শুরুতে কলেজটিতে কেবল আই.এ, আই.কম, এবং বি.কম কোর্সের অনুমোদন ছিল। পরবর্তীতে ১৯৫৫ সালে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ চালু হয়। ১৯৫৬ সালে চালু হয় বি.এ (পাশ) কোর্স। এরপর ১৯৫৮ সালে কলেজটিতে বি.এসসি কোর্স চালু হয়। সেসময় ঢাকার অন্য কোনো কলেজে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ ছিলনা।

অবস্থান

কবি নজরুল সরকারি কলেজ সংলগ্ন বাহাদুর শাহ পার্ক মোড় থেকে পূর্ব দিকে লক্ষ্মীবাজার রোডের শেষ মাথায় হাতের বাম পাশে মেইন রোড থেকে কিছুটা ভিতরে এই কলেজটি অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  • যোগাযোগ :02-9589499
  • ইমেইল :govsscdhk_college@yahoo.com
  • ওয়েবসাইট :http://gsscdhaka.edu.bd/

বিভাগ এবং অনুষদ সমূহ

কলা এবং মানবিক অনুষদ

নিম্নলিখিত বিভাগের জন্য এই অনুষদটি গঠিত:

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ
  • দর্শনশাস্ত্র বিভাগ
  • সমাজকর্ম বিভাগ
  • ইসলাম শিক্ষা বিভাগ

বিজ্ঞান অনুষদ

নিম্নলিখিত বিভাগ সমূহ নিয়ে এই অনুষদটি গঠিত:

  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • রসায়নবিজ্ঞান বিভাগ
  • উদ্ভিদবিজ্ঞান বিভাগ
  • প্রাণিবিজ্ঞান বিভাগ
  • মৃত্তিকাবিজ্ঞান বিভাগ
  • গণিত বিভাগ
  • ভূগোল ও পরিবেশ বিভাগ

বাণিজ্য অনুষদ

নিম্নলিখিত বিভাগ সমূহ নিয়ে এই অনুষদটি গঠিত:

  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ

লাইব্রেরী

কলেজের গ্রন্থাগারটি পশ্চিম পাশের ভবনের নিচতলায় অবস্থিত। এখানে পাঠ্যবই, গল্পের বই, উপন্যাসের বই রয়েছে। কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বই বাসায় নিয়ে যেতে পারে। লাইব্রেরিতে বসার জন্য সাধারণ কাঠের বেঞ্চ ও টেবিল রয়েছে।

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।অবিভক্ত বঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *