Breaking News
Home / কলেজ / সরকারি তিতুমীর কলেজ-মহাখালী

সরকারি তিতুমীর কলেজ-মহাখালী

সরকারি তিতুমীর কলেজ,বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র সংখ্যার দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় কলেজ।  উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ মীর নেসার আলী তিতুমীরের নামে এই কলেজের নামকরণ করা হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।প্রতিষ্ঠার সময় কলেজটিতে শুধুমাত্র উচ্চমাধ্যমিক শ্রেণিতে ক্লাস নেয়া হত, তবে বর্তমানে এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

সরকারি তিতুমীর কলেজ-মহাখালী

নীতিবাক্য : জ্ঞানই শক্তি
ধরনঃ সরকারি
স্থাপিতঃ ১৯৬৮
অধ্যক্ষ : প্রফেসর তালাত সুলতানা
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ:
শিক্ষার্থীঃ ৬০০০০+
প্রশাসনিক ব্যক্তিবর্গ: ২১৫
অবস্থানঃ
বীর উত্তম এ.কে খন্দকার রোড মহাখালী ঢাকা-১২১৩, বাংলাদেশ
২৩.৭৮১৫৯৬° উত্তর ৯০.৪০৩৬৮৬° পূর্ব
শিক্ষাঙ্গনঃ শহুরে
সংক্ষিপ্ত নাম: জিটিসি(GTC)
অধিভুক্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ওয়েবসাইটঃ https://www.titumircollege.gov.bd/

সরকারি তিতুমীর কলেজ ইতিহাস

জিন্নাহ কলেজ’ নামে ১৯৬৮ সালে সরকারি তিতুমীর কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান জগন্নাথ কলেজের ছাত্র-আন্দোলনকে নির্মূল করার জন্য মহাখালীতে অবস্থিত ডিআইটি খাদ্যগুদাম হিসেবে পরিচিত ভবনে জগন্নাথ কলেজের ডিগ্রি শাখা স্থানান্তর করেন এবং এর নামকরণ করা হয় জিন্নাহ কলেজ। ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান রেডিও-টেলিভিশনে এক ভাষণে জাতীয় পরিষদ স্থগিত ঘোষণা করার সঙ্গে সঙ্গে জিন্নাহ কলেজ শাখার ছাত্র সংসদের প্রথম সহ-সভাপতি (ভিপি) সিরাজউদ্দৌলার নেতৃত্বে টিপু মুনশি ও শাহাবুদ্দিনসহ তৎকালীন কতিপয় ছাত্রনেতা প্রতিক্রিয়া হিসেবে জিন্নাহ্ কলেজের সাইনবোর্ড ভেঙে ফেলেন। তখন আনিসুজ্জামান খোকন (জিন্নাহ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক) জিন্নাহ কলেজের নাম ‘তিতুমীর কলেজ’ প্রস্তাব করেন। ২ মার্চ ছাত্রলীগের কর্মীরা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জড়ো হলে সেখানে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রবের মধ্যস্থতায় জিন্নাহ্ কলেজের নাম ‘তিতুমীর কলেজ’ হিসেবে চূড়ান্ত হয়।

অবস্থান

কলেজটি ঢাকা শহরের বনানী থানার অন্তর্ভুক্ত মহাখালী এলাকায় অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • সরকারি তিতুমীর কলেজ
  • বীর উত্তম এ কে খন্দকার,মহাখালী, ঢাকা ১২১৩।
  • যোগাযোগ :+৮৮০২২২২২৮৬৭৩৭, +৮৮০২২২২২৯৯৪৯০
  • ইমেইল :titumircollegemail@gmail.com
  • ওয়েবসাইট :www.titumircollege.gov.bd

বিভাগ এবং অনুষদ সমূহ

বিজ্ঞান অনুষদ

বাণিজ্য অনুষদ

কলা ও সমাজবিজ্ঞান অনুষদ

পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান বাংলা
রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি
গণিত মার্কেটিং ইতিহাস
প্রাণিবিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং দর্শন
উদ্ভিদবিজ্ঞান সমাজবিজ্ঞান
মনোবিজ্ঞান ইসলাম শিক্ষা
পরিসংখ্যান সমাজকর্ম
ভূগোল ও পরিবেশ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অর্থনীতি
রাষ্ট্রবিজ্ঞান

লাইব্রেরী

প্রতিটি বিভাগের জন্য রয়েছে নিজস্ব গ্রন্থাগার বা সেমিনার। কলেজটিতে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে। যেখানে ২০,০০০ এর অধিক বই সংগ্রহে রয়েছে।

আবাসিক হল

কলেজটির ছাত্র-ছাত্রীর জন্য তিনটি আবাসিক হল রয়েছে; এগুলো হলোঃ

  • আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাস।
  • সুফিয়া কামাল ছাত্রী নিবাস।
  • সিরাজ ছাত্রী নিবাস।
  • দুইটি দশ তলা হল নির্মাণের কাজ চলছে।

পরিবহন ব্যবস্থা

ছাত্র-ছাত্রীদের যাতায়াতেরজন্য রয়েছে ৫ টি বাস।

  • BRTC লাল বাস
  • সম্পর্ক
  • অগ্নিবীণা
  • সোনার তরী
  • সাদা বাস

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।অবিভক্ত বঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *