Breaking News
Home / কলেজ / সিরাজগঞ্জ সরকারি কলেজ

সিরাজগঞ্জ সরকারি কলেজ

সিরাজগঞ্জ সরকারি কলেজ যমুনা বিধৌত জনপদ সিরাজগঞ্জে উচ্চ শিক্ষা লাভের সুযোগ ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের আকাঙ্খা থেকে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জ কলেজ। ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। দেশ ও জাতির সেবার ব্রতে উদ্দীপ্ত সুনাগরিক গড়ার জন্য নিরন্তর সচেষ্ট আমাদের প্রতিষ্ঠান। বিশ্বায়নের এ যুগে পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজন শিক্ষা, সংস্কৃতি এবং জীবন যাত্রার কাঙ্খিত পরিবর্তন। এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজ পরিবার।

সিরাজগঞ্জ সরকারি কলেজ

ধরনঃ সরকারি কলেজ
স্থাপিতঃ ১৯৪০
অধ্যক্ষ : এ টি এম সোহেল
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ: ৪৩
ঠিকানা: সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, বাংলাদেশ
অবস্থানঃ বি.এ. কলেজ রোড, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।
শিক্ষাঙ্গনঃ শহর
সংক্ষিপ্ত নাম: সিরাজগঞ্জ কলেজ
অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ https://www.srgc.edu.bd/

 ইতিহাস

১৯৪০ সালে প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়।  বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী (পাস), ১৭টি বিষয়ে অনার্স, ০৯টি বিষয়ে মাস্টার্স ১ম পর্ব ও ১৪টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু আছে।

অবস্থান

সিরাজগঞ্জ সরকারি কলেজ যমুনা নদী থেকে ৫০০ মিটার পশ্চিমে সিরাজগঞ্জ শহরের উত্তর পার্শ্বে অবস্থিত। সিরাজগঞ্জ রোড হতে বাসে অথবা বেবিটেক্সিতে উঠে সিরাজগঞ্জ শহর বাস স্টপেজে নেমে রিকশাযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজে যাওয়া যাবে।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • সিরাজগঞ্জ সরকারি কলেজ
  • বি.এ. কলেজ রোড, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।
  • যোগাযোগ :+880751-62020
  • ইমেইল : srgovc@gmail.com
  • ওয়েবসাইট :www.srgc.edu.bd

বিভাগ এবং অনুষদ সমূহ

এই  কলেজের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে শ্রেণিকার্যক্রম পরিচালনার ব্যবস্থা রয়েছে। স্নাতক সম্মান

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • পদার্থ বিভাগ
  • রসায়ন বিভাগ
  • গণিত বিভাগ
  • প্রাণিবিদ্যা বিভাগ
  • উদ্ভিদবিদ্যা বিভাগ
  • ইসলামের ইতিহাস বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ইসলামিক স্টাডিজ বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • দর্শন বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞানবিভাগ

উচ্চ মাধ্যমিক

  • বিজ্ঞান বিভাগ
  • বাণিজ্য বিভাগ
  • মানবিক বিভাগ

আবাসন ব্যবস্থা

এই কলেজে দুইটি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস রয়েছে।

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

আদিনা ফজলুল হক সরকারি কলেজ

আদিনা ফজলুল হক সরকারি কলেজ

আদিনা ফজলুল হক সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীনতম শীর্ষস্থানীয় একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।কলেজের প্রথম অধ্যক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *