Breaking News
Home / কলেজ / রাজশাহী সরকারি মহিলা কলেজ

রাজশাহী সরকারি মহিলা কলেজ

রাজশাহী সরকারি মহিলা কলেজ,হযরত শাহ্‌ মখদুম রুপোশ (রঃ)- এর স্মৃতি বিজড়িত পূণ্যভূমিতে বৈচিত্রময় বৃক্ষরাজিশোভিত সুশীতল ছায়ানিবিড় পরিবেশে অবস্থিত রাজশাহী সরকারি মহিলা কলেজ রাজশাহী জেলার মেয়েদের জন্য একমাত্র সরকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ।

রাজশাহী সরকারি মহিলা কলেজ

ধরনঃ সরকারি কলেজ
স্থাপিতঃ ১৯৬২
অবস্থানঃ রাজশাহী, বাংলাদেশ
অধিভুক্তি: বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষাঙ্গনঃ শহুরে
   
ওয়েবসাইটঃ rgwcollege.edu.bd

ইতিহাস

ঔপনিবেশিক আমল থেকেই রাজশাহী শিক্ষা নগরী হিসেবে পরিচিত হলেও এখানে স্বতন্ত্র কোনো মহিলা কলেজ ছিল না। তাই নারীদের আত্মপ্রতিষ্ঠা ও নারীশিক্ষা প্রসারের জন্য রাজশাহীর কয়েকজন বিদ্যোvসাহী ব্যক্তির উদ্যোগে ও জনসাধারণের আর্থিক সহায়তায় ১৯৬২ সালের ২৪ এপ্রিল নগরীর কাদিরগঞ্জ মহল্লার অন্তর্গত তারিনী বাবুর বাগান নামে পরিচিত বৃক্ষশোভিত প্রায় দশ একরের একটি মনোরম ভূন্ডখন্ডে রাজশাহী মহিলা কলেজ প্রতিষ্ঠা হয়।

প্রতিষ্ঠাকালীন বদলি সনদের মাধ্যমে ভর্তিকৃত পঁচিশ জন ছাত্রী নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয়। প্রথম থেকেই শিক্ষা, সাহিত্যন্ডসংস্কৃতি, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে ছাত্রীদের অসাধারণ সাফল্যের ফলে এই কলেজের প্রতি ছাত্রী ও অভিভাবকদের আগ্রহ বৃদ্ধি পায়। ষাটের দশকের মাঝামাঝি তvকালীন সরকার প্রতিটি জেলায় একটি করে মহিলা কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিলে ১৯৬৮ সালের ২৫ এপ্রিল সেই পরিকল্পনার আওতায় এই কলেজটির সরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

অবস্থান

এটি বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • রাজশাহী সরকারি মহিলা কলেজ
  • রাজশাহী, বাংলাদেশ
  • যোগাযোগ :0721-775694
  • ইমেইল : rgwcollege@yahoo.com
  • ওয়েবসাইট :rgwcollege.edu.bd

বিভাগ এবং অনুষদ সমূহ

এই কলেজে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে অনার্স কোর্স, ডিগ্রী (পাস) এবং উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ চালু রয়েছে।এছাড়াও কলেজে সর্বমোট ২১টি বিভাগ রয়েছে।

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

আদিনা ফজলুল হক সরকারি কলেজ

আদিনা ফজলুল হক সরকারি কলেজ

আদিনা ফজলুল হক সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীনতম শীর্ষস্থানীয় একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।কলেজের প্রথম অধ্যক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *