Home / কলেজ / ফেনী সরকারি কলেজ

ফেনী সরকারি কলেজ

ফেনী সরকারী কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানকারী একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ- পূর্ব বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সরকারী কলেজ প্রতিষ্ঠার গোড়াপত্তন হয় ১৯১৮ সালে খান বাহাদুর বজলুল হকের নেতৃত্বে একটি ট্রাস্ট বোর্ড গঠনের মাধ্যমে। কলেজের জম্ম- লগ্নে প্রথম গভর্ণিং বডির সদস্য ছিলেন মরহুম খান বাহাদুর আবদুল আজিজ, মরহুম খান সাহেব মৌলভী বজলুল হক, মরহুম মৌলভী আব্দুল খালেক, মরহুম মৌলভী হাছান আলী, মরহুম মৌলভী আবদুস সাত্তার, সর্বপ্রয়াত শ্রীরমণী মোহান গোস্বাামী, সর্বপ্রয়াত শ্রীগুরু দাস কর, শ্রীকালিজয় চক্রবতী প্রমুখ।

 

 

 

ফেনী সরকারি কলেজ

নীতিবাক্যঃ
ধরনঃ সরকারি
স্থাপিতঃ ১৯২২; ১০০ বছর আগে
প্রতিষ্ঠাতা :
অধ্যক্ষ: প্ৰফেসর বিমল কান্তি পাল
শিক্ষার্থীঃ আনু. ২৪,০০০
শিক্ষা বোর্ড:
অবস্থানঃ
কলেজ রোড, ফেনী, বাংলাদেশ
শিক্ষাঙ্গনঃ
সংক্ষিপ্ত নাম : ফেসক
অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ fgc.gov.bd

ফেনী সরকারি কলেজ প্রতিষ্ঠার পটভূমি

১৯১৮ সালের দিকেই কলেজটি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়। ১৯২২ সালে খান বাহাদুর বজলুল হক একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন এবং তখন থেকেই মূলত কলেজটির যাত্রা শুরু হয়। কলেজের জন্মলগ্নে প্রথম গভর্নিংবডির সদস্য ছিলেন মরহুম খান বাহাদুর আবদুল আজিজ, মরহুম খান সাহেব মৌলভী বজলুল হক, মরহুম মৌলভী আব্দুল খালেক, মরহুম মৌলভী হাছান আলী, মরহুম মৌলভী আবদুস ছাত্তার, সর্বপ্রয়াত শ্রীরমণী মোহন গোস্বামী, মহেন্দ্র কুমার ঘোষ, কালীচরণ নাথ, শ্রীগুরু দাস কর, শ্রীকালিজয় চক্রবর্তী, এনায়েত হাজারী, কলেজ প্রতিষ্ঠানকালীন অধ্যক্ষ বীরেন্দ্র ভট্টাচার্য এবং তৎপরবর্তী অধ্যক্ষ অম্বিকাচরণ রক্ষিত রায়বাহাদুর প্রমুখ। কমিটির প্রথম সভাপতি ছিলেন ফেনীর তখনকার মহকুমা প্রশাসক জনাব আকরামুজ্জামান খান এবং প্রথম সেক্রেটারি ছিলেন মরহুম মৌলভী আব্দুল খালেক।

 অবস্থান

এটি ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • ফেনী সরকারি কলেজ
  • কলেজ রোড, ফেনী, বাংলাদেশ
  • যোগাযোগ : 033174049/01819323717
  • ইমেইল : fenigovcollege@yahoo.com
  • ওয়েবসাইট : fgc.gov.bd

 বিভাগ এবং অনুষদ সমূহ

স্নাতক (সম্মান) স্নাতক (পাস) স্নাতকোত্তর
বাংলা বি.এ (পাস) বাংলা
ইংরেজি বি.এস.এস (পাস) রাষ্ট্ৰবিজ্ঞান
অর্থনীতি বি.বি.এস (পাস) হিসাববিজ্ঞান
রাষ্ট্রবিজ্ঞান বি.এস-সি (পাস) ব্যবস্থাপনা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অর্থনীতি
ইতিহাস সমাজকর্ম
দর্শন গণিত
সমাজকর্ম উদ্ভিদবিজ্ঞান
গণিত প্রাণিবিদ্যা
হিসাব বিজ্ঞান রসায়ন
ব্যবস্থাপনা পদার্থবিদ্যা
পদার্থবিদ্যা ইতিহাস
রসায়ন
প্রাণিবিদ্যা
উদ্ভিদবিজ্ঞান

ছাত্র ছাত্রীদের আবাসন

কলেজ ছাত্রাবাসটি কলেজ ক্যাম্পাস থেকে প্রায় দুই কি.মি. দূরে শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত।ফেনী সরকারি কলেজের ছাত্রীনিবাসটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

ফেনী সরকারি কলেজ শিক্ষা কার্যক্রম

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র এক বছর পর ১৯২২সালে ফেনী কলেজ প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ৮আগস্ট বাংলা, ইংরেজি, আরবি, ফারসি, সংস্কৃত, গণিত, ইতিহাস ও যুক্তিবিদ্যা বিষয়ে ১৪৬ জন শিক্ষার্থী নিয়ে আই.এ ক্লাস চালু হয়। যার মধ্যে ৭১জন ছিল মুসলিম। শুরু থেকেই উন্নয়নের লক্ষ্যে দৃঢ়নিষ্ঠ অগ্রগতি অর্জিত হওয়ায় সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র দু’বছরের মধ্যেই ১৯২৪ সালে কলেজটিকে প্রথম শ্রেণির মর্যাদায় উন্নীত করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আরবি ও ইতিহাস বিষয়ে অনার্সসহ ডিগ্রী পর্যায়ে বি.এ কোর্সে পাঠদান অনুমোদন করে। কলেজটিতে আই.কম কোর্স চালু হয় ১৯৪১ সালে; আই.এস.সি কোর্স চালু হয় ১৯৪৭ সালে; বি.কম কোর্স চালু হয় ১৯৬২ সালে; বি.এস.সি কোর্স চালু হয় ১৯৬৪ সালে। নব পর্যায়ে অনার্স কোর্স প্রবর্তিত হয় ১৯৯৭ সালে।

প্রথম পর্যায়ে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, গণিত, সমাজকর্ম, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান চালু হয়। ২০১০-১১ শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও রসায়ন বিষয়ে এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে ইংরেজি ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স চালু হয়। ২০১২-১৩ শিক্ষাবর্ষে পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও ইতিহাস বিষয়ে এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষে দর্শন বিষয়ে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে ফেনী সরকারী কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শাখা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ডিগ্ৰী ও মাস্টার্স কোর্সে শিক্ষা কার্যক্ৰম পরিচালিত হয়। এই কলেজে বর্তমানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২২ হাজার। বর্তমানে ১৫টি বিষয়ে অনার্স কোর্স, ১০টি বিষয়ে মাস্টার্স ১ম পর্ব (প্রিলিমিনারি) ও ৭টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু রয়েছে।

পাঠাগার

ফেনী কলেজ লাইব্ৰেরি প্ৰশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। লাইব্ৰেরিতে প্ৰতিটি বিভাগের জন্য আলাদা আলাদা তাকে বই রাখা আছে এবং পড়ার জন্য একটি রিডিং রুম রয়েছে। ছাত্ৰীদের জন্য পৃথক কমন রুম আছে। ফেনী কলেজ লাইব্ৰেরিতে বইয়ের সংখ্যা প্ৰায় দশ হাজার।

অবকাঠামো

ফেনী সরকারি কলেজ ১৯২২সালে প্ৰতিষ্ঠিত হলেও কলেজটি এখনও অনুন্নত। কলেজে প্রয়োজনীয় অবকাঠামো ব্যবস্থা নেই। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শ্রেণী কক্ষের স্বল্পতা। ফেনী কলেজের প্রধান ভবনটিকে ফেনী গণপূর্ত বিভাগ দশ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও ভবনটি এখনও ব্যবহৃত হচ্ছে।

কলেজে আরো যে সকল ভবনাদি রয়েছে তা’হল- বিভাগীয় কার্যালয়সহ একাডেমিক ভবন, কলা ভবন ১টি, বিজ্ঞান ভবন ২টি, বাণিজ্য ভবন ১টি, অনার্স ভবন ১টি, নির্মাণাধীন একাডেমিক ও পরীক্ষা ভবন ১টি, মসজিদ ১টি, খেলার মাঠ ১টি, অডিটোরিয়াম ১টি, বোটানিক্যাল গার্ডেন একটি, অম্বিকাচরণ রক্ষিত রায় বাহাদুর উদ্যান ১টি, ক্যান্টিন ১টি (এলিন কৃষ্ণচূড়া), ছাত্রাবাস ১টি, ছাত্রীনিবাস ১টি (নির্মাণাধীন), পুরাতন ছাত্রাবাস ২টি (বর্তমানে শিক্ষক ডরমিটরি, বিএনসিসি, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট, ক্রীড়া অফিস ও ক্লাস রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে)।

শহীদ মিনার ১টি, বধ্যভূমি স্মৃতিফলক ১টি, বৈদ্যুতিক সাব স্টেশন ১টি, কম্পিউটার ল্যাব ১টি, প্রতিটি বিভাগে ১টি করে মোট ১৫টি সেমিনার লাইব্রেরি ও ১টি কেন্দ্রীয় লাইব্রেরি, অধ্যক্ষের বাসভবন ১টি (ব্যবহার অযোগ্য)। ছাত্রছাত্রীর তুলনায় শ্রেণি কক্ষ কম হওয়ায় শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে শ্রেণি কক্ষের স্বল্পতার কারণে উচ্চ মাধ্যমিক ও অনার্স ক্লাস সমূহ ১ম শিফট (৯:০০-১২:৪৫) ও স্নাতক (পাস), মাস্টার্স ও প্রিলিমিনারির ক্লাস সমূহ ২য় শিফট (১:৩০-৪:৩০) এ অনুষ্ঠিত হচ্ছে।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ। এটি চট্টগ্রাম শহরের কলেজ রোডে অবস্থিত এবং চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *