চাঁদপুর সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ। এটি চট্টগ্রাম শহরের কলেজ রোডে অবস্থিত এবং চট্টগ্রাম কলেজের বিপরীতে এটির অবস্থান। এই কলেজের পর্তুগীজ ভবন নগরীর অন্যতম প্রাচীন স্থাপনা। এই কলেজে উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। নয়নাভিরাম ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
চাঁদপুর সরকারি কলেজ
নীতিবাক্যঃ | শিক্ষা ইমান সেবা |
ধরনঃ | সরকারি |
স্থাপিতঃ | ১৫ জুন,১৯৪৬ |
প্রতিষ্ঠাতা : | হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী |
অধ্যক্ষ: | অধ্যাপক অসিত বরণ দাস |
শিক্ষার্থীঃ | ১৪,০০০+ |
সংক্ষিপ্ত নাম: | চাঁসক |
অবস্থানঃ |
কলেজ রোড, নাজিরপাড়া, চাঁদপুর সদর, চাঁদপুর, বাংলাদেশ |
শিক্ষাঙ্গনঃ | শহুরে, ৬.৭০ হেক্টর (১৬.৫৬ একর) |
ভাষা: | বাংলা ও ইংরেজি |
অধিভুক্তি: | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইটঃ | www.chandpurcollege.edu.bd |
প্রতিষ্ঠার পটভূমি
চাঁদপুর সরকারি কলেজের ভিত্তিপ্রস্তর হয় ১৯৪৬ সালের ১ জুন। যা তৎকালীন অভিবক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী করেছিলেন। প্রথমে কলেজের বর্তমান পশ্চিম পাশে বাঁশের বেড়া দিয়ে কলেজের কার্যক্রম চালু করা হয়। পরবর্তীতে চাঁদপুর জেলার বিভিন্ন দানশীল ব্যক্তির অনুদানে কলেজটির অবকাঠামোগত দিক উন্নত হয়। কলেজটির প্রথম শিক্ষাকার্যক্রম চালু হয় উচ্চ মাধ্যমিক দিয়ে ১৯৪৬ সালে। আর প্রথম অধ্যক্ষ ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পরেশ চন্দ্র গাঙ্গুলী। ১ মার্চ, ১৯৮০ সালে কলেজটি সরকারি করণ করা হয়।
অবস্থান
চাঁদপুর সরকারি কলেজ বাংলাদেশের চাঁদপুর জেলার একটি পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ কলেজটি ১৯৪৬ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। কলেজটি চাঁদপুর সদরের ১৬.৫৬ একর জমির উপর চাঁদপুর শহরে অবস্থিত।
বিস্তারিত দেখুন গুগল ম্যাপে
যোগাযোগের ঠিকানা হল-
- চাঁদপুর সরকারি কলেজ
- কলেজ রোড, চট্টগ্রাম
- যোগাযোগ :
- ইমেইল :
- ওয়েবসাইট : www.chandpurcollege.edu.bd
বিভাগ এবং অনুষদ সমূহ
এই শিক্ষাপ্রতিষ্ঠানে ২ বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক শ্রেণী ও ৩ বছর মেয়াদী স্নাতক (পাস) শ্রেণীতে শিক্ষা দান করা হয়। এছাড়াও এখানে বেশ কয়েকটি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়।
উচ্চমাধ্যমিক শ্রেণি | স্নাতক (পাস) শ্রেণি | স্নাতক (সম্মান) শ্রেণি |
মানবিক বিভাগ | বিবিএস | বাংলা |
বিজ্ঞান বিভাগ | বিএসএস | ইংরেজি |
ব্যবসায় শিক্ষা বিভাগ | বিএসসি | অর্থনীতি |
রাষ্ট্রবিজ্ঞান | ||
সমাজকর্ম | ||
দর্শন | ||
ইতিহাস | ||
ইসলামিক স্টাডিজ ও আরবি | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
ভূগোল পরিবেশ বিদ্যা | ||
হিসাববিজ্ঞান | ||
ব্যবস্থাপনা | ||
পদার্থবিদ্যা | ||
রসায়নবিদ্যা | ||
গণিত | ||
প্রাণিবিদ্যা | ||
উদ্ভিদবিদ্যা |
ছাত্র ছাত্রীদের আবাসন
ছাত্রদের জন্য রয়েছে দুটি হল-
- শহীদ জিয়া ছাত্রাবাস।
- শেরে-বাংলা ছাত্রাবাস।
ছাত্রীদের জন্য রয়েছে দুটি হল-
- শেখ হাসিনা ছাত্রী নিবাস।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী নিবাস।
যাতায়াত ব্যবস্থা
কলেজের ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে একটি বাস আছে যা চাঁদপুর-হাজীগঞ্জ রুট হতে ছাত্র/ছাত্রীদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে এবং ক্যাম্পাস হতে নিয়ে যায়। এছাড়াও অনেকে বাস, ট্রেন এবং অন্যান্য যানবাহন দিয়ে ছাত্র/ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে আসা যাওয়া করে থাকে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।