জাতীয় বিশ্ববিদ্যালয়-গাজীপুর ৩০ বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়টি দেশের একটি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হিসাবে সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যাতে সারা দেশে এর অধিভুক্ত কলেজ এবং পেশাদার প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষা প্রদান করা হয়। এ জন্য বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ও আধা-গ্রামীণ পটভূমি থেকে আগত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়-গাজীপুর
নীতিবাক্যঃ | সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী |
ধরনঃ | পাবলিক |
স্থাপিতঃ | ১৯৯২ |
আচার্য : | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য: | ড. মো: মশিউর রহমান |
শিক্ষার্থীঃ | ২৮ লাখ (২০১৭) |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ: | ২,০০০ |
অবস্থানঃ |
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ ২৩.৯৫০৫০৪° উত্তর ৯০.৩৭৯৯৮৩° পূর্ব |
শিক্ষাঙ্গনঃ | সারাদেশে অধিভুক্ত কলেজসমূহ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ: | ১,৮০০ |
অধিভুক্তি: | |
ওয়েবসাইটঃ | www.nu.ac.bd/ |
জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের তদারকি করতে গিয়ে অভ্যন্তরীণ শিক্ষাকার্যক্রম পরিচালনায় বাড়তি চাপে ছিল। সেই চাপ কমাতে ও অধিভূক্ত কলেজগুলোর মান উন্নয়নে লক্ষ্যে ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়। একটি প্রথাগত পদ্ধতি অনুসরণ করে একটি একক সদর দফতর থেকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান 2257টি অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের বিষয়ে কার্যকরভাবে পরিচালনা করা প্রায় অসম্ভব একটি কাজ। তাই, আঞ্চলিক কেন্দ্রে বিকেন্দ্রীকরণ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এটিকে পাইকারি নেটওয়ার্কিং ভিত্তিক একটি ডিজিটাইজড বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এটি অবশ্যই আমাদেরকে বিশাল সেশন জ্যাম কাটিয়ে উঠতে সাহায্য করবে যা থেকে শিক্ষার্থীরা বর্তমানে ভুগছে।
অধিকন্তু প্রশাসন গাজীপুর ক্যাম্পাসকে একটি উৎকর্ষ কেন্দ্রে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে স্নাতকোত্তর স্তরে উচ্চতর গবেষণা এবং শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে এম. ফিল এবং পিএইচ.ডি. গাজীপুর ক্যাম্পাসে শ্রেণীকক্ষ শিক্ষা প্রদানের বিষয়টি অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। বিশ্বায়নের এই যুগে, আমরা গড় স্নাতক তৈরি করতে পারি না কিন্তু উচ্চ মানের যারা কেবল বিশ্বব্যাপী প্রতিযোগিতা করতে পারে। এই প্রয়াসে এবং আমাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে আমি সকল মহলের সহযোগিতা কামনা করছি।
জাতীয় বিশ্ববিদ্যালয় অবস্থান
গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
বিস্তারিত দেখুন গুগল ম্যাপে
যোগাযোগের ঠিকানা হল-
- জাতীয় বিশ্ববিদ্যালয়
- গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
- যোগাযোগ : +880-2-9291016
- ইমেইল : registrar@na.edu.bar
- ওয়েবসাইট : www.nu.ac.bd/
বিভাগ এবং অনুষদ সমূহ
কলা অনুষদ | সামাজিকবিজ্ঞান অনুষদ | ব্যবসায় শিক্ষা অনুষদ | বিজ্ঞান অনুষদ |
বাংলা বিভাগ | অর্থনীতি বিভাগ | ব্যবসায় প্রশাসনে স্নাতক (প্রফেশনাল) | পদার্থ বিজ্ঞান বিভাগ |
ইংরেজি বিভাগ | রাষ্ট্রবিজ্ঞান বিভাগ | পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় বিবিএ (প্রফেশনাল) | রসায়ন বিভাগ |
আরবি বিভাগ | সমাজ বিজ্ঞান বিভাগ | এভিয়েশন ব্যবস্থাপনায় বিবিএ (প্রফেশনাল) | প্রাণরসায়ন বিভাগ |
সংস্কৃত বিভাগ | সমাজকর্ম বিভাগ | ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ | গণিত বিভাগ |
ইতিহাস বিভাগ | নৃ-বিজ্ঞান বিভাগ | হিসাববিজ্ঞান বিভাগ | পরিসংখ্যান বিভাগ |
ইসলামি অধ্যয়ন বিভাগ | গার্হস্থ্য অর্থনীতি বিভাগ | মার্কেটিং বিভাগ | প্রাণীবিদ্যা বিভাগ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ | গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ | ব্যবস্থাপনা বিভাগ | উদ্ভিদবিজ্ঞান বিভাগ |
দর্শন বিভাগ | মনোবিজ্ঞান বিভাগ | ||
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ | |||
ভূগোল ও পরিবেশ বিভাগ | |||
কম্পিউটার বিজ্ঞান বিভাগ | |||
পরিবেশ বিজ্ঞান বিভাগ |
প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- যন্ত্রপাতি ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
অ্যারোনটিকাল প্রকৌশল অনুষদ
- অ্যারোনটিকাল এন্ড এভিয়েশন সাইন্স
ফ্যাশন ডিজাইন অনুষদ
- এ্যাপারেল ম্যানুফেকচার এন্ড টেকনোলোজি
- ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি বিভাগ
- নিট পোশাক প্রস্তুত ও প্রযুক্তি বিভাগ
আইন অনুষদ
- আইন বিভাগ
শিক্ষা অনুষদ
- শিক্ষায় স্নাতক
চারুকলা অনুষদ
- ব্যাচলর অব ফাইন আর্টস
মিডিয়া অধ্যয়ন অনুষদ
- থিয়েটার ও গণমাধ্যম অধ্যয়ন
বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহ
সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা ২ হাজার ২৫০টি। যার মধ্যে ৮৫৭ টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়, যার মোট আসন সংখ্যা ৪ লক্ষ ২০ হাজারের অধিক। স্নাতকোত্তর পড়ানো হয় ১৪৫ টি কলেজে।
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ (২০১৩-১৪) নতুন সিলেবাসের মাধ্যমে চার (৪) বছর মেয়াদী স্নাতক(সম্মান) ও এক (১) বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু করেছে। এছাড়াও তিন(৩) বছর মেয়াদী স্নাতক(পাস) কোর্স এবং চার(৪) বছর মেয়াদি স্নাতক(সম্মান) প্রফেশনাল কোর্স রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. ও এম.ফিল. এর ব্যবস্থাও আছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণ
২০১৪ সালের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় স্নাতক (সম্মান) পড়ানো হয় এমন সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেন। এ বিষয়ে ইউজিসি পদক্ষেপ গ্রহণ করেছে এবং সম্প্রতি এক সভায় উপাচার্যরাও এর পক্ষে মত দেন। যার ফলশ্রুতিতে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার সাত সরকারি কলেজকে “জাতীয় বিশ্ববিদ্যালয়” হতে বের করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত করা হয়।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।