Breaking News
Home / ডিপ্লোমা / সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকুরির কিছু গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন

সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকুরির কিছু গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন

সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকুরির কিছু গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন।একজন ইঞ্জিনিয়ারের যেকোনো চাকরি পেতে হলে চাই যথাযত প্রস্তুতি। আর এই প্রস্তুতির জন্য চাই যথেষ্ট পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ব্যাংক এবং পড়াশুনা  । তাই আমরা একজন সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রশ্ন ও উত্তরের তালিকা তৈরি করেছি। যেগুলি বিগত চাকুরি পরিক্ষা থেকে বাছাই করা প্রশ্ন ও উত্তর। প্রশ্নগুলি চাকরি পরীক্ষায় বিশেষ উপযোগী হবে এই বিষয়ে আমরা আশাবাদী। আজকের পর্বে সিভিল ভাইভা প্রশ্ন ব্যাংক বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকরি পরীক্ষার ভাইভা প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকুরির কিছু গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন

* সড়ক ও মহাসড়ক ডিজাইনে কোন কোড অনুসরণ করতে হয়?
উত্তরঃ AASHO

* সওজ পূর্ণরুপ কি?
উত্তরঃ সড়ক ও জনপথ।

* বিটুমিনাস রাস্তার ভিওি বলা হয় কোন স্তরকে?
উওরঃ সাব-গ্রেড স্তরকে।

* ট্যাককোট প্রয়োগের সাথে সাথে কোন কোট তাড়াতাড়ি প্রয়োগ করতে হয়?
উত্তরঃ সিলকোট।

* বিটুমিনাস সড়কে গাড়ির গতি প্রতিরোধ করতে কি কি ব্যবহার করা হয়?
উত্তরঃ স্পিড-ব্রেকার।

* বিটুমিন রাস্তা কাকে বলে?
উত্তরঃ যে সকল রাস্তার পেভমেন্ট তৈরির সময় বন্ধনী পদার্থ হিসাবে বিটুমিন জাতীয় পদার্থ ব্যবহার করা হয় তাকে বিটুমিনের রাস্তা বলে।

* পানিকে কেন বিটুমিনাস রাস্তার চরম শত্রু বলার কারণ কি?
উত্তরঃ বিটুমিনাস রাস্তায় পানি জমে থাকলে খুব তাড়াতাড়ি বিটুমিনাস রাস্তার কাপের্টিং নষ্ট হয়ে যায়। যার ফলে রাস্তায় অনেক পটহোলস সৃষ্টি হয়। যার ফলে রাস্তা ব্যবহারের উপযোগিতা নষ্ট হয়। তাই পানিকে বিটুমিনাস রাস্তার চরম শত্রু বলা হয়। ডিজাইন ইন্টিগ্রিটি।

* বিটুমিনাস রাস্তার চরম শত্রু বলা হয় কাকে?
উত্তরঃ জমে থাকা পানিকে।

* বিটুমিনেরর রাস্তা নিমার্ণের ধাপসমূহ কি কি?
উত্তরঃ সাব-গ্রেড, সাব-বেইজ,প্রাইমকোট,ট্যাককোট,সিলকোট।

* পটহোলস কাকে বলে?
উত্তরঃ রাস্তায় গর্তের সৃষ্টি হলে গর্তগুলোকে পটহোলস বলে।

* BST পূর্ণরুপ কি?
উত্তরঃ Bituminous surface treatment .

* বিটুমিনেরর কয়েকটি পরীক্ষার নাম কি কি?
উত্তরঃ Ductility, penetration, Bitumen content, Marshall stability

* বিটুমিনাস সড়কের সাইনবোর্ডে বৃওের মাঝে “X” চিহ্ন দ্ধারা কি বুঝানো হয়?
উত্তরঃ গাড়ি থামানো নিষেধ।

* আঞ্চলিক ও জাতীয় সড়ককে রাস্তায় সাইনবোর্ডে কি দ্বারা নির্দেশ করে?
উত্তরঃ আঞ্চলিক – R এবং জাতীয় – N।

* ক্যারেজ ওয়ে বলতে কি বুঝায়?
উত্তরঃ সড়কের দুই পাশ্বের শোল্ডারের মধ্যবতী যে পাকা অংশের উপর দিয়ে যানবাহন চলাচল করে তাই হচ্ছে ক্যারেজ ওয়ে।

* বিটুমিনাস সড়ক বাংলাদেশে এত জনপ্রিয় কেন?
উত্তরঃ নিমার্ণ খরচ কম,নিমাণ ও পুনঃমেরামত সহজ, নিমার্ণের পর খুব তাড়াতাড়ি ব্যবহার করা যায় ।

* রোড মার্কিং কি রং ব্যবহার করা হয়?
উত্তরঃ থার্মো-প্লাস্টিক পেইন্ট ।

*  রাস্তার বাকেঁ সুপার এলিভেশন দেওয়ার মূল কারণ কি?
উত্তরঃ রাস্তার বাকেঁ গাড়ি উল্টিয়ে যাওয়া প্রতিরোধের জন্য।

*  বিটুমিনাস সড়কের দুই পাশ্বে যে ঘাসের চাপড়া লাগানো হয় তাকে কি বলে?
উত্তরঃ টারফ।

*  স্পিড-ব্রেকারেরর থেকে কম উচ্চতায় গাড়ির গতি প্রতিরোধের জন্য ৪, ৫ টি সড়কের আড়াআড়িতে দেওয়া হয় তার নাম কি?
উত্তরঃ রেম্বল স্ট্রিপ ।

*  ক্রাউন ও গ্রডিয়েন্ট কি?
উত্তরঃ ক্রাউনঃ সড়কের মাঝ বরাবরের উচুঁ জায়গাকে ক্রাউন বলে। গ্রডিয়েন্টঃ সড়কের লম্বালম্বি ঢালকে গ্রডিয়েন্ট বলে।

* বাংলাদেশের রাস্তায় তৈরীর করে থাকেন কোন ডির্পাটমেন্ট?
উত্তরঃ Roads & Highway Department.

* বিটুমিন কি?

উত্তরঃ বিটুমিন কালো বা বাদামী বর্ণের বান্ধনী সম্পন্ন জৈব রাসায়নিক যৌগবিশেষ। যা রাস্তা তৈরীতে ব্যবহার করা হয়।

*  বিটুমিনাস সড়কে বাম দিকে তীর চিহ্ন ও ডান দিকে তীর চিহ্ন দ্বারা কি বুঝানো হয়?
উত্তরঃ বাম দিকে তীর চিহ্ন – শুধুমাত্র বাম দিকে চলুন এবং ডান দিকে তীর চিহ্ন – শুধুমাত্র ডানদিকে চলুন।

*  বিটুমিনাস সড়কে পানি নিষ্কাশনের জন্য কি কি ব্যবস্থা রাখা হয়?
উত্তরঃ L- Drain, Catch pit

*  DBM পূর্ণরুপ কি?
উত্তরঃ Dense Bitumen Macadam

*  বিটুমিনাস সড়কের রাস্তায় কত ধরণের রোড মার্কিং থাকে?
উত্তরঃ ৩ ধরণের।

* বিটুমিনাস সড়কের দুই পাশ্বে এজিং দেয়া হয় কেন?
উত্তরঃ সড়কের প্রস্হ বা এলাইনমেন্ট ঠিক রাখার জন্য, সড়কের পাশ্ব ভাঙন প্রতিরোধ করা জন্য, সাব-বেইজ, ওয়ারিং কোটকে যথাস্থানে ধরে রাখতে।

*  ক্যাম্বার কি ও কেন দেওয়া হয়?
উত্তরঃ সড়কের আড়াআড়ি ঢালকে ক্যাম্বার বলে। মূলত ক্যাম্বার দেওয়ার মূল কারণ হচ্ছে সড়ক হতে তাড়াতাড়ি পানি নিষ্কাশনের জন্য।

* বিটুমিনাস সড়কে মাটির ভারবহন ক্ষমতা জানার জন্য যে টেস্ট করা হয় তার নাম কি?
উত্তরঃ CBR test

* বিটুমিনাস সড়কে Break line, continuous line, Double Continuous line দ্বারা কি বুঝানো হয়?
উত্তরঃ Break line- গাড়ি ওভার টেকিং করতে পারবে । Continuous line-গাড়ি ওভার টেকিং করতে পারবে না। Double Continuous line- গাড়ি ওভার টেকিং করা নিষিদ ডিজাইন ইন্টিগ্রিটি ।

* SSD ও PSD পূর্ণরুপ কি?

SSD- St opting sight distance
PSD- Passing sight distance

* বাংলাদেশে কোন গ্রডের বিটুমিন রাস্তায় ব্যবহার করা হয়?
উত্তরঃ ৮০/১০০

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

 

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ । উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *