সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার কাকে বলে এবং এর কাজ কি কি।SCR যার অর্থ হলো Silicon Control Rectitier.এটি একটি ইলেক্ট্রোনিক্স ডিভাইস।এটা মূলত চার স্তর,তিন টার্মিনাল এবং তিন জাংশন বিশিষ্ট PNPN সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস।এটাও এক ধরণের উন্নত ইলেকট্রনিক্স ট্রানজিস্টর। ট্রানজিস্টর সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হলে সব ধারণের ট্রানজিস্টর এর গঠন কার্যপ্রনালী ও ব্যবহার সম্পর্কে জানা প্রয়োজন। তাই আজ আমরা সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার নিয়ে বিস্তারিত জানবো ।
সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার কাকে বলে এবং এর কাজ কি কি
সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার কি

S.C.R অর্থ সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার একটি চার স্তর, তিন টার্মিনাল, তিন জাংশন বিশিষ্ট পি-এন-পি-এন সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস। এটি মূলত একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইলেকট্রনিক্স সুইচ হিসেবে কাজ করে। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার সাধারণত এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে এবং সাথে সাথে লোডে পাওয়ারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার একই সাথে রেকটিফায়ার এবং ট্রানজিস্টারের কাজ করে।
সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার কাকে বলে
কোন নির্দিষ্ট জাংশন ট্রানজিস্টরের সাথে অপর একটি পি-এন জাংশন যুক্ত করলে যে তিন জাংশন বিশিষ্ট ইলেকট্রনিক ডিভাইস উৎপন্ন হয় তাকে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার বলা হয়।থাইরিস্টর, থাইরোড নামেও বলা হয় সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ারকে । শিল্পক্ষেত্রে সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার তাইরিসটার নামেও বলা হয়ে থাকে।
সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার বিস্তারিত কার্যক্রম
সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার এর গঠন
সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার একটি পি-এন-পি ও এন-পি-এন ট্রানজিস্টরের মধ্যে আর একটি এন-টাইপ ক্রিস্টাল অথবা একটি পি-টাইপ ক্রিস্টাল যোগ করে সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার গঠন করা হয়। সুতরাং সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার এর ক্রিস্টালে থাকে ২টি পি-টাইপ ও ২টি এন-টাইপ। ইউনি জাংশন ট্রানজিস্টর এর মতো সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার এরও তিনটা টার্মিনাল আছে, যথা- গেট অ্যানোড, ক্যাথোড। নিচের চিত্রের সাহায্যে সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার এর গঠন ও সার্কিট সংকেত দেখানো হয়েছে।
SCR এর V-I বৈশিষ্ট্য রেখা
SCR এর ল্যাচিং কারেন্ট কি?
Gate এ সাপ্লাই ছাড়া কোন SCR এর স্টেট পরিবর্তন করতে কিছু সময়ের প্রয়োজন হয়। যদি ট্রিগারিং সিগন্যাল (ভোল্টেজ বা কারেন্ট) SCR এর গেটে প্রয়োগ করা হয় তখন এটা অফ স্টেট থেকে অন স্টেটে পরিবর্তিত হয়। একে টার্ন অন টাইম বলা হয়।আর এই টার্ন অন টাইমে SCR এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে ল্যাচিং কারেন্ট বলে।
সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার কি, এর কাজ কি?
SCR এর বৈশিষ্ট্য
*SCR অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন সুইচ হিসেবে কাজ করে।
*এটা অল্প মানের ফরোয়ার্ড ভোল্টেজে কাজ শুরু করে বলে এর দক্ষতা অনেক বেশি।
*SCR একবার কন্ডাকশনে গেলে Gate তার নিয়ন্ত্রণ ক্ষমতা হারায়।
*আকারে ছোট এবং হালকা বলে এটা ব্যবহারে অনেক সুবিধা পাওয়া যায়।
*SCR একটি PNP ও NPN ট্রানজিস্টরের সমতুল্য।
*এটা অনেক টেকসই স্থির ডিভাইস।
SCR কে সুইচ বলা হয় কেন ?
SCR এ দুটি স্টেট থাকে একটা অন এবং একটা অফ। এই দুই স্টেটে যখন প্রয়োজনীয় গেট কারেন্ট দেওয়া হয় তখন এর অন কন্ডিশন,আবার যখন Anode কারেন্ট Holding কারেন্ট এর নিচে আনা হয় তখন অফ হয়ে যায়। সুতরাং দেখা যায় যে, SCR সিঙ্গেল সুইচ এর ন্যায় কাজ করে, তাই SCR কে ইলেক্ট্রোনিক সুইচ বলা হয়।
SCR এর সুবিধা ?
*এত কোন মুভিং পার্টস নেই বলে নয়েজ থাকে না।
*এটা ওজনে হালকা ফলে ত্রুটিমুক্ত সার্ভিস দেয়।
*এর সুইচিং স্পীড খুব বেশি হয় (সেকেন্ডে ১০ বার)।
*এর দক্ষতা অনেক বেশি হয়।
*এর পাওয়ার গেইন খুব বেশি।
SCR এর ব্যবহার ?
*এটা খুব দ্রুত গতি সম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার হয়।
*রাডার মডুলেটর এবং সার্ভো সিস্টেমে ব্যবহার হয়।
*ডিসি শান্ট মোটরের গতি নিয়ন্ত্রণে ব্যবহার হয়।
*AC কে DC তে রুপান্তর করার জন্য।
*ওভার লাইট ডিটেক্টর হিসেবে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।