Breaking News
Home / ডিপ্লোমা / ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হলো তৈরি পোশাক। বর্তমানে এ খাত থেকেই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ শিল্প বিশ্ববাজারে সুনাম অর্জনের পাশাপাশি সৃষ্টি করেছে লাখ লাখ লোকের কর্মসংস্থান। মোট কথা, বাংলাদেশের রফতানি শিল্পে এটি একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বস্ত্র প্রকৌশলবিদ্যার উন্নতি। বিশ্ববাজারে প্রকৌশলবিদ্যার কাতারে বস্ত্র প্রকৌশলবিদ্যা এখন একটি উজ্জ্বল নাম।

ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব

বর্তমান সময়ে শিক্ষা লাভ করে চাকরির ক্ষেত্রে যে কেউ সাফল্যের শীর্ষে পৌছতে পারে। মূলত উন্নতি আর সাফল্য নির্ভর করে কর্মক্ষেত্র নির্বাচন ও যথাযথ প্রয়োগের ওপর। এ ক্ষেত্রে প্রয়োজন মেধা, মনন ও দক্ষতা। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে যে কয়েকটি শিল্প মাধ্যমে দ্রুত বিকাশ লাভ করেছে, তার মধ্যে টেক্সটাইল শিল্প অন্যতম।

ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। আর বিজ্ঞানের এই অভূতপূর্ব অগ্রগতিতে যে জিনিস কার্যকারী ভূমিকা রেখে চলেছে তা হল টেক্সটাইল সামগ্রি। আজকের এই সভ্যতা টেক্সটাইল সামগ্রি এর আলোতে আলোকিত। টেক্সটাইল সামগ্রির আবিষ্কার সভ্যতাকে দিয়েছে নতুন মাত্রা। টেক্সটাইল টেকনোলজি কে বাদ দিয়ে সভ্যতার সকল উপকরণই অর্থহীন। সুতরাং বলা যায় সভ্যতার সর্বত্র বিদ্যুতের গুরুত্ব অপরিসীম এবং এর গুরুত্ব চিরদিনই থাকবে।

আরো দেখুন

ডিপ্লোমা আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ক্যারিয়ার

আমরা জানি যে দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা (৮০% এর বেশি) তৈরি পোশাক খাত থেকে অর্জিত হয়। সে হিসেবে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান সবচেয়ে বেশী।বাংলাদেশে বর্তমানে কটন ও সিনথেটিক মিল, উলেন ও উইভিং মিল, হ্যান্ডলুম, ডাইং, ফিনিশিং এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসহ প্রায় ৯ হাজার টেক্সটাইল শিল্প আছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এ সেক্টরের অগ্রগতি অব্যাহত আছে। প্রায় প্রতি বছর নতুন নতুন টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপিত হচ্ছে। বাংলাদেশের বস্ত্র আজ বিশ্বব্যাপী জনপ্রিয়। বর্তমানে এ শিল্পের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় দক্ষ ও শিক্ষিত জনশক্তি জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা এখন সময়ের দাবি।সবদিক মিলিয়ে ক্যারিয়ার হিসেবে এই টেকনোলজি ভালই হবে।

ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং কোথায় করবেন

সারা দেশ জুড়ে ৪৯ টি সরকারি প্রতিষ্ঠানে গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং–এ ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। এছাড়া সিটি পলিটেকনিক ইনস্টিটিউট সহ আরও কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা যায়।

ভর্তির যোগ্যতা

গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমার চার বছর মেয়াদি আট সেমিস্টারের এই কোর্সে এসএসসি বা সমমানের পরীক্ষার পর যে কোন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সম্ভব। তবে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড নীতিমালা প্রণয়ন করে থাকে।

ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং-এর মান

ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং কোর্সটির মান HSC সার্টিফিকেটের তুলনায় বেশি, তবে একই বিষয়ের বিএসসি ডিগ্রির তুলনায় কম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হল বিএসসি ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা স্তর।

বিএসসি গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-দের উচ্চ শিক্ষার জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে(DUET-Dhaka University of Engineering and Technology )।

 • বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
 • বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন।এছাড়াও এ এম আই ই ডিগ্রী লাভ করতে পারবেন। AMIE(Associate Membership Institute of Engineering), IEB, Dhaka

ডিপ্লোমা ইন Engineering -এ পাশ করার পর সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে এবং দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে সরাসরি দ্বিতীয় বর্ষে পড়ার সুযোগ রয়েছে। 1. DUET 2. AMIE , IEB এছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।

আরো দেখুন

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

শিপ  বিল্ডিং ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

একজন গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারের দায়িত্ব

গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ার যে সকল বিষয় দায়িত্ব পালন করতে পারে তা নিচে দেওয়া হল :বাংলাদশের সকল গার্মেন্টস ও টেক্সটাইল মিলসমূহে; টেক্সটাইল ও ভোকেশনাল ইনষ্টিটিউট; টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে; সরকারি-বেসরকারি মাদ্রাসা ও ভোকেশনাল ইনষ্টিটিউট সমূহে; সরকারি-বেসরকারি টেক্সটাইল মিলসমূহে; তুলা উন্নয়ন বোর্ড; সেরিকালচার বোর্ড; হ্যান্ড লুম বোর্ড; মারচেণ্ডাইজার; বিসিক; পাট ও বস্ত্র অধিদপ্তর; সরকারি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হিসেবে; কারিগরি স্কুল ও কলেজসমূহে; ই. পি. জেড. সমূহে; ওয়াশিং কোম্পানি; বিদেশি বায়িং হাউজ; সহকারী মারচেণ্ডাইজার; বায়িং কিউ. সি.; টেক্সটাইল ল্যাবরেটরি; বি. এস. টি. আই.।

ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং

গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র

উপ-সহকারী প্রকৌশলী পদে (২য় শ্রেণীর গেজেটেড অফিসার) চাকরি পাওয়ার সুযোগ;

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ আছে

 • বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ( যারা একদম প্রথম শ্রেনীর স্টুডেন্ট, তাদের জন্য)
 • বাংলাদেশ পাট গবেষণা ইন্সিটিউট
 • বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)
 • বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)
 • বস্ত্র পরিদপ্তর
 • পাট অধিদপ্তর
 • বাংলাদেশ তাঁত বোর্ড
 • বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)
 • বিভিন্ন ব্যাংক (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেক্সটাইল)
 • বিভিন্ন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে টেক্সটাইল এবং আই.ই বিভাগ আছে (যেমন: বুয়েট, কুয়েট)
  সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে টেক্সটাইল এবং আই.ই বিভাগ আছে (যেমন: যশোর বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়)
 • তুলা উন্নয়ন বোর্ড
 • কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
 • অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
 • বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড
 • সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট সমূহ
 • বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)
 • বাংলাদেশ সেনাবাহিনী
 • সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সমূহ
 • বাংলাদেশ নৌবাহিনী
 • জুট ডাইভারসিফিকেশন এন্ড প্রমোশন সেন্টার
 • সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ (পাবনা, ঝিনাইদাহ, বরিশাল, নোয়াখালী, চিটাগং, টাঙ্গাইল)
 • সরকারি ভকেশনাল ইনস্টিটিউট সমূহ
 • এমপিওভুক্ত হাইস্কুলসমুহ (ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, ব্লক-বাটিক অ্যান্ড স্কিন প্রিন্টিং)
 • আরও অজানা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান।

বে-সরকারি কর্মক্ষেত্রসমূহ :

 • বে-সরকারি বিশ্ববিদ্যালয়
 • বে-সরকারি ইনস্টিটিউট সমূহ
 • বে-সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ
 • বায়িং হাউজ সমূহ
 • মার্সেন্ডাইজার

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ । উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *