Breaking News
Home / ডিপ্লোমা / ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব।বর্তমান যুগে ক্যারিয়ার গড়তে প্রয়োজন নিশ্চিত ও কর্মমুখী শিক্ষা এবং এর সাথে সঠিক দিক নির্দেশনা। এই অবস্থায় যতগুলো বিষয় সামনে আসে তার মধ্যে অন্যতম হলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। সম্ভাবনাময় অটোমোবাইল শিল্পে কাজ করতে প্রয়োজন বেশ কিছু দক্ষ অটোমোবাইল ইঞ্জিনিয়ার। চাইলে আপনিও পারেন এই বিষয়ে লেখাপড়া ও সঠিক প্রশিক্ষণ নিয়ে একজন ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গঠন করতে।

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব

বাংলাদেশে ১৯৬২ সালে বাংলাদেশে-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে সর্বপ্রথম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। এরপর চালু হয় ১৯৯২ সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। বর্তমানে অনেকগুলো ইন্সস্টিটিউটেই এই কোর্সটি রয়েছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বর্তমানে একটি সম্ভাবনাময় খাত। এই শিল্পে এখন প্রয়োজন বেশ কিছু দক্ষ ইঞ্জিনিয়ার যারা একাধারে উত্পাদন, বিক্রি ও মেরামতে পারদর্শী। তাদেরকে ডিজাইন, ড্রইং ও ক্যালকুলেশনে অভিজ্ঞ হতে হয়। কারিগরি ইঞ্জিনিয়াররাই সাধারনত এই ধরনের কাজ করে থাকে।

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং

অটোমোবাইল বলতে সাধারনত রাস্তায় চলাচলকারি যানবাহনকে যেমন: কার, জীপ, মোটরসাইকেল, বাস, ট্রাক, ইত্যাদিকে বুঝায়,যার নিজস্ব শক্তি উ্ৎপাদন কেন্দ্র বা ইন্জিন আছে ।

ডিপ্লোমা অটোমোবাইল অর্থ স্বয়ংক্রিয় যান যা স্থলপথে যাএী এবং মালামাল বহনের জন্য ব্যবহৃত হয়। অটোমোবাইল এমন এক প্রকার যান যার মধ্যে শক্তি উৎপাদন এবং সে উৎপাদিত শক্তিবিভিন্ন যন্তাংশের মাধ্যমে চাকায় স্থানান্তর করে নিজে চলে এবং যাএী ও মালামাল বহন করে।

আরো দেখুন

ডিপ্লোমা আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার

বর্তমানে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় ৫ টি পেশার মধ্যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অন্যতম। আপনি যদি গাড়ি নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং গাড়ির যন্ত্রাংশ মেরামত করার মধ্যে আনন্দ পেয়ে থাকেন, তাহলে নির্দ্বিধায় বলা যায়, এই পেশাটি আপনার জন্য। কারণ এই পেশায় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ নয়, নিজের দক্ষতা ও প্যাশনের উপর আপনার সাফল্য অনেকাংশে নির্ভর করে থাকে।

নূন্যতম জ্ঞান নিয়েও অনেকে তাদের পেশা হিসাবে বেছে নিয়েছেন অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে। কারণ এই পেশায় যেমন কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে তেমনি আয়ও বেশ আকর্ষণীয় বটে। ২০১৮ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, শুধুমাত্র আমেরিকাতেই বর্তমানে ২৫ কোটি ৫০ লাখের উপর গাড়ি ব্যবহার করা হয়। যার ফলে এই পেশায় প্রায় পঞ্চাশ লক্ষ কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে।

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোথায় করবেন

সারা দেশ জুড়ে ৪৯ টি সরকারি প্রতিষ্ঠানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং–এ ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। এছাড়া সিটি পলিটেকনিক ইনস্টিটিউট সহ আরও কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা যায়।

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার,

ভর্তির যোগ্যতা

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমার চার বছর মেয়াদি আট সেমিস্টারের এই কোর্সে এসএসসি বা সমমানের পরীক্ষার পর যে কোন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সম্ভব। তবে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড নীতিমালা প্রণয়ন করে থাকে।

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এর মান

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটির মান HSC সার্টিফিকেটের তুলনায় বেশি, তবে একই বিষয়ের বিএসসি ডিগ্রির তুলনায় কম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হল বিএসসি ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা স্তর।

বিএসসি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং

দেশেঃ
১। ডুয়েট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মেকানিক্যাল, আইপিই ও মেকাট্রনিক্সে বিএসসির সুযোগ রয়েছে।

বিদেশেঃ
১। নানইয়াং পলিটেকনিক (সিঙ্গাপুর),
২। সরকারি অনুদানে চীনের চাঙ্গু ভোকেশনাল ইন্সটিটিউটসহ বেশ কয়েকটি পলিটেকনিক, চীন, সিঙ্গাপুর, জার্মানি, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়।

একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ারের দায়িত্ব

একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এর অনেকগুলো দায়িত্ব থাকে নিচে কতগুলো দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে ।

  • অটোমোবাইল কন্সট্রাকশনের জন্য ধাতু ও অন্যান্য দ্রব্য নির্বাচন ।
  • অটোমোবাইলের বিভিন্ন গবেষণা, নিরীক্ষা ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ।
  • নতুন গাড়ির মডেলের জন্য বাজেট তৈরি ।
  •  মূল গাড়ি তৈরির আগে অনুরূপ মডেল তৈরি ।
  • গাড়ি প্রোডাকশনের কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করা ।
  • এটি তৈরির প্রতিটি ধাপে সেফটি নিশ্চিত করা ।
  • গাড়ি তৈরি সক্রান্ত ইকুইপমেন্ট নির্ধারণ ও প্রয়োজন অনুসারে সঠিক ব্যবহার ।
  • প্রয়োজন অনুসারে গাড়ির ইম্প্রুভমেন্ট সক্রান্ত কাজ করা ।
  • তথ্যাদি ডকুমেন্টেনশন ।

আরো দেখুন

ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

শিপ  বিল্ডিং ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র

ডিপ্লোমা অটোমোবাইল শিল্পে কাজের ক্ষেত্র এখন বেশ বিস্তৃত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে গাড়ির ব্যবহার বাড়ছে, তাতে দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তির চাহিদাও বাড়ছে। বর্তমানে আমাদের দেশে ২৫টিরও বেশি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে। তারা প্রতিনিয়ত বিদেশ থেকে গাড়ি আমদানি করছে এবং এই শিল্পকে সমৃদ্ধ হতে সাহায্য করছে। আমাদের দেশে গাড়ি উৎপাদনের সুযোগও সৃষ্টি হচ্ছে। আমাদের দেশে কার সার্ভিস সেন্টারের তুলনায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশ কম। তাই এ সেক্টরে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। এ বিষয়ে পড়ালেখা করে তাই সাধারণতই চাকরির জন্য বসে থাকতে হয় না। এছাড়া দেশীয় প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে স্বনামধন্য মাল্টিন্যাশনাল কার কোম্পানিগুলোও বাংলাদেশের অটোমোবাইল সেক্টরে যুক্ত হচ্ছে। এসব মাল্টিন্যাশনাল কোম্পানির বেতন স্ট্রাকচার দেশের অন্যান্য অনেক ডিপ্লোমা চাকরির চেয়ে অনেক ভালো।

অটোমোবাইল ইঞ্জিনিয়াররা চাইলেই নিজেরাই একটি কার সার্ভিস সেন্টার প্রতিষ্ঠান দিতে পারেন। এ জন্য প্রাথমিকভাবে ১৮ লাখ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে। চাইলে এ পুঁজি সংগ্রহ করতে পারবেন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে পারলে এ খাতে দেশের প্রায় সব সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে আগ্রহ প্রকাশ করবে।

যারা পরিবহন প্রতিষ্ঠানের ব্যবসা করেন, তাদেরও অটোমোবাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। এ ছাড়া বড় বড় প্রতিষ্ঠান তাদের গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ার নিয়োগ করে থাকেন। গাড়ি বিক্রির দোকানেও রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ। আমদানি করা নতুন গাড়ি কিংবা রি-কন্ডিশন গাড়ির ত্র“টি সারাতে কাজ করে থাকেন তারা। তাছাড়া এ বিষয়ে পড়ালেখা করে বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগও আছে অনেক। বিদেশে গাড়ির কারখানা থেকে শুরু করে গাড়ি মেরামতের গ্যারেজে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের চাহিদাও রয়েছে প্রচুর।

সরকারি চাকরির সুযোগ রয়েছে ইস্পাত প্রকৌশল অধিদপ্তর ও অন্যান্য মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট জব ফিল্ডে।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ । উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …