ডিপ্লোমা শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব। সম্ভাবনার নতুন দিগন্ত তৈরি হয়েছে শিপ-বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কে ঘিরে। বর্তমানে দেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টির মতো জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান তো বিদেশেও আন্তর্জাতিক মানের জাহাজ রফতানি করছে। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে বাজার বাড়ায় দেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিয়ত দক্ষ শিপ-বিল্ডিং ইঞ্জিনিয়ার খুঁজতে হচ্ছে। ফলে জাহাজশিল্পে দিন দিন কাজের সুযোগ বাড়ছে।
ডিপ্লোমা শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব
জলযান বা জাহাজের স্ট্রাকচার, নতুন ডিজাইন ও ডিজাইন ডেভেলপমেন্ট, নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সঙ্গে সম্পৃক্ত কাজগুলোই হচ্ছে শিপ-বিল্ডিং ইঞ্জিনিয়ারদের কাজ। শিপ-বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে বেশ পুরনো পেশা। এই পেশার চাহিদা শুরু থেকেই লোভনীয়। এখানে খাটাখাটুনি অন্য আর দশটা পেশার চেয়ে কিছুটা বেশি হলেও মাস শেষে মোটা অঙ্কের টাকা পকেটে পুরতে পারেন শিপ-বিল্ডিং ইঞ্জিনিয়াররা।
ডিপ্লোমা শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং
শিপ হচ্ছে একটি গুরুত্ব স্ট্রাকচারস। কারণ এটি হচ্ছে নির্মাণ শিল্পের সবচেয়ে বড় ও স্বয়ংসম্পূর্ণ এবং চলমান স্ট্রাকচার। শিপ এবং বোটই হচ্ছে জলপথের একমাত্র বাহন। শিপ বিল্ডিং নিত্য-নতুন ডিজাইন, শিপ আপগ্রেড ও মেরামতের কাজই হচ্ছে একজন শিপ-বিল্ডিং ইঞ্জিনিয়ারের কাজ। শিপ-বিল্ডিং কাজকে সাধারণত ৭ ভাগে ভাগ করা যায়। ডিজাইন, কনস্ট্রাকশন, প্লেনিং, ওয়ার্কপ্রিয়র টু কিল লায়িং, শিপ ইরেকশন, লঞ্চিং, ফাইনাল আউটফিটিং, সি-ট্রায়ার। সব ধাপে জাহাজের ডিজাইন ইভালুয়েশন এবং ক্যালকুলেশন করা, কনভারশন রিবিল্ডিং, মর্ডানাইজেশন এবং জাহাজ রিপেয়ারিং ও শিপ-বিল্ডিংয়ের আওতাভুক্ত।
আরো দেখুন
ডিপ্লোমা আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার
এসএসসি পাসের মধ্য দিয়ে সূচনা হয় শিক্ষা জীবনের দিক নির্ধারণ করার সঠিক সময়। আজকের সিদ্ধান্ত সুযোগ করে দেবে সুন্দর আগামীর। ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব সময়ের চাহিদা অনুযায়ী অত্যাবশ্যকীয় কেননা, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষায় শিক্ষিতরা প্রতিযোগিতামূলক কর্মসংস্থানের ক্ষেত্রে এগিয়ে থাকে। ক্যারিয়ার হিসেবে কর্মমুখী-কারিগরি শিক্ষা বেছে নেওয়াটা বর্তমানে খুবই নির্ভরযোগ্য একটি সিদ্ধান্ত। শিপ-বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে বেশ পুরনো পেশা । কর্মমুখী কারিগরি শিক্ষা হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডিপ্লোমা শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কোথায় করবেন
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারিভাবে পরিচালিত নারায়ণগঞ্জে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি প্রশিক্ষণকেন্দ্রে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিপ-বিল্ডিং টেকনোলজি ও দুই বছর মেয়াদি শিপ-বিল্ডিং, শিপ ফেব্রিকেশন ও শিপ-বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ড্রাফটসম্যানশিপ কোর্স চালু রয়েছে। ৩ বছর মেয়াদি স্নাতক কোর্সে পড়ার সুযোগ রয়েছে কেমব্রিজ মেরিটাইম কলেজে (সিএমসি), ইউনাইটেড মেরিটাইম একাডেমি, ওয়েস্ট ওয়ে মেরিটাইম একাডেমি, ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, শাহ মেরিন বিজনেস ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি-এ। এখানে ডিপ্লোমা প্রকৌশলীদেরও ভর্তির সুযোগ আছে। এ ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) ও মাল্টিমিডিয়া কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতেও (এমসিইটি) ডিপ্লোমা কোর্স করার সুযোগ আছে। এক্ষেত্রে ভর্তিচ্ছু প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমানের পাস হতে হবে।
ভর্তির যোগ্যতা
শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমার চার বছর মেয়াদি আট সেমিস্টারের এই কোর্সে এসএসসি বা সমমানের পরীক্ষার পর যে কোন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সম্ভব। তবে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড নীতিমালা প্রণয়ন করে থাকে।
ডিপ্লোমা শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং-এর মান
ডিপ্লোমা শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কোর্সটির মান HSC সার্টিফিকেটের তুলনায় বেশি, তবে একই বিষয়ের বিএসসি ডিগ্রির তুলনায় কম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হল বিএসসি ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা স্তর।
বিএসসি শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং
- B.Sc in Mechanical Engineering (Bangladesh)
- Shipbuilding Engineering (Abroad) B.Sc
- B.Sc in Electronics and Electrical Engineering (Bangladesh)
- Avionics Engineering (Abroad) B.Sc
- B.Sc in Aerospace Engineering (Abroad)
- B.Sc in Marine Engineering (Abroad)
শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র
ডিপ্লোমা শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ার যে কোন জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান যেমন-শিপইয়ার্ড, ডকইয়ার্ড, ড্রাইডক ইত্যাদিতে সরাসরি প্রকৌশলী হিসেবে কাজ করতে পারে।বিভিন্ন গ্যাস ক্ষেত্র , পাওয়ার প্লান্ট, স্টিল স্ট্রাকচার নির্মাণকারী প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ রয়েছে।বাংলাদেশ সহ পৃথিবীর যে কোন দেশের শিপইয়ার্ড, ডকইয়ার্ড, ড্রাইডক, ডিজাইন ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম ইত্যাদিতে শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। ইতোমধ্যে আমাদের দেশের প্রায় ৫০০০০০ইঞ্জিনিয়ার পৃথিবীর বিভিন্ন জাহাজ নির্মাণ কারখানায় কাজ করছে।
শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারদের বাংলাদেশ নৌবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে যোগদানের সুযোগ রয়েছে।
সরকারি ক্ষেত্রগুলোতেেও (B.I.W.T.C, B.I,W.T.A, চিটাগাং ড্রাই ডক লিঃ) রয়েছে অপার সুযোগ।
আরো দেখুন
ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
ডিপ্লোমা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
একজন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারের আয়
শিপ-বিল্ডিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শেষ করে শিপ কনস্ট্রাকশন ফিল্ডের প্রোডাকশন, প্ল্যানিং, কোয়ালিটি কন্ট্রোলের যে কোনো বিভাগেই কাজ শুরু করতে পারেন। শিপ-বিল্ডিং ইন্ডাস্ট্রিতে কাজের ধরনের ওপর বেতন নির্ধারিত হয়ে থাকে। সাধারণত ৩০-৪০ হাজার দিয়ে বেতন কাঠামো শুরু হলেও যারা তৈলাক্ত ও ভেজা জায়গায় কাজ করার ইচ্ছা পোষণ করেন, স্বভাবতই তাদের বেতন কাঠামো অন্যদের চেয়ে আলাদা। তাদের চাহিদাও বেশি। বেতন থাকে অন্যদের চেয়ে বেশ ওপরে। আর নিজের অভিজ্ঞতা ও যোগ্যতা দিয়ে ৬ থেকে এক বছরের মধ্যে বেতন টেনে লাখের ঘরে নিয়ে যাওয়া যায় অনায়াসেই। বিদেশেও ভালো বেতনে এ পেশার ব্যাপক চাহিদা ও কাজের সুযোগ আছে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।