Breaking News
Home / ডিপ্লোমা / ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব। আপনি আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে সাজিয়ে তুলতে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন অফুরান সম্ভাবনাময় পেশা গ্রাফিক্স ডিজাইনকে। এ বিষয়ে চার বছরমেয়াদি ডিপ্লোমা করার সুযোগ আছে। দিন দিন গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদাও সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে দেশে, পরিবর্তন আসছে শিক্ষা ব্যবস্থায়। কারণ শিক্ষিত ও দক্ষ জনশক্তি ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয় না। তাই শিক্ষা ক্ষেত্রেও এসেছে পরিবর্তনের ছোঁয়া।

 

ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব

সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আজ জোয়ার এসেছে কারিগরি শিক্ষার। আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবই এ ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এ ক্ষেত্রে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। ডিটিআই পরিচালিত সব ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ গভীরভাবে তাত্ত্বিক, ব্যবহারিক ও বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রশিক্ষণমূলক, যা উচ্চশিক্ষিত শিক্ষকমণ্ডলী এবং দক্ষ ল্যাব প্রশিক্ষক দ্বারা পরিচালিত। ডিটিআই পরিচালিত কোর্সগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে, কোর্সগুলোর মধ্যে প্রতি মাসে বিষয়ভিত্তিক কার্যক্ষেত্র পরিদর্শন ও প্রতি সেমিস্টারে ডিপার্টমেন্টভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল শিক্ষা ভ্রমণের সুযোগ।

ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং

গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণাগুলির সাথে যোগাযোগ করার জন্য, দৃশ্যমান ধারণা তৈরি করে। একজন গ্রাফিক্স ডিজাইনেরের কাজ হল বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে লোগো, ফ্লায়ার, পেজ-লেআউট, বিজ্ঞাপণ, ব্রোশার, ম্যাগাজিন এবং কর্পোরেট রিপোর্ট এবং নকশা তৈরি করা।

আরো দেখুন

ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার

এই বিষয় ডিপ্লোমা করার পর বেসিক দক্ষতা ও সৃজনশীলতা অর্জন করতে পারলে বর্তমানে প্রায় সব ক্ষেত্রে এ পেশার চাহিদা রয়েছে। একজন গ্রাফিক্স ডিজাইনার গ্রাহকের চাহিদা ও প্রজেক্টের ধরন অনুযায়ী বিভিন্ন ইমেজ, ডিজাইন বা ভিজুয়াল কন্টেন্ট তৈরির দায়িত্বে থাকেন। গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্রগুলো হলো,

  •  বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি গুলো তে।
  • সকল ধরনের প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে (যেমন লোগো ডিজাইনার, ওয়েব এর লে-আউট ডিজাইনার ইত্যাদি)।
  • ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ।
  • নিউজ পেপার, মেগাজিন, মিডিয়া পাবলিশিং ইত্যাদি কোম্পানিতে।
  • ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার হিসেবে।
  • ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, এনিমেশন ডিজাইনার হিসেবে।
    এবং, আরো অনেক কোম্পানি এবং ভাগ রয়েছে যেগুলোতে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন।

ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং কোথায় করবেন

আমাদের দেশে শুধু গ্রাফিক্স ডিজাইনের উপর সরাসরি স্নাতক ডিগ্রি লাভের সুযোগ সীমিত। তবে ফাইন আর্টস বা মাল্টিমিডিয়া সম্পর্কিত ডিগ্রিগুলোতে এ বিষয়ে পড়াশোনা করার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে বিভিন্ন মেয়াদের ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করার মাধ্যমে আপনি গ্রাফিক্স ডিজাইনের টেকনিক্যাল জ্ঞান অর্জন করতে পারেন।এ ক্ষেত্রে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান

ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার

 

ভর্তির যোগ্যতা

  • এস.এস.সি/ দাখিল/ ভোকেশনাল/ উন্মুক্ত পাশ (পাশের সনঃ ২০১১-২০২০)। ন্যূনতম জিপিএ ২.০০।
  • ইংলিশ মিডিয়াম থেকে ’ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ’সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে কমপক্ষে ’ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
  •  HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
  • HSC (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

তবে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড নীতিমালা প্রণয়ন করে থাকে।

ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং-এর মান

ডিপ্লোমা গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং কোর্সটির মান HSC সার্টিফিকেটের তুলনায় বেশি, তবে একই বিষয়ের বিএসসি ডিগ্রির তুলনায় কম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হল বিএসসি ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা স্তর।

বিএসসি গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া ডিজাইন এন্ড টেকনোলজিতে ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে । এছাড়াও দেশের বাইরেও রয়েছে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ।

একজন গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারের দায়িত্ব

  • ক্লায়েন্টের বা প্রতিষ্ঠানের চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়া ও পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে যোগাযোগ রাখা।
  • ডিজাইনের প্রাথমিক লেআউট তৈরি করা।
  • প্রজেক্টের জন্য গ্রাফিক্স, অ্যানিমেশন কিংবা ডিজিটাল ফটোগ্রাফি ডিজাইন করা।
  • ক্লায়েন্টের বা প্রতিষ্ঠানের কাছে প্রাথমিক ডিজাইন উপস্থাপন করা্
  • প্রজেক্ট বা প্রতিষ্ঠানের সাথে ডিজাইনের সামঞ্জস্য বজায় রাখা।
  • প্রয়োজন হলে ডিজাইন এডিট করা।
  • কাজ শেষ হবার পর ক্লায়েন্টের কাছে মূল ডিজাইন হস্তান্তর করা।

আরো দেখুন

ডিপ্লোমা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব

গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র

  • সরকারি প্রজেক্টে, যেখানে মার্কেটিং বা ভিজুয়াল রিপোর্টিংয়ের কাজ রয়েছে
  • বেসরকারি প্রজেক্টে
  • প্রাইভেট ফার্ম বা কোম্পানিতে, যেমনঃ বিজ্ঞাপনী সংস্থা
  • ফ্রিল্যান্সিং
  • একজন গ্রাফিক্স

গ্রাফিক ডিজাইন ইঞ্জিনিয়ারদের আয়

কাজ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী একজন গ্রাফিক্স ডিজাইনারের আয় বিভিন্ন অঙ্কের হতে পারে। এন্ট্রি লেভেলে এ পেশায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শুরু থেকেই ৳২০,০০০ – ৳২৫,০০০ আয়ের সুযোগ রয়েছে। কাজের পোর্টফোলিও যত ভালো হবে, আয় তত বেড়ে যাবে। বিশেষ করে প্রাতিষ্ঠানিক কাজের বাইরে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে রয়েছে ভালো অর্থ আয়ের সুযোগ।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ । উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *