ডিপ্লোমা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব।রকৌশল বা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সৃষ্ট পরিবেশ প্রকৌশল বর্তমানে অনেক চাহিদাসম্পন্ন একটি পেশা।এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়াররা বর্জ্য পানি ব্যবস্থাপনা, পানি এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ, পুনর্ব্যবহার, বর্জ্য নিষ্কাশন এবং জনস্বাস্থ্যের জন্য উদ্ভূত সমস্যার সমাধান প্রদান করে।তারা নগরের পানি সরবরাহ এবং শিল্পের বর্জ্য পানি শোধনাগার ব্যবস্থার নকশা করে এবং পানিবাহিত রোগ প্রতিরোধ এবং শহুরে ও গ্রামীণ এলাকার স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা করে।
ডিপ্লোমা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব
বিভিন্ন অবকাঠামো নির্মানের পরিবেশগত ঝুঁকি বা দুর্যোগকালীন সময়ে করনীয় কী কিংবা তেল/গ্যাস ক্ষেত্রে উত্তোলনকালীন আপদ ব্যবস্থাপনা প্রভৃতি একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের কাজ।
ডিপ্লোমা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং
এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার মূলত একটি পেশাদারী প্রকৌশল ক্ষেত্র যেখানে পরিবেশ ও পরিবেশের বিভিন্ন উপাদানসমূহের বিশোধন, সংগ্রহণ, সংরক্ষণ সর্বোপরি পুরো পরিবেশ রক্ষার উপায় সমূহ আলোচিত হয়। এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার এমন একটি শাখা, যা রসায়ন, জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, ভূতত্ত্ব, উদপ্রবাহবিজ্ঞান, জলবিদ্যা, অণুজীববিজ্ঞান এবং গণিতের মত বিচিত্র বৈজ্ঞানিক বিষয়ের সম্মিলনে জীবের স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের মান উন্নয়নে প্রয়োজনীয় সমস্যার সমাধানের সন্ধান করে। এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এবং রসায়ন প্রকৌশল এর একটি উপ-শাখা।
আরো দেখুন
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
ডিপ্লোমা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার
একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার বর্তমান সময়ে খুবই চাহিদাসম্পন্ন একটি পেশা। সেতু বিভাগের নদীশাসন থেকে শুরু করে আবাসিক অবকাঠামো নির্মান প্রতিষ্ঠানে এ পেশার লোক কাজ করে যাচ্ছেন। কাজের অভিজ্ঞতা ও কারিগরী বিশেষায়িত প্রশিক্ষন থাকলে এ পেশায় পদোন্নতি পাওয়া সম্ভব সেই সাথে রয়েছে ভাল আয়ের সুযোগ। এছাড়াও অনেকেই নিজেদের ঠিকাদারি প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞের কাজ করেও নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাই এপেশার সম্ভাবনা খুবই ভাল।
ডিপ্লোমা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং কোথায় করবেন
সারা দেশ জুড়ে ৪৯ টি সরকারি প্রতিষ্ঠানে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং–এ ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। এছাড়া সিটি পলিটেকনিক ইনস্টিটিউট সহ আরও কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা যায়।
ভর্তির যোগ্যতা
এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমার চার বছর মেয়াদি আট সেমিস্টারের এই কোর্সে এসএসসি বা সমমানের পরীক্ষার পর যে কোন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সম্ভব। তবে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড নীতিমালা প্রণয়ন করে থাকে।
ডিপ্লোমা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং-এর মান
ডিপ্লোমা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং কোর্সটির মান HSC সার্টিফিকেটের তুলনায় বেশি, তবে একই বিষয়ের বিএসসি ডিগ্রির তুলনায় কম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হল বিএসসি ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা স্তর।
বিএসসি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং
অধিকাংশ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়েই পরিবেশ-সংক্রান্ত কোনো না কোনো বিষয় আছে। ভূগোল ও পরিবেশ, পরিবেশবিজ্ঞান, বন ও পরিবেশ…এমন ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন বিষয় চালু আছে বিশ্ববিদ্যালয়গুলোতে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেমন সরাসরি পরিবেশসংক্রান্ত বিষয় না থাকলেও পুরকৌশল বিভাগে মেজর হিসেবে ‘এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং’ বেছে নেওয়া যায়। ওদিকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মতো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ প্রকৌশল নিয়ে পড়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স নামে আলাদা একটি ফ্যাকাল্টিই আছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চালু আছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট নামে একটি বিভাগ, স্টামর্ফোড ইউনিভার্সিটি বাংলাদেশ এ চালু আছে এনভায়রনমেন্টাল সায়েন্স। আহছানউল্লাহবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল বিভাগের আওতায় এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া যায়।
একজন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারের আয়
প্রতিষ্ঠানভেদে এ পেশার আয় কম বেশি হতে পারে। তবে শুরু ২০,০০০টাকা থেকে শুরু করে ২৫,০০০ টাকা বেতনে কাজ শুরু করার সু্যোগ আছে যা অভিজ্ঞতা বৃদ্ধির সাথে বেড়ে লক্ষাধিকও হতে পারে।
একজন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারের দায়িত্ব
- এনভায়রমেন্টাল প্রতিবেদন তৈরি, হালনাগাদ করা।
- বনায়ন কর্মসূচী পরিচালনা করা।
- দুর্যোগ বা আপদকালীন সময় কী করনীয় তা জানানো।
- পরিবেশদূষন রোধে প্রযুক্তির নকশা করা ও প্রনোয়ন করা।
- দূষিত নগর বা অঞ্চলকে পরিষ্কার করতে সরকার বা বিভিন্ন সংস্থাকে পরমর্শ দেয়া।
- স্টাডার্ড প্ল্যান, পার্মিট সংগ্রহ করা।
- জাতীয় নীতিমালা অনুসারে রাসায়নিক ব্যবহারের মাত্রা নির্ধারন করা।
- তথ্য নির্ভর গবেষনা করে কোয়ালিটি কন্ট্রোলে অংশ নেয়া।
- এনভায়রনমেন্টারল রেগুলেশন মানা হচ্ছে কিনা তা বিভিন্ন কারখানা পরিদর্শন করে যাচাই করা।
- সেতু বা বাঁধ নির্মানে নদী শাসনে কী করণীয় তার পরমর্শ দেয়া।
- তেল বা গ্যাস ক্ষেত্রের পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা করা।
আরো দেখুন
ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র
- নদী গবেষনাকেন্দ্র।
- পানি, তেল ও গ্যাস শোধনাগারে।
- দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
- সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে।
- সড়ক ও সেতু বিভাগ।
- পারমাণবিক, কয়লা বা তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
- ট্যানারি, রঙ, টেক্সটাইল, সিমেণ্ট কারখানায়।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।
One comment
Pingback: ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব - theengineersnews.com