Breaking News
Home / উচ্চশিক্ষা / হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-(HSTU)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-(HSTU)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-(HSTU) হচ্ছে বাংলাদেশের ২য় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এটি উত্তর বাংলার সেরা বিদ্যাপীঠ যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে শীর্ষস্থানীয়। বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এই বিদ্যাপীঠে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-(HSTU)

ডিন: ৯ জন
ধরনঃ সরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ১৯৭৯ ( বিশ্ববিদ্যালয় চালু ১১সেপ্টেম্বর ১৯৯৯)
উপাচার্য :

আচার্য:

অধ্যাপক ড. এম. কামরুজ্জামান

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ ২৯৩ জন
প্রশাসনিক ব্যক্তিবর্গ: ৫৫০ জন
শিক্ষার্থী: ১১০০০
অবস্থানঃ
দিনাজপুর, বাংলাদেশ
শিক্ষাঙ্গনঃ ৮৫ একর ঢাকা-দিনাজপুর মহাসড়কের পশ্চিমে
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
সংক্ষিপ্ত নাম: হাবিপ্রবি (HSTU)
ওয়েবসাইটঃ www.hstu.ac.bd

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিহাস

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু ১৯৭৬ সালে এগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনিস্টিটিউট (AETI) হিসেবে যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রী প্রদান করতো। ১৯৮৮ সালের ১১ নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয়। এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অধিভুক্ত কলেজ ছিল। ১১ সেপ্টেম্বর ১৯৯৯ এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। এটিই বিশ্ববিদ্যালয় দিবস। ২০০০ সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষে “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প” গ্রহণ করা হয়। ৮ জুলাই ২০০১ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। ২০০২ সালের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ১৬ই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড: মো: মোশাররফ হোসাইন মিঞাঁ এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এটি উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ইংরেজি। কোর্স-ক্রেডিট-সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত ।

অবস্থান

এটি শহুরে দিনাজপুর থেকে দূরে দাঁড়িয়ে আছে এবং দিনাজপুর শহর থেকে প্রায় ১৩ কিমি উত্তরে একটি সুন্দর এবং মনোরম স্থানে রয়েছে যা দিনাজপুরকে বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করে আন্তঃনগর মহাসড়কের পাশে।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দিনাজপুর, বাংলাদেশ
  • যোগাযোগ :+8801912980044
  • ইমেইল :vice-chancellor@hstu.ac.bd
  • ওয়েবসাইট :www.hstu.ac.bd

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুষদ এবং বিভাগ সমূহ

এই বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের অধীন ২৩টি স্নাতক ডিগ্রী এবং পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের অধীন ৩২টি স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করে।

স্নাতকোত্তর ডিসিপ্লিন সমূহ

  • কৃষি অর্থনীতি
  • চিকিৎসা, শল্য এবং ধাত্রীবিদ্যা
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
  • উদ্যানবিদ্যা
  • মৃত্তিকাবিজ্ঞান
  • ফার্ম পাওয়ার এন্ড মেশিনারিজ
  • পতঙ্গবিজ্ঞান
  • উদ্ভিদ রোগবিদ্যা
  • জিনতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন
  • ফসল শারীরবিদ্যা এবং বাস্তুবিদ্যা
  • কৃষি সম্প্রসারণ
  • কৃষি রসায়ন
  • কৃষি বনায়ন ও পরিবেশ
  • পরিসংখ্যান
  • জৈব রসায়ন এবং জৈবাণুবিজ্ঞান
  • মৎস্য জীববিজ্ঞান ও জিনতত্ত্ব
  • মৎস্য ব্যবস্থাপনা
  • খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ
  • খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি
  • খাদ্য বিজ্ঞান ও পুষ্টি
  • জৈবাণুবিজ্ঞান
  • রোগবিদ্যা ও পরজীববিদ্যা
  • ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান
  • অঙ্গব্যবচ্ছেদবিদ্যা ও জীবদেহের তন্তুবিন্যাসবিদ্যা
  • সাধারণ প্রাণী বিজ্ঞান ও পুষ্টি
  • জিনতত্ত্ব এবং পশু প্রজনন
  • শারীরবিদ্যা ও ঔষধসংক্রান্ত বিজ্ঞান
  • ব্যাবস্থাপনা
  • অর্থশাস্ত্র
  • অর্থনীতি
  • বিপণন
  • হিসাবরক্ষণ
  • ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট
  • ইংরেজি
  • ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল

স্নাতক ডিসিপ্লিন সমূহ

প্রকৌশল অনুষদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ব্যবসায় শিক্ষা অনুষদ কৃষি অনুষদ
১.খাদ্য এবং প্রক্রিয়াজাতকরণ প্রকৌশল ১.কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ১.মার্কেটিং ১.এগ্রিকালচার
২.কৃষি প্রকৌশল ২.ইলেক্ট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল ২.একাউন্টিং
৩.স্থাপত্যবিদ্যা ৩.তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল ৩.ম্যানেজমেন্ট
৪.পুরকৌশল ৪.ফিন্যান্স ও ব্যাংকিং
৫.যন্ত্রকৌশল

 

মৎস্য অনুষদ ভেটেরিনারি এবং প্রাণী অনুষদ বিজ্ঞান অনুষদ সামাজিকবিজ্ঞান ও কলা অনুষদ
১.ফিসারিজ ১.ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ১.পদার্থবিদ্যা ১.ইংরেজি
২.রসায়ন ২.অর্থনীতি
৩.গণিত ৩.সমাজবিজ্ঞান
৪.পরিসংখ্যান ৪.ডেভেলপমেন্ট স্টাডিজ

HSTU এর ক্যাম্পাস

ক্যাম্পাস এর পাশেই ঢাকা -দিনাজপুর মহাসড়ক অবস্থিত ৷ দিনাজপুর শহর হতে ক্যাম্পাস এর দূরত্ব মাত্র ১০ কি.মি.। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবুজ গাছপালার সমারোহ। আছে লাল-সাদা ইটের দৃষ্টিনন্দন সুবিশাল ভবন, আছে শহীদদের স্মরণে শহীদ মিনার, জিমন্যাশিয়াম, টিএসসি, ক্যান্টিন আছে।

অবকাঠামোর মধ্যে রয়েছে বৃহৎ কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ৫টি অ্যাকাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, ৫টি ছাত্র হোস্টেল(একটি বিদেশী শিক্ষার্থীদের), ৩টি ছাত্রী হোস্টেল, আধুনিক সাজসজ্জা বিশিষ্ট ১০০ আসনের একটি ভিআইপি সেমিনার কক্ষ, ৬০০ ও ২৫০ আসন বিশিষ্ট আরও দুটি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম।

এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করতে রয়েছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ক্লাব,২টি মসজিদ, ১৩৬টি আবাসিক ইউনিট/ভবন,১টি শিশুপার্ক, পোষ্ট অফিস, রূপালী ব্যাংক শাখা, মেঘনা ব্যাংক শাখা, শ্রমিক ব্যারাক, সার্বাক্ষণিক ইন্টারনেট সুবিধা, নিজস্ব বৈদ্যুতিক লাইন,বৃহৎ খেলার মাঠ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা। গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয় ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি.)।

একাডেমিক কার্যক্রম

এ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়। প্রতি সেমিস্টার সমাপ্ত হয় ২১ সপ্তাহে। যেখানে ইংরেজি মাধ্যমে ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করা হয়। পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনের জন্য রয়েছে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা সফর। মেধাবীদের জন্য রয়েছে বিভিন্ন পদক ও বৃত্তির ব্যবস্থা। একাডেমিক কার্যক্রম বছরে ২টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়।

HSTU এর হল সমূহ

বর্তমানে ছেলেদের জন্য হল রয়েছে-

(১)শেখ রাসেল হল (২)শেখ রাসেল (সম্প্রসারিত) হল (৩)শহীদ জিয়াউর রহমান হল(ডি-২) (৪)তাজউদ্দীন আহমেদ হল (৫)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

মেয়েদের জন্য হল রয়েছে- (১)শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হল (২)কবি সুফিয়া কামাল হল (৩)আইভি রহমান হল।

বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে- (১) ইন্টারন্যাশনাল হল (ডি-২)

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

 

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *