Breaking News
Home / উচ্চশিক্ষা / সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-(সিকৃবি)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-(সিকৃবি)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-(সিকৃবি) হচ্ছে সিলেট শহরের টিলাগড়ে অবস্থিত বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রতিশ্রুতিশীল বৈশিষ্ট্য হল একাডেমিক কার্যক্রমে কোন সেশন জ্যাম নেই। সিলেট নগরীতে অবস্থানের কারণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আলাদা গুরুত্ব রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে তার একাডেমিক কার্যক্রম শুরু করে এবং এখন এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় পশুচিকিৎসা শিক্ষা, পশুসম্পদ, কৃষি, কৃষি প্রকৌশল, খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং মৎস্য গবেষণার মতো উচ্চতর কৃষি শিক্ষায় উৎকর্ষের কেন্দ্র।

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-(সিকৃবি)

প্রাক্তন নাম: সরকারি ভেটেরিনারি কলেজ
ধরনঃ সরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ২ নভেম্বর ২০০৬
উপাচার্য :

আচার্য:

অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ
অবস্থানঃ আলুরতল সড়ক, টিলাগড়, সিলেট, বাংলাদেশ
 
শিক্ষাঙ্গনঃ শহুরে
অধিভুক্তি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
সংক্ষিপ্ত নাম: সিকৃবি
ওয়েবসাইটঃ sau.ac.bd

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইতিহাস

বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত পূণ্যভূমি হাওর, সমতল ভূমি ও টিলাবেষ্টিত দু’টি পাতা একটি কুড়ির সিলেট বিভাগে কৃষি শিক্ষা প্রসারের জন্য ০২ নভেম্বর, ২০০৬ সালে বিলুপ্ত সিলেট সরকারি ভেটেরনারি কলেজকে একটি অনুষদে রূপান্তর করে প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। শুরুতে তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে পাল্লা দিয়ে ছয়টি অনুষদ চালু হয়। এসকল অনুষদের মাধ্যমে কৃষি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, আধুনিক জ্ঞানচর্চা ও কৃষি বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে শিক্ষা দান, গবেষণা কার্য পরিচালনা করা হয়।

অবস্থান

সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় ০৭ কিমি উত্তর-পূর্বে পাহাড় বেষ্টিত ৫০ একর এলাকা নিয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এখানে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক ভবন ছাড়াও নির্মানাধীন রয়েছে আরও উন্নয়ন প্রকল্প। তামাবিল বাইপাস রাস্তার উত্তর পাশে বিকেএসপি, সিলেট এর পূর্ব পাশে ১২.২৯ একর ভূমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও গবেষণা মাঠ গড়ে তোলা হয়েছে।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
  • আলুরতল সড়ক, টিলাগড়, সিলেট, বাংলাদেশ
  • যোগাযোগ :+88 0821 760930,
  • ইমেইল : registrarsau2013@gmail.com
  • ওয়েবসাইট : sau.ac.bd

সিকৃবি এর অনুষদ এবং বিভাগসমূহ

ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ

পশুরোগ ও পশু বিজ্ঞান অনুষদ চৌদ্দটি বিভাগ নিয়ে গঠিত। সেগুলো হল –

  • এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগ
  • মেডিসিন বিভাগ
  • ফিজিওলজি বিভাগ
  • প্যারাসাইটোলজি বিভাগ
  • পোলট্রি সায়েন্স বিভাগ
  • প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগ
  • ফার্মাকোলজি বিভাগ
  • মহামারী-সংক্রান্ত বিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগ
  • মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগ
  • পশু পুষ্টি বিভাগ
  • দুগ্ধ বিজ্ঞান বিভাগ
  • জীনতত্ত্ব ও পশু প্রজনন বিভাগ
  • প্যাথলজি বিভাগ
  • সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগ

কৃষি অনুষদ

কৃষি অনুষদ এগারোটি বিভাগ নিয়ে গঠিত। সেগুলো হল –

  • কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগ
  • কৃষি রসায়ন বিভাগ
  • কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ
  • মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
  • উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগ
  • ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগ
  • কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ
  • উদ্যানতত্ত্ব বিভাগ
  • কীটতত্ত্ব বিভাগ
  • কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
  • মৌলিক বিজ্ঞান ও ভাষা বিভাগ

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ পাঁচটি বিভাগ নিয়ে গঠিত। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ পাঁচটি বিভাগ নিয়ে গঠিত।জৈবপ্রযুক্তি ও জীনতত্ত্ব প্রকৌশলী অনুষদ ছয়টি বিভাগ নিয়ে গঠিত। নিচে এগুলো দেওয়া হয়েছে।

মাৎস্যবিজ্ঞান অনুষদ কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ বায়োটেনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ
১.মৎস্য চাষ বিভাগ ১.কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগ ১.কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ ১.আণবিক জীববিজ্ঞান এবং জীনতত্ত্ব প্রকৌশল বিভাগ
২.জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগ ২.কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগ ২.সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ ২.উদ্ভিদ এবং পরিবেশগত জৈব প্রযুক্তি বিভাগ
৩.উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগ ৩.কৃষি পরিসংখ্যান বিভাগ ৩.কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ৩.প্রাণী ও মাছ জৈবপ্রযুক্তি
৪.মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ ৪.কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ ৪.কৃষিবিষয়ক নির্মাণ ও পরিবেশ প্রকৌশল বিভাগ ৪.ফার্মাসিউটিকাল এবং শিল্প জৈবপ্রযুক্তি বিভাগ
৫.মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগ ৫.কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগ ৫.খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগ ৫.ম্যাক্রোবায়াল জৈব প্রযুক্তি বিভাগ
৬.মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ     ৬.জৈব রসায়ন ও রসায়ন বিভাগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আবাসিক হলসমূহ

ছাত্র হল

  • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
  • হুমায়ূন রশীদ চৌধুরী হল
  • শাহ এ. এম. এস. কিবরিয়া হল
  • আব্দুস সামাদ আজাদ হল
  • হযরত শাহপরাণ হল

ছাত্রী হল

  • সুহাসিনী দাস হল
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর লাইব্রেরি

সাবেক সিলেট সরকারি ভেটেরনারি কলেজ গ্রন্থাগারটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রন্থাগার রূপে প্রতিষ্ঠা লাভ করে।বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রন্থাগার ভবনের কাজ সমাপ্ত হওয়ার পর প্রসাশনিক ভবনের পার্শস্থ ভবনটি আধুনিক গ্রন্থাগার হিসেবে চলমান আছে।

সিকৃবি এর সংগঠন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সক্রিয় রাজনৈতিক সংগঠন হিসেবে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সক্রিয় সাংস্কৃতিক ও সামাজিক বেশ কিছু সংগঠন রয়েছে-

১। কৃষ্ণচুড়া সাংস্কৃতিক সংঘ

২। বিনোদন সংঘ

৩। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (সিকৃবিসাস)

৪। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (SAUDS)

৫। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আর্ট ক্লাব (SAUAC)

৬। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (SAUFS)

৭। লুব্ধক (থিয়েটার)

৮। মৃত্তিকা

৯। প্রাধিকার

১০। বাঁধন

১১। পাঠশালা একুশ

১২। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (SAUPS)

১৩। শৈবাল

১৪। প্রথম আলো বন্ধুসভা

১৫। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

১৬। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব

সহ আরও বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *