Home / মেডিকেল / বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ-বিএসএমএমসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ-বিএসএমএমসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ-বিএসএমএমসি বাংলাদেশের ফরিদপুর এ অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ।বর্তমানে বাংলাদেশে সরাসরি সরকারের ব্যবস্থাপনাধীনে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭ টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১০ টি মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগে ৬ টি, রাজশাহী বিভাগে ৫ টি, খুলনা বিভাগে ৫ টি, ময়মনসিংহ বিভাগে ৩ টি, সিলেট বিভাগে ৩ টি, রংপুর বিভাগে ৩ টি এবং বরিশাল বিভাগে ২ টি মেডিকেল কলেজ অবস্থিত। এসব মেডিকেল কলেজে সর্বমোট আসন সংখ্যা ৪৩৫০ টি এবং প্রায় প্রতিবছরই এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। মেডিকেল সম্পর্কিত সকল তথ্য আমাদের সাইট ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর মেডিকেল ক্যাটাগরিতে পাওয়া যাবে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত ভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব।

 

 

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ-বিএসএমএমসি

এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ। এখানে ৫ বছর মেয়াদি এমবিবিএস কোর্সে বর্তমানে ১৮০টি আসন রয়েছে।

১৫ জুন ২০১৭ সালে বিএসএমএমসি সকল কার্যক্রম নতুন এবং স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়। নতুন ক্যাম্পাসটি পশ্চিম খাবাসপুর, বরিশাল রোডে অবস্থিত। কলেজটির সাথে ৫০০ শয্যার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ জার্নাল কলেজটি প্রাতিষ্ঠানিক সাময়িকী।

ধরনঃ সরকারি মেডিকেল কলেজ
প্রাক্তন নাম: ফরিদপুর মেডিকেল কলেজ
স্থাপিতঃ ১৯৯২; ৩০ বছর আগে
অধ্যক্ষঃ অধ্যাপক ডাঃ মো. মোস্তাফিজুর রহমান
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়
স্নাতক:
শিক্ষার্থী: ৯০০
অবস্থানঃ ফরিদপুর, বাংলাদেশ
২৩.৬০৮০০০° উত্তর ৮৯.৮৪১০০০° পূর্ব
শিক্ষাঙ্গনঃ শহুরে
সংক্ষিপ্ত নাম: বিএসএমএমসি
ভাষা: ইংরেজী
ওয়েবসাইটঃ https://bsmmc.edu.bd/

 ইতিহাস

১৯৭৮-৭৯ সালের দিকে বাংলাদেশ সরকার চিকিৎসা শিক্ষাকে উন্নত করার জন্য কয়েকটি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা করে। তার মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ তখন প্রস্তাবনায় ছিল। কিছুদিন পরে প্রস্তাবনা বাতিল করা হয় এবং ১৯৮০-৮১ এর দিকে কার্যক্রম শুরু করার আগেই ছাত্র-ছাত্রীদের তৎকালীন চালু ৮টি মেডিকেল কলেজে স্থানন্তর করা হয়।

দেশের স্বল্প কয়েকটি মেডিকেল কলেজ থেকে চাপ কমানোর জন্য এবং পরিপূর্ণ চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার জন্য ১৯৯২-৯৩ এর দিকে সরকার নতুন কয়েকটি মেডিকেল কলেজ তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে। সরকার ফরিদপুর, দিনাজপুর, বগুড়া, খুলনা, ও কুমিল্লায় নতুন ৫ টি মেডিকেল কলেজ তৈরির প্রতিশ্রুতি দেয়।

সেই প্রস্তাবনায় ফরিদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমে হাসপাতালের একটি অংশে কার্যক্রম শুরু হয় এবং কিছুদিনের মধ্যেই “মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল” (ম্যাটস) এর ভবনে কার্যক্রম স্থানান্তরিত করা হয়। ১৫ জুন ২০১৭ সালে মেডিকেল কলেজের সকল কার্যক্রম নতুন এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। বর্তমানে নতুন স্থায়ী ক্যাম্পাসে কলেজ কার্যক্রম চলছে।

 অবস্থান:

বিএসএমএমসি ফরিদপুরে অবস্থিত।

গুগল ম্যাপে বিস্তারিত দেখুন:

যোগাযোগ ব্যবস্থা:

  • বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ
  • পশ্চিম খবাশপুর, ফরিদপুর, ঢাকা
  • Email: contact@bsmmc.edu.bd
  • Contact: +88 06 3161 744
  • Website: https://bsmmc.edu.bd/

 হাসপাতাল

বিএসএমএমসি হাসপাতাল ৫০০ শয্যা বিশিষ্ট। দুইটি ভিন্ন ভিন্ন ভবনে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয়। পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ২৫০ শয্যা ছিল, ২০১৩ সালে ৭ তলা একটি ভবনে অত্যাধুনিক প্রযুক্তি সহ আরও ২৫০ শয্যা সেট মোট ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্ভোধন করা হয়।

অনুষদ এবং বিভাগ

প্রি-ক্লিনিক্যাল

ক্লিনিক্যাল

অ্যানাটমি বিভাগ মেডিসিন বিভাগ
বায়োক্যামিষ্ট্রি বিভাগ সার্জারি বিভাগ
ফিজিওলজি বিভাগ কার্ডিওলজি বিভাগ
প্যারা ক্লিনিক্যাল বিভাগ পেডিএট্রিক্স বিভাগ
কমিউনিটি মেডিসিন বিভাগ নাক কান গলা (অটোরাইনোল্যারিংগোলজি) বিভাগ
ফার্মাকোলজি বিভাগ এনেস্থিওলজি বিভাগ
প্যাথলজি বিভাগ অপথালমোলজি বিভাগ
অণুজীববিজ্ঞান বিভাগ গাইনোকোলজি ও অবসটেট্রিক্স বিভাগ
ফরেনসিক মেডিসিন বিভাগ গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগ
রেডিওলজি বিভাগ
দন্তচিকিৎসা বিভাগ
ব্লাড ট্রাসনফিউশন বিভাগ
স্কিন ও ভিডি বিভাগ
অর্থোপেডিক্স বিভাগ
ইউরোলজি বিভাগ
রেসপাইরেটরি মেডিসিন বিভাগ
ফিজিক্যাল মেডিসিন বিভাগ
মনোরোগ বিশেষজ্ঞ বিভাগ

ছাত্রাবাস

আবাসন ব্যবস্থায় বিএসএমএমসি কলেজ স্বয়ংসম্পূর্ণ। ছেলেদের জন্য একাডেমিক ভবন থেকে অদূরে একটি ছাত্রাবাস রয়েছে যা ৬ তলা বিশিষ্ট। মেয়েদের জন্য হাসপাতাল সংলগ্ন স্থায়ী ক্যাম্পাসের পাশে দুটি মহিলা ছাত্রাবাস করা হয়েছে। ইন্টার্নী ছাত্রাবাসের সকল কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, ছাত্রদের নামাজ পড়ার জন্য রয়েছে একটি মসজিদ যা “মেডিকেল কলেজ জামে মসজিদ” নামে পরিচিত ।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

নীলফামারী মেডিকেল কলেজ

নীলফামারী মেডিকেল কলেজ

নীলফামারী মেডিকেল কলেজ বাংলাদেশের নীলফামারী অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ।বর্তমানে বাংলাদেশে সরাসরি সরকারের ব্যবস্থাপনাধীনে পরিচালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *