Home / মেডিকেল / পাবনা মেডিকেল কলেজ-পিএমসি

পাবনা মেডিকেল কলেজ-পিএমসি

পাবনা মেডিকেল কলেজ-পিএমসি বাংলাদেশের পাবনায় অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ।বর্তমানে বাংলাদেশে সরাসরি সরকারের ব্যবস্থাপনাধীনে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭ টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১০ টি মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগে ৬ টি, রাজশাহী বিভাগে ৫ টি, খুলনা বিভাগে ৫ টি, ময়মনসিংহ বিভাগে ৩ টি, সিলেট বিভাগে ৩ টি, রংপুর বিভাগে ৩ টি এবং বরিশাল বিভাগে ২ টি মেডিকেল কলেজ অবস্থিত। এসব মেডিকেল কলেজে সর্বমোট আসন সংখ্যা ৪৩৫০ টি এবং প্রায় প্রতিবছরই এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। মেডিকেল সম্পর্কিত সকল তথ্য আমাদের সাইট ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর মেডিকেল ক্যাটাগরিতে পাওয়া যাবে। আজ পাবনা মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত ভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব।

 

 

 

 

পাবনা মেডিকেল কলেজ-পিএমসি

ধরনঃ সরকারি মেডিকেল কলেজ
নীতিবাক্য:
স্থাপিতঃ ২০০৮
অধ্যক্ষঃ প্রফেসর ডা. ওবায়দুল্লাহ ইবনে আলি
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ: ২৫
শিক্ষার্থী: ৩৮৪ জন
অবস্থানঃ পাবনা, রাজশাহী, বাংলাদেশ
শিক্ষাঙ্গনঃ পাবনা।
সংক্ষিপ্ত নাম: পিএমসি
ওয়েবসাইটঃ pmc.edu.bd

 ইতিহাস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা অনুযায়ী ২২-০৯-২০০৮ ইং তারিখে পাবনা মানসিক হাসপাতালের পেছনে অডিটরিয়াম এবং সংলগ্ন আরেকটি কক্ষে প্রশাসনিকভাবে পাবনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয় এবং ১৮-১১-২০০৮ তারিখে প্রথম ব্যাচ ভর্তি হওয়ার পর একই স্থানে তাদের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বৃক্ষশোভিত ছায়াঘেরা স্থানটি ছাত্রছাত্রীদের কাছে পুরাতন ক্যাম্পাস নামে পরিচিত। পরবর্তীতে নতুন ভবনে ক্লাস শুরু হবার পরও পুরাতন ক্যাম্পাসে ক্লাব কার্যক্রম অব্যহত ছিল।

ক্লাবগুলোর পরিচিতি সভা সহ গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হত পুরাতন ক্যাম্পাসের আমতলায়।প্রথম অধ্যক্ষ ছিলেন অধ্যাপক এনায়েত করিম। পরের বছর মানসিক হাসপাতালের উল্টোপাশে ৩০ একর জমির উপর এর নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়। ২০১৪ সালে ৬ তলা প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়। বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানকাজ শুরু হওয়ার কথা থাকলেও, মাটি পরীক্ষা ছাড়া অন্য কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি।

 অবস্থান

এটি রাজশাহী বিভাগের নতুন শিক্ষাশহর হিসাবে পরিচিত হওয়া পাবনা শহরে অবস্থিত।

গুগল ম্যাপে বিস্তারিত দেখুন:

যোগাযোগ ব্যবস্থা:

  • পাবনা মেডিকেল কলেজ
  • হেমায়েতপুর পাবনা সদর, পাবনা – ৬৬০০
  • Email: pmc@ac.dghs.gov.bd
  • Contact: 02588842012, 02588842083
  • Website: www.pmc.edu.bd

হাসপাতাল

মেডিকেল কলেজ হাসপাতালের কাজ এখনো অসম্পূর্ণ। ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা সদর হাসপাতালে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করতে হয়। ২০১৯ সালে পরমাণু চিকিৎসা কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।

ছাত্রাবাস

ছেলেদের জন্য একাডেমিক ভবন থেকে অদূরে একটি ছাত্রাবাস রয়েছে যা ২ তলা বিশিষ্ট। এই ছাত্রাবাসটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে “বঙ্গবন্ধু ছাত্রাবাস” নামকরণ করা হয়েছে।মেয়েদের জন্য একাডেমিক ভবন এর অপর পাশে একটি ছাত্রী নিবাস রয়েছে যা ৩ তলা বিশিষ্ট।

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

নীলফামারী মেডিকেল কলেজ

নীলফামারী মেডিকেল কলেজ

নীলফামারী মেডিকেল কলেজ বাংলাদেশের নীলফামারী অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ।বর্তমানে বাংলাদেশে সরাসরি সরকারের ব্যবস্থাপনাধীনে পরিচালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *