নওগাঁ মেডিকেল কলেজ বাংলাদেশের নওগাঁ অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ।বর্তমানে বাংলাদেশে সরাসরি সরকারের ব্যবস্থাপনাধীনে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭ টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১০ টি মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগে ৬ টি, রাজশাহী বিভাগে ৫ টি, খুলনা বিভাগে ৫ টি, ময়মনসিংহ বিভাগে ৩ টি, সিলেট বিভাগে ৩ টি, রংপুর বিভাগে ৩ টি এবং বরিশাল বিভাগে ২ টি মেডিকেল কলেজ অবস্থিত। এসব মেডিকেল কলেজে সর্বমোট আসন সংখ্যা ৪৩৫০ টি এবং প্রায় প্রতিবছরই এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। মেডিকেল সম্পর্কিত সকল তথ্য আমাদের সাইট ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর মেডিকেল ক্যাটাগরিতে পাওয়া যাবে। আজ নওগাঁ মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত ভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব।
নওগাঁ মেডিকেল কলেজ
ধরনঃ | সরকারি মেডিকেল কলেজ |
নীতিবাক্য: | |
স্থাপিতঃ | ২০১৮ |
অধ্যক্ষঃ | ডা. মো. বুলবুল হাসান |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি: | রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় |
ভাষা: | ইংরেজি এবং বাংলা |
শিক্ষার্থী: | ২০০ |
অবস্থানঃ | নওগাঁ, বাংলাদেশ |
শিক্ষাঙ্গনঃ | শহুরে |
সংক্ষিপ্ত নাম: | |
স্নাতক: | ২০০ |
ওয়েবসাইটঃ | naogaonmedical.naogaon.gov.bd |
ইতিহাস
যেটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত অন্যান্য মেডিকেল কলেজগুলির তুলনায় শিক্ষা,সাফল্যে এবং চিকিৎসা সম্পর্কিত সামগ্রিক বিষয়ে অনন্য অবদান রেখে চলেছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত। ২০১৯ সালের ১০ জানুয়ারি ৫০ জন শিক্ষার্থী নিয়ে নওগাঁ সদর হাসপাতালে প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হয়।
অবস্থান
এটি বাংলাদেশের নওগাঁ অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ।
গুগল ম্যাপে বিস্তারিত দেখুন:
যোগাযোগ ব্যবস্থা:
- নওগাঁ মেডিকেল কলেজ
- নওগাঁ, বাংলাদেশ
- Email: naogaonmc@ac.dghs.gov.bd
- Contact:
- Website: naogaonmedical.naogaon.gov.bd
পাঠক্রম
২০১৯ সালের ১০ জানুয়ারী থেকে ক্লাস কার্যক্রম শুরু হয়। নওগাঁ মেডিকেল কলেজ বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল, নওগাঁ এর পুরাতন ভবনের ২য় তলায় এর যাবতীয় একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।