সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২। সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ -২০২২ । বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পলিটেকনিক ভর্তি ২০২১ এর আবেদন btebadmission.gov.bd এর মাধ্যমে করা যাবে । পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি ২০২২ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ ভর্তির শিক্ষাগত যোগ্যতা
- যেকোন সালে এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ ।
- ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা ।
- মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা ।
- ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে কমপক্ষে ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ আবেদন ফি:
অন-লাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৫ (পনের) টি টেকনোলজি/ট্রেড/স্পেশালাইজেশন -এ আবেদন করা যাবে। অন-লাইনে প্রতি শিফটের জন্য মাত্র একবারই আবেদন করা যাবে। তবে অতিরিক্ত পছন্দের ক্ষেত্রে যে কোন প্রতিষ্ঠান ও যে কোন বিষয় নির্বাচন করা যাবে। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবে।
বিবরণ | টাকা |
রেজিস্ট্রেশন ফি | ২০০ |
রোভার স্কাউট ফি | ১৫ |
রেড ক্রিসেন্ট ফি | ২০ |
সরকারি পলিটেকনিক ও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ভর্তির জন্য ৩৮৫/- টাকা এবং অন্যান্য সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তি জন্য ২৩৫/- টাকা+অনলাইন পেমেন্ট চার্জ ৩.০০ টাকা মোট (২৩৫+৩)=২৩৮/- টাকা প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চায়ন করতে হবে। তবে শর্ত থাকে যে, কোন শিক্ষার্থীর পাঠ বিরতি থাকলে, বিলম্বে ভর্তি হলে এবং শাখা/বিষয় পরিবর্তন করলে তার নিকট হতে উপরিউক্ত ফি এর অতিরিক্ত ফি গ্রহণ করা যাবে।
এইচ এস সি /সমমান শিক্ষা ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবে:
বিবরণ | টাকা |
রেজিস্ট্রেশন ফি | ১২০ |
ক্রীড়া ফি | ৩০ |
রোভার /রেঞ্জার ফি | ১৫ |
রেড ক্রিসেন্ট ফি | ২০ |
বিজ্ঞান ও প্রযুক্তি ফি | ০৭ |
বার্ষিক ক্রীড়া মঞ্জুরী ফি | ২০০ |
ভর্তি তথ্য ২০২১
- ভর্তির আবেদন পক্রিয়া শুরু: ০৮ জনুয়ারী ২০২২ থেকে ১৭ জনুয়ারী ২০২২
- ফলাফল: ২৫ ফেব্রুয়ারী ২০২২
- নিশ্চায়নের সময়সীমা: ২৫ ফেব্রুয়ারী ২০২২ থেকে ০১ মার্চ ২০২২
অফিশিয়াল নোটিশ নিচে দেওয়া হল

আবেদনের পদ্ধতি ও নিয়মাবলী :
প্রথমে btebadmission.gov.bd অথবা www.bteb.gov.bd অথবা www.techedu.gov.bd অথবা www.tmed.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম (Application form) যথাযথভাবে পূরণ করতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস.এস.সি. উত্তীর্ণ আবেদনকারীদের নম্বরপত্রের সত্যায়িত কপি ও পাসপাের্ট সাইজের ২কপি সত্যায়িত রঙ্গিন ছবিসহ নির্ধারিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.btebadmission.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে।
যাবতীয় তথ্য দ্বারা আবেদন ফরমটি ফিলাপ করে প্রিন্ট কপি ও সকল কাগজপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের পুরাতন ভবনের ৪১২ নং কক্ষে সরাসরি অথবা খামে ভর্তিকোটার আবেদন লেখাসহ নিম্নস্বাক্ষরকারীর বরাবর ডাকযােগে পৌছানাে নিশ্চিত করতে হবে।
আবেদনের লিংক: Aply now
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।