রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Raj Shahi Mohila Polytechnic Institute উত্তর বঙ্গের একমাত্র সরকারি মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট। এটি একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন মোঃ ওমর ফারুক ।প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ১২০০ জন শিক্ষার্থী নিয়ে ৫ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট । Mymensingh Polytechnic Institute
নীতিবাক্যঃ | প্রযুক্তির জন্য এসো, প্রগতির জন্য যাও |
ধরনঃ | সরকারি |
স্থাপিতঃ | ২০০৩ইং |
অধ্যক্ষঃ | মোঃ ওমর ফারুক |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | ২০ জন |
শিক্ষার্থীঃ | ১২০০ জন |
স্নাতকঃ | |
অবস্থানঃ | রাজশাহী, বাংলাদেশ ২৪.৪০৮৮১২° উত্তর ৮৮.৬১২৫১৫° পূর্ব |
শিক্ষাঙ্গনঃ | শহুরে , |
রঙসমূহঃ | সাদা |
মাসকটঃ | Industrial Building |
ওয়েবসাইটঃ | rmpi.gov.bd |
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস
২০০৩ সালে রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে ৪ টি বিভাগে মোট ১৫২ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। ২০০৩ সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আই.ডি.বি) এর আর্থিক সহায়তায় বিভাগীয় শহর চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে এই প্রকল্পের কাজ শুরু হয়।
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থান
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট রাজশাহী শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে নওদাপাড়া বাইপাস রোডে অবস্থিত।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
রাজশাহী মহিলা পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- Raj Shahi Mohila Polytechnic Institute
- Contact : ০২৪৭ ৮৬০০৪৪
- রাজশাহী, বাংলাদেশ
২৪.৪০৮৮১২° উত্তর - Email : rmpi2003@gmail.com
- Website :rmpi.gov.bd
আরো দেখুন
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Dhaka Mohila Polytechnic Institute(DMPI)
রাজশাহী মহিলা পলিটেকনিক ক্যাম্পাস
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে আলাদা কোন খেলার মাঠ নেই। তবে, মূল ভবন চারটির মাঝে প্রায় ১২০০০ বর্গফুটের একটি খোলা স্থান খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই মাঠে সংক্ষিপ্ত পরিসরে ফুটবল, ক্রিকেট সহ ভলিবল, ব্যাডমিন্টন ও অন্যান্য বহিঃকক্ষ খেলার ব্যবস্থা রয়েছে।

খেলার মাঠ
ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৫টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
- আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিং
- ইলেক্ট্রো – মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ফুড ইঞ্জিনিয়ারিং
রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Raj Shahi Mohila Polytechnic Institute
কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
আরো দেখুন
চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Chittagong Mohila Polytechnic Institute
ক্লাসের সময়সূচী
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্রী সংগঠন
- ক্রিয়া সংগঠন।
- রোভার স্কাউট।
রাজনৈতিক সংগঠন
- বাংলাদেশ ছাত্রলীগ
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রাবাস
ক্যাম্পাসে দুরবর্তী এলাকার শিক্ষার্থীদের থাকার সুবিধার জন্য ১ টি আবাসিক হল রয়েছে।
ইনস্টিটিউটের মূল ভবনের পূর্বপাশে রয়েছে ১৪৮ আসন বিশিষ্ট ৪তলা ছাত্রী নিবাস। ছাত্রীদের মেধা ও স্থায়ী ঠিকানা হতে ইনস্টিটিউটের দূরত্ব বিবেচনা করে ছাত্রীদের মাঝে আসন বরাদ্দ দেয়া হয়।
এই ইনস্টিটিউটে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য কোন আবাসন ব্যবস্থা নেই। কর্মচারীদের জন্য ৪ ইউনিটের একটি ২তলা স্টাফ কোয়ার্টার রয়েছে।
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট কর্মশালা
এখানে বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা কর্মশালা রয়েছে যেমন :মাল্টিমিডিয়া প্রজেক্টর, ওভার হেড প্রজেক্টর,
ভিডিও ক্যামেরা, টেপ রেকর্ডার,
রেকর্ড প্লেয়ার ইত্যাদি সম্বলিত এই ল্যাব শিক্ষার্থীদের শিক্ষাগহণ প্রক্রিয়াকে আকর্ষনীয় ও আনন্দময় করে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।
One comment
Pingback: চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Chittagong Mohila Polytechnic Institute