Breaking News
Home / পলিটেকনিক / সাইক পলিটেকনিক ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি

সাইক পলিটেকনিক ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি

সাইক পলিটেকনিক ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, দেশের দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আন্তর্জাতিক মানের পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০০২ সালে যাত্রা শুরু করে সাইক পলিটেকনিক ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি। সাইক পলিটেকনিক ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি মূলত saic গ্রুপের পরিচালিত একটি অন্যতম প্রতিষ্ঠান।আবু হাসনাত মোঃ ইয়াহিয়া গ্রুপটির বর্তমান চেয়ারম্যান হিসেবে আছেন  । সাইক পলিটেকনিক স্টেপ প্রোজেক্টের ইমপ্লিমেন্টেশন গ্রান্টের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান।

সাইক পলিটেকনিক ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি

সাইক পলিটেকনিক ইনস্টিটিউট ইতিহাস

প্রতিষ্ঠাকালে শুধুমাত্র একটি টেকনোলজিতে সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও ২০০৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ডিপার্টমেন্ট বৃদ্ধি পেয়ে বর্তমানে ১২ টি টেকনোলজিতে ১১০৪ আসনে উন্নীত হয়েছে যার প্রতিটি আসন পূর্ণ।

বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন

 

সাইক পলিটেকনিক ইনস্টিটিউট যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগের ঠিকানা হল-

ল্যাব

সাইক পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন নিশ্চিতের জন্য রয়েছে ২৯ টি ল্যাব। এগুলো হল-

* সফটওয়্যার ল্যাব

* হার্ডওয়্যার ল্যাব

* নেটওয়ার্ক ল্যাব

* ক্যাড এন্ড গ্রাফিক্স ল্যাব

*ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব

*ইলেকট্রিক্যাল ওয়্যারিং ল্যাব

*ইলেকট্রনিক্স ল্যাব

* মাইক্রো কন্ট্রোলার ল্যাব

* গার্মেন্টস ল্যাব

* কন্সট্রাকশন ল্যাব

* পিএলসি ল্যাব

* টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাব

* ওয়েট প্রোসেসিং ল্যাব

* ফেব্রিক ম্যানুফেকচারিং ল্যাব

* ইয়ার্ন ম্যানুফেকচারিং ল্যাব

* টেলিকমিউনিকেশন ল্যাব

* ড্রয়িং ল্যাব

* ফিজিক্স ল্যাব

* কেমিস্ট্রি ল্যাব

* মডেল মেকিং ল্যাব ল্যাব

* শিট মেটাল ল্যাব

* সয়েল ল্যাব

* মেটারিয়াল টেস্টিং ল্যাব

* সার্ভেং এন্ড প্লাম্বিং ল্যাব

* ইলেকট্রনিক্স ডিভাইস সার্কিট ল্যাব

* রোবটিক্স ল্যাব

* ইন্সট্রুমেন্ট এন্ড প্রসেস কন্ট্রোল ল্যাব

* ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ল্যাব

লাইব্রেরি

শিক্ষার্থীদের অধ্যয়নের সর্বাধিক সুবিধা নিশ্চিতের জন্য সাইক পলিটেকনিক ইনস্টিটিউট একটি নিজস্ব লাইব্রেরি আছে। টেক্সট বই, রেফারেন্স বই সহ দেশী – বিদেশী মিলিয়ে দশ হাজারের উপর বই আছে এই লাইব্রেরিতে।

আরো দেখুন

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট । Daffodil Polytechnic Institute

বিশেষ সুবিধাসমুহ

শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক ক্লাসরুম, আধুনিক ইক্যুইপমেন্ট সমৃদ্ধ ল্যাব এবং ওয়ার্কশপ, লাইব্রেরি, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক পৃথক পাঁচটি নিজস্ব হোস্টেল, নামাজের জায়গাসহ আরও বিভিন্ন সুবিধা নিয়ে ক্যাম্পাস।অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাসগুলো এমন ভাবে পরিচালনা করা হয় যাতে হোম টিউটোরিং বা কোচিং এর দরকার হয় না শিক্ষার্থীদের।কম মেধাবী ছাত্রদের মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য অনুপ্রেরণামূলক প্রশিক্ষণের ব্যবস্থা।শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি সম্পর্কিত কাজের দক্ষতা বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন সেরা প্রতিষ্ঠান থেকে গেস্ট লেকচারারের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা।মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা আছে।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফ্রি ওয়াইফাই এর সুবিধা।

ডিপ্লোমা কোর্সসমূহ

সাইক পলিটেকনিকে বর্তমানে ১২ টি টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাদান করা হয়।

* কম্পিউটার ইঞ্জিনিয়ারিং

* ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

* সিভিল ইঞ্জিনিয়ারিং

* আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং

* মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

* ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

* এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং

* টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

* টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

* মেরিন ইঞ্জিনিয়ারিং

* গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং

* শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং

কোর্সের সময়সীমা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।

এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

আরো দেখুন

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । BCMC College of Engineering and Technology

ভর্তি যোগ্যতা

বাংলাদেশ কারিগরি বোর্ডের নীতিমালা অনুসারে যেকোন বিভাগ থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাইক পলিটেকনিক ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে উক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ২.৫০ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৬ প্রবিধান অনুযায়ী সরাসরি যেকোন বিভাগে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে।

শিক্ষা ব্যবস্থা

এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

ক্লাসের সময়সূচী

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় -এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।

বৃত্তি

ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে ছাত্রীদের প্রতি মাসে ৮০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সাইক পলিটেকনিকের পক্ষ থেকে বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে।

হোস্টেল

সাইক পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আবাসনের সুবিধা জন্য রয়েছে ৫০০ আসন বিশিষ্ট ৫ টি হোস্টেল। এগুলো হল-

  • কে বি এম ছাত্রাবাস
  • সাইক ছাত্রাবাস
  • শাহাবুদ্দিন ছাত্রাবাস
  • আবুল হোসেন ছাত্রাবাস
  • আনোয়ারা ছাত্রী নিবাস

সিসিক্যামেরা এবং গার্ড রয়েছে সব কয়টি হোস্টেলে নিরাপত্তা নিশ্চিতের জন্য । হোস্টেল মনিটরিং এবং শিক্ষার্থীদের পড়াশুনার তত্ত্বাবধানের দায়িত্বে আছেন হোস্টেল সুপার, হোস্টেল ইনচার্জ ও কোঅর্ডিনেটর। শিক্ষার্থীদের খাবারের সুব্যবস্থা নিশ্চিতের জন্য রয়েছে ডাইনিং হল, বাবুর্চি, কিচেন ,বাজারকারী,  বিশুদ্ধ ফিল্টার্ড পানির ব্যবস্থা। পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতের জন্য রয়েছে ক্লিনার।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

 

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

ইলেকট্রিক্যাল-ইঞ্জিনিয়ারদের-জন্য-কিছু-গুরুত্বপূর্ণ-প্রশ্ন-ও-উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *