ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট । Daffodil Polytechnic Institute এটি একটি বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। বর্তমানে দেশের সার্বিক অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার অবদান অপরিসীম। উন্নত দেশগুলোর মত আমাদের দেশেও সরকারি বেসরকারি বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের যুগোপযোগী কারিগরি শিক্ষাদান লক্ষ্যে। বাংলাদেশের যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে তার মধ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট অন্যতম।প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন কে এম হাসান রিপন ।প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৯ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট । Daffodil Polytechnic Institute
নীতিবাক্যঃ | গতানুগতিক ধারার বাইরে একটি আধুনিক পলিটেকনিক |
ধরনঃ | বেসরকারি |
স্থাপিতঃ | ২০০৬ইং |
অধ্যক্ষঃ | কে এম হাসান রিপন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | ৮৭ |
শিক্ষার্থীঃ | ২০০০ |
স্নাতকঃ | |
অবস্থানঃ | ঢাকা, বাংলাদেশ |
শিক্ষাঙ্গনঃ | শহুরে , |
রঙসমূহঃ | নীল, লাল, ধূসর |
মাসকটঃ | Industrial Building |
ওয়েবসাইটঃ | dpi |
ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস
এই প্রতিষ্ঠানটি ২০০৬ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদনক্রমে প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে দেশের আইসিটি সেক্টর ও শিক্ষা খাতকে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ড্যাফোডিল গ্রুপ। বর্তমানে এই প্রতিষ্ঠানের দুই হাজারের অধিক শিক্ষার্থীদের রয়েছে ৪৫ এর অধিক দক্ষ শিক্ষক।
আরো দেখুন
ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি । Mangrove Institute of Science and Technology
ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থান
প্রধান ক্যাম্পাস :বাড়ি – ২ বি, রোড- ১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৭ এ অবস্থিত।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
প্রধান ক্যাম্পাস
ড্যাফোডিল পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা
প্রধান ক্যাম্পাস
যোগাযোগের ঠিকানা হল-
- Daffodil Polytechnic Institute
- Contact :256 151 08
- বাড়ি – ২ বি, রোড- ১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৭
- Email :info@bsdi-bd.org
- Fax:56 151 035
- Website :https://dpi.ac/
দ্বিতীয় ক্যাম্পাস
- ১৬৫ লেক সার্কাস, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা – ১২০৫।
- ফোন – ২৫৮ ১৫১ ৬৭১

তৃতীয় ক্যাম্পাস
- ৬৪/৩ লেক সার্কাস, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা – ১২০৫।
- ফোন – ৯১ ৪৩ ২৬১
ড্যাফোডিল পলিটেকনিক ক্যাম্পাস
রাজধানীর প্রাণকেন্দ্রে সুবিশাল নিজস্ব ক্যাম্পাস। ক্যাম্পাসে রয়েছে-
* ৭০ জন শিক্ষার্থী ধারণ ক্ষমতাসম্পন্ন মোট ৬৫ টি থিউরি ক্লাসরুম।
* ১০০ জন ধারণ ক্ষমতার পর্যাপ্ত ইকুইপমেন্ট সমৃদ্ধ কম্পিউটার ল্যাব।
* ৫০০ জন ধারণ ক্ষমতার একটি কনফারেন্স হল।
* ২০০ ধারণ ক্ষমতার সেমিনার হল।
* ৫০ জন ধারণ ক্ষমতার মাস্টারক্লাস হল।
* রয়েছে ক্যান্টিনের সুব্যবস্থা।
বেতন
ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৯টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
* কম্পিউটার টেকনোলজি
* গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি
* টেক্সটাইল টেকনোলজি
* আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি
* ইলেকট্রিক্যাল টেকনোলজি
* সিভিল টেকনোলজি
* টেলিকমিউনিকেশন টেকনোলজি
* কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি
* ট্যুরিজম এন্ড হসপিটালিটি
সুযোগ-সুবিধা
ডিপিআই শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে আধুনিক বেশ কিছু সুযোগসুবিধা।
* গুগল ক্লাসরুম সুবিধা
* তথ্যবহুল ওয়েবসাইট সুবিধা
* ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা
* ওয়াইফাই সুবিধা
* ই-লাইব্রেরি সুবিধা
* ডিজিটাল স্মার্ট ক্লাসরুম সুবিধা
* ডিপিআই ব্লগ সুবিধা
এছাড়া যে সব আকর্ষনীয় শিক্ষা সহায়ক সুবিধা দিচ্ছে সেগুলো হল-
- প্রত্যেক শিক্ষার্থীদের ফ্রি ল্যাপটপ প্রদান।
- ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বৃত্তির ব্যাবস্থা।
- Financial Aid Committee- বিবেচনায় মেধাবী ও আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় ১০% থেকে ১০০% পর্যন্ত বৃত্তি প্রদান।
কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
আরো দেখুন
সিটি পলিটেকনিক ইনস্টিটিউট । City Polytechnic Institute
ভর্তি যোগ্যতা
বাংলাদেশ কারিগরি বোর্ডের নীতিমালা অনুসারে যেকোন বিভাগ থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট । Daffodil Polytechnic Institute ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে উক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এছাড়া এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ২.৫০ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৬ প্রবিধান অনুযায়ী সরাসরি যেকোন বিভাগে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে।
শিক্ষা ব্যবস্থা
এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত এবং প্রতিটি শিক্ষাবর্ষ দুটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
ছাত্র সংগঠন
পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের বিভিন্ন কো-কারিকুলার কার্যক্রমে উৎসাহিত করার জন্য রয়েছে বিভিন্ন ক্লাব।
* কলোরব সাংস্কৃতিক সংগঠন
* ব্লাড ডোনেটিং ক্লাব
* কম্পিউটার ক্লাব
* ট্যুরিজম ক্লাব
* ল্যাঙ্গুয়েজ ক্লাব
ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রাবাস
ক্যাম্পাসে দুরবর্তী এলাকার শিক্ষার্থীদের থাকার সুবিধার জন্যআবাসিক হল রয়েছে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।