Breaking News
Home / পলিটেকনিক / ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট। National Polytechnic Institute

ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট। National Polytechnic Institute

ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট। National Polytechnic Institute , বাংলাদেশের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সরকার অনুমোদিত বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির । ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট। National Polytechnic Institute এ প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন মোঃ শামসুর রাহমান   ।প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৩ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।

ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট। National Polytechnic Institute

নীতিবাক্যঃ প্রযুক্তিই প্রগতি
ধরনঃ বেসরকারি
স্থাপিতঃ ২০১১ইং
অধ্যক্ষঃ মোঃ শামসুর রাহমান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ ৭৫ জন ফুল টাইম এবং ১৫০ জন পার্ট-টাইম
অবস্থানঃ
নারাঙ্গাই,বাসস্টান্ড মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ
শিক্ষাঙ্গনঃ শহুরে ,
রঙসমূহঃ সাদা
মাসকটঃ Industrial Building
ওয়েবসাইটঃ www.npi.edu.bd

ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস

NPI বাংলাদেশের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সরকার অনুমোদিত বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট। বেসরকারী খাতে জাতীয় প্রযুক্তিগত বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়নের জন্য ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।

আরো দেখুন

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট । Shyamoli Ideal Polytechnic Institute

ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস সমূহ

* ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,ঢাকা ( প্রধান শাখা)।

*ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,মানিকগঞ্জ।

*ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর ।

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,ঢাকা ( প্রধান শাখা)

অবস্থান

১৮২/১ পুর্ব তেজতুরি বাজার ( সরকারি বিজ্ঞান কলেজের সামনে ), ফার্মগেট, ঢাকা-১২১৫।

বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন

যোগাযোগের ঠিকানাঃ

* ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,ঢাকা ( প্রধান শাখা)

* ১৮২/১ পুর্ব তেজতুরি বাজার ( সরকারি বিজ্ঞান কলেজের সামনে ), ফার্মগেট, ঢাকা-১২১৫।

* ইমেইলঃ info@npi.edu.bd

* মোবাইল: 01799-445774,01711-240266, 01911-316010

* ওয়েবসাইটঃ http://npi.edu.bd/

ডিপ্লোমা কোর্সসমূহ

এই ক্যাম্পাসে ১৩টি টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স করার সুযোগ আছে সেগুলো হল-

 • আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইনিং
 • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
 • ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
 • আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং
 • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
 • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
 • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
 • সিভিল ইঞ্জিনিয়ারিং
 • গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
 • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
 • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
 • মেরিন ইঞ্জিনিয়ারিং
 • শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,মানিকগঞ্জ

অবস্থান

১৭৩/৩ নারাঙ্গাই, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ।

বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন

 

যোগাযোগের ঠিকানাঃ

* ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,মানিকগঞ্জ

* ১৭৩/৩ নারাঙ্গাই, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ।

* মোবাইলঃ 01735782829, 01711-349947

ডিপ্লোমা কোর্সসমূহ

এই ক্যাম্পাসে ৩টি টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স করার সুযোগ আছে সেগুলো হল-

 • কম্পিউটার টেকনোলজি (৬০)
 • সিভিল টেকনোলজি (৬০)
 • ইলেকট্রিক্যাল টেকনোলজি (৬০)

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর

অবস্থান

১১৬ ঈদগাহ সড়ক, কমলাপুর, ফরিদপুর

বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন

যোগাযোগের ঠিকানাঃ

* ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর

* ১১৬ ঈদগাহ সড়ক, কমলাপুর, ফরিদপুর।

* ফোনঃ 0631-65191

* মোবাইলঃ 01712-074926, 01711-349947, 01711-855030

ডিপ্লোমা কোর্সসমূহ

বর্তমানে এই ক্যাম্পাসে ৫টি টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স করার সুযোগ আছে সেগুলো হল-

 • কম্পিউটার টেকনোলজি (৬০)
 • সিভিল টেকনোলজি (১২০)
 • ইলেকট্রনিক্স টেকনোলজি (৬০)
 • ইলেকট্রিক্যাল টেকনোলজি (৬০)
 • আর্কিটেকচার টেকনোলজি (৬০)

ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট। National Polytechnic Institute

আরো দেখুন

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট । Bangladesh Sweden Polytechnic Institute

সুবিধাসমূহ

শিক্ষার্থীদের যুগোপযোগী প্রকৌশল জ্ঞানদান নিশ্চিত করতে অভিজ্ঞ এবং উচ্চতর ট্রেনিং প্রাপ্ত নিবেদিত শিক্ষকবৃন্দ এবং স্টাফ এনপিআই-এর শিক্ষাদান কার্যক্রমে নিযুক্ত আছেন।পর্যাপ্তভাবে রুচিসম্মত এবং পাঠ উপযোগী শিক্ষাবন্ধব উপকরণে সজ্জিত।
এনপিআই অন্যান্য বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের তুলনায় ন্যূনতম টিউশন ফিতে দক্ষ মধ্যমানের ইঞ্জিনিয়ার তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।পুরোপুরি এয়ার কুলড কম্পিউটার ল্যাব যেখানে প্রতি শিক্ষার্থীর জন্য একটি করে কম্পিউটার রয়েছে।মাল্টি-মিডিয়া, ওএইচপি এবং অন্যান্য আধুনিক পদ্ধতিতে ক্লাস পরিচালনা করা হয়।আইসিটি ল্যাবগুলোতে উচ্চগতি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে।নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক সরবরাহ নিশ্চিত করতে রয়েছে নিজস্ব পাওয়ার স্টেশন।বিশুদ্ধ খাবার পানির সরবরাহের জন্য আছে নিজস্ব হোম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।

কোর্সের সময়সীমা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।

এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

খরচ

বেসরকারি হলেও NPI তুলনামূলক কম টিউশন ফি সহ অন্যান্য সুবিধা দিয়ে থাকে।

শিফট

১৯৯৪-৯৫ সেশন থেকে এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো দুই শিফটে হয়ে আসছে।

প্রথম শিফট শুরু হয় সকাল ৮ টায় এবং শেষ হয় দুপুর ১.৩৫।
দ্বিতীয় শিফট শুরু হয় দুপুর ১.৩৫ এবং শেষ হয় সন্ধ্যা ৭.৪০ এ।

স্কলারশিপ এবং অন্যান্য

ওয়ার্ল্ড ব্যাংকের অনুদানে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ১০০% পর্যন্ত মউকুফের সুযোগ আছে।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

ইলেকট্রিক্যাল-ইঞ্জিনিয়ারদের-জন্য-কিছু-গুরুত্বপূর্ণ-প্রশ্ন-ও-উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *