পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট। Pabna Polytechnic Institute , বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ পলিটেকনিক প্রতিষ্ঠান । এটি একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ আতিকুর রহমান। প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৯ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট। Pabna Polytechnic Institute
নীতিবাক্যঃ | প্রযুক্তিই প্রগতি। |
ধরনঃ | সরকারি |
স্থাপিতঃ | ১৯৬৩ ইং |
অধ্যক্ষঃ | মোহাম্মদ আতিকুর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | ৭০ |
শিক্ষার্থীঃ | ৫,০০০ |
স্নাতকঃ | |
অবস্থান | পাবনা, বাংলাদেশ ২৪.০১৯৪৪৭° উত্তর ৮৯.২৪১৬০২° পূর্ব |
শিক্ষাঙ্গনঃ | শহরে |
রঙসমূহঃ | সাদা |
মাসকটঃ | Industrial Building |
ওয়েবসাইটঃ | http://ppi.pabna.gov.bd/ |
পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস
১৯২৪ সালে তাড়াশের জমিদার শ্রী বনমালী রায় কর্তৃক বর্তমানে নগরবাড়ী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে পাবনা শহরে BL Eliot Technical School নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ এর দশকে ততকালীন পাকিস্তান সরকারের ৫ম বার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে পূর্ব পাকিস্তানের বহু জেলাতে পলিটেকনিক ইন্সটিটিউট স্হাপিত হয়। তারই অংশ হিসেবে পাবনা জেলাতে ১৯৬২ সালে উক্ত টেকনিক্যাল স্কুলটি “পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট” নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ সালের ১০ই জানুয়ারি তৎকালীন পরিচালক (কারিগরি শিক্ষা) ড. ওয়াকার আহম্মদ বিশ্ব বিদ্যালয় কলেজের উত্তর-পশ্চিম পার্শে ইছামতি নদীর উপকন্ঠে এক নিরিবিলি মনোরম পরিবেশে ৩০ একর জমির উপর বর্তমানে ক্যাম্পাসের ভীতি প্রস্তর স্হাপন করে ইহার ঐতিহাসিক অগ্রযাএা তরান্তিত করেন।
আরো দেখুন
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট । Farid pure Polytechnic Institute
পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থান
পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট পাবনা শহর এলাকার গাংকোলায় অবস্থিত। এর উত্তরে ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (TTTC) এবং পশ্চিমে পাবনা -চাটমোহর হাইওয়ে, পূর্ব দিকে পাবনা এডওয়ার্ড কলেজের ক্যাম্পাস অবস্থিত।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
ক্যাম্পাস সমূহ
প্রায় ৩০ একর জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে একটি প্রশাসনিক, দুইটি একাডেমিক ভবন এবং তিনটি ওয়ার্কশপ ভবন সহ মোট ১২টি ভবন রয়েছে এবং ক্লাসরুম আছে ৩৬ টি।বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়ার্কশপ ও ল্যাবরেটরি রয়েছে মোট ২৯ টি। এছাড়া আছে দুই ভবনের একটি প্রাথমিক বিদ্যালয়, ৪০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম, খেলার মাঠ, পুকুর, মসজিদ, শহীদ মিনার, মেডিক্যাল সেন্টার।

একাডেমিক ভবন
মসজিদ
পাবনা পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট
- ফোনঃ 88-0731-65844
- পলিটেকনিক রোড, পাবনা – ৬৬০০
- ই-মেইলঃ ppipricipal@yahoo.com
- Website : http://ppi.pabna.gov.bd/
ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৯ টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- পাওয়ার টেকনোলজি (১০০)
- কম্পিউটার টেকনোলজি (১০০)
- ইলেকট্রনিক্স টেকনোলজি (৫০)
- সিভিল টেকনোলজি (১৫০)
- এনভায়রনমেন্ট টেকনোলজি (১০০)
- মেকানিক্যাল টেকনোলজি (১০০)
- ইলেক্ট্রিক্যাল টেকনোলজি (১০০)
- কনস্ট্রাকশন টেকনোলজি (১০০)
- এয়ার কন্ডিশনিং এন্ড রেফ্রিজারেশন টেকনোলজি (৫০)
কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
আরো দেখুন
হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। Habiganj Polytechnic Institute
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
ক্লাসের সময়সূচী
পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্র সংগঠন
- ক্রিয়া সংগঠন।
- রোভার স্কাউট।
রাজনৈতিক সংগঠন
- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রাবাস
২০০ সিটের একটি ছাত্রাবাস এবং ৫০ সিটের একটি ছাত্রীনিবাস আছে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।