কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট । Kurigram Polytechnic Institute ,বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ পলিটেকনিক প্রতিষ্ঠান। এটি একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন ড. নূরে আলম।প্রগতি এবং সেবা– মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৭ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট । Kurigram Polytechnic Institute
নীতিবাক্যঃ | প্রযুক্তিই প্রগতি। |
ধরনঃ | সরকারি |
স্থাপিতঃ | ২০০৫ |
অধ্যক্ষঃ | ড. নূরে আলম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | ৭ |
শিক্ষার্থীঃ | |
স্নাতকঃ | |
অবস্থানঃ | কৃষ্ণপুর, কুড়িগ্রাম, বাংলাদেশ ২৫.৮০২৬৬১° উত্তর ৮৯.৬৩৪৮৬২° পূর্ব |
শিক্ষাঙ্গনঃ | শহুরে ২০ একর (৮.১ হেক্টর) |
রঙসমূহঃ | |
মাসকটঃ | Industrial Building |
ওয়েবসাইটঃ | www |
কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস
কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি প্রাচীন ও বৃহত্তম কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থান
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন কৃষ্ণপুর গ্রামে অবস্থিত। এটি ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্বের পথ।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
কুড়িগ্রাম পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট
- ফোনঃ +88058161688
- সেন্ট্রাল জেল রোড, কুড়িগ্রাম।
- ই-মেইলঃ principal@kpik.gov.bd
- Website : www
.kpik .gov .bd
আরো দেখুন
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট । Barisal Polytechnic Institute
ক্যাম্পাস

এখানে রয়েছে বেশ কয়েকটি ভবন। এরমধ্যে রয়েছে পাঁচ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, পাঁচ তলা এবং দুই তলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবন, ২৬ টি ক্লাস রুম, WIFI সুবিধাসহ একটি আইটি সেন্টার, শহীদ মিনার, লাইব্রেরি, আধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ ওয়ার্কশপ এবং ল্যাব, কনফারেন্স রুম, দুইটি স্টুডেন্ট কমন রুম, একটি মেডিক্যাল সেন্টার, সাইকেল গ্যারেজ এবং একটি পাওয়ার সাপ্লাই সাবস্টেশন।
ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৯ টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- কন্সট্রাকশন টেকনোলজি – ১০০
- কম্পিউটার টেকনোলজি – ২০০
- ইলেকট্রনিক্স টেকনোলজি – ১০০
- আর্কিটেকচার এন্ড ইনটেরিওর ডিজাইন টেকনোলজি – ২০০
- সিভিল টেকনোলজি- ১০০
- ইলেকট্রিক্যালটেকনোলজি – ১০০
- মেকানিক্যাল টেকনোলজি ১০০
কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
আরো দেখুন
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট । Chapai nawabganj Polytechnic Institute
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
ক্লাসের সময়সূচী
কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্র সংগঠন
- ক্রিয়া সংগঠন।
- রোভার স্কাউট।
রাজনৈতিক সংগঠন
- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।