Breaking News
Home / পলিটেকনিক / চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Chittagong Mohila Polytechnic Institute

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Chittagong Mohila Polytechnic Institute

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Chittagong Mohila Polytechnic Institute ,বাংলাদেশের অন্যতম  সমৃদ্ধ পলিটেকনিক প্রতিষ্ঠান। এটি একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন ইঞ্জিঃ সুনীল চন্দ্র চৌধুরী। প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Chittagong Mohila Polytechnic Institute

নীতিবাক্যঃ প্রযুক্তিই প্রগতি
ধরনঃ সরকারি
স্থাপিতঃ ২০০৫
অধ্যক্ষঃ ইঞ্জিঃ সুনীল চন্দ্র চৌধুরী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ
শিক্ষার্থীঃ ১৪০০
স্নাতকঃ
অবস্থানঃ  হালিশহর,চট্রগ্রাম – ৪১০০, বাংলাদেশ
২২.৩২৭৫৮৫° উত্তর ৯১.৭৭৬৫২৫° পূর্ব
শিক্ষাঙ্গনঃ শহুরে
২০ একর (৮.১ হেক্টর)
রঙসমূহঃ
মাসকটঃ Industrial Building
ওয়েবসাইটঃ www.cmpi.gov.bd

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস

এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে বর্তমানে ৪ টি বিভাগে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে।

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থান

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটটি চট্রগ্রামের হালীশহর এলাকায় অবস্থিত।

বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন

চট্টগ্রাম মহিলা পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগের ঠিকানা হল-

  • চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
  • হালিশহর,চট্রগ্রাম – ৪১০০, বাংলাদেশ
  • Website : cmpi.gov.bd/content

আরো দেখুন

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Raj Shahi Mohila Polytechnic Institute

ডিপ্লোমা কোর্সসমূহ

বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৪ টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-

  • কম্পিউটার টেকনোলজি
  • ইলেকট্রনিক্স টেকনোলজি
  • গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি
  • আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইন টেকনোলজি

কোর্সের সময়সীমা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।

এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ভর্তি যোগ্যতা

এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা  চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।

কোটা

এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।

আরো দেখুন

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Dhaka Mohila Polytechnic Institute(DMPI)

শিক্ষা ব্যবস্থা

এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

খরচ

প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।

ক্লাসের সময়সূচী

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট -এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

ছাত্র সংগঠন

  •  ক্রিয়া সংগঠন।
  • রোভার স্কাউট।

রাজনৈতিক সংগঠন

  • বাংলাদেশ ছাত্রলীগ
  • বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
  • বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

ইলেকট্রিক্যাল-ইঞ্জিনিয়ারদের-জন্য-কিছু-গুরুত্বপূর্ণ-প্রশ্ন-ও-উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *