সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। Sylhet Polytechnic Institute যার সংক্ষিপ্ত নাম (SPI) । সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি প্রাচীন ও বৃহত্তম সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট । প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন মোঃ ইকবাল চৌধুরী ।প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী নিয়ে ৭ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট । Sylhet Polytechnic Institute (SPI)
নীতিবাক্যঃ | প্রযুক্তিই প্রগতি | |
ধরনঃ | সরকারি | |
স্থাপিতঃ | ১৯৫৫ সালে | |
অধ্যক্ষঃ | ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল চৌধুরী | |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | ১২০ | |
শিক্ষার্থীঃ | ৫৫৭২ | |
স্নাতকঃ | ৮০০০ | |
অবস্থানঃ |
|
|
শিক্ষাঙ্গনঃ | শহুরে ২০ একর (৮.১ হেক্টর) |
|
রঙসমূহঃ | সাদা | |
মাসকটঃ | Industrial Building | |
ওয়েবসাইটঃ | www.spi.gov.bd |
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ইতিহাস
১৯৫৫ সালে ফোর্ড ফাউন্ডেশন ঢাকা, রংপুর, বগুড়া, পাবনা ও বরিশাল এই পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে প্রতিষ্ঠা করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট । শুরুতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ৩ বছর মেয়াদি কোর্স করাতো ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির পাঠ্যক্রমানুসারে ।যুক্তরাষ্ট্রে বিজ্ঞান কোর্সে প্রকৌশলে স্নাতককারী কর্তৃক বিধান রেখে তৎকালীন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হত। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট-এর ক্যাম্পাসের নকশাকারী ছিলেন মাজহারুল ইসলাম এবং স্ট্যানলি টাইগারম্যান।
আরো দেখুন
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট । Patuakhali Polytechnic Institute
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থান
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সিলেটের বরইকান্দি এলাকায় অবস্থিত।এর কাছেই সিলেট সরকারি বাণিজ্য মহাবিদ্যালয় এবং সরকারি টেকনিক্যাল কলেজ অবস্থিত। সিলেট রেলওয়ে স্টেশন থেকে প্রতিষ্ঠানটির দূরত্ব মাত্র এক কিলোমিটার।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
সিলেট পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট
- টেকনিক্যাল রোড, বরইকান্দি, সিলেট
- Email : info@spi.gov.bd,
- Contact : 0821-716372, Mobile : 01746494392
- Website : www.spi.gov.bd
সিলেট পলিটেকনিক ক্যাম্পাস
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের মূল ভবনটি তিনতলা বিশিষ্ট। এছাড়া রয়েছে অফিস, গ্রন্থাগার ,শরীরচর্চাকেন্দ্র, বিজ্ঞানাগার,একটি অডিটোরিয়াম এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ ভবন । ক্যাম্পাসের সামনেই আছে শহিদ মিনার। এছাড়া মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ। শহিদ মিনার এর ঠিক পেছনেই রয়েছে বিশাল পুকুর। পুকুরের বিপরীত পাশে কম্পিউটার ও ইলেকট্রোমেডিকেল ভবন অবস্থিত ।প্রিন্সিপাল-এর বাংলো, শিক্ষক ও কর্মচারিদের কোয়ার্টার ক্যাম্পাসের বিভিন্ন গাছপালা বেষ্টিত আবাসিক অংশে অবস্থিত। সিলেট পলিটেকনিকের প্রধান খেলার মাঠটি ক্যাম্পাস হতে একটু ভিতরে অবস্থিত; যদিও ক্যাম্পাসের বাহিরে আরেকটি মাঠ রয়েছে।

ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৭ টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- কম্পিউটার-১০০
- ইলেকট্রনিক্স-১০০
- ইলেকট্রিক্যাল-১০০
- মেকানিক্যাল-১০০
- সিভিল – ১৫০
- পাওয়ার-৫০
- ইলেকট্রোমেডিক্যাল-৫০
কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
আরো দেখুন
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট । Sherpur Polytechnic Institute
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
ক্লাসের সময়সূচী
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্র সংগঠন
ক্যাম্পাসে ছাত্রদের বিভিন্ন সংগঠন ও ক্লাব রয়েছে। এগুলো হল-
- সিলেট রোভার স্কাউট
- পলিটেকনিক স্টুডেন্ট এসোসিয়েশন।
- বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ)
- ময়মনসিংহ বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ, সিলেট পলিটেকনিক শাখা।
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রাবাস
দূরবর্তী শিক্ষার্থীদের থাকার সুবিধার্থে রয়েছে দুইটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল। এগুলো হল-
- প্রতিভা ছাত্রাবাস
- সুরমা ছাত্রাবাস
- মহিলা ছাত্রাবাস
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।
One comment
Pingback: গ্রাফিক আর্টস ইন্সটিটিউট । Graphic Arts Institute - theengineersnews.com