ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Dhaka Mohila Polytechnic Institute , হল মেয়েদের জন্য বিশেষ ভাবে তৈরি দেশের প্রথম প্রতিষ্ঠান যা নারীদের কারিগরি শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল হিসেবে দায়িত্ব পালন করছেন সাহানা বেগম। প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৬ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Dhaka Mohila Polytechnic Institute(DMPI)
নীতিবাক্যঃ | ‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেড়িয়ে যাও’ |
ধরনঃ | সরকারি |
স্থাপিতঃ | ১৯৮৫ সালে |
অধ্যক্ষ | মোরাদ হোসেন মোল্লা |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | |
শিক্ষার্থীঃ | |
স্নাতকঃ | |
অবস্থানঃ | আগারগাও শিক্ষা পল্লী ঢাকা, বাংলাদেশ ২৩.৭৮০৫৪৬° উত্তর ৯০.৩৭৬৪৫৩° পূর্ব |
শিক্ষাঙ্গনঃ | শহুরে , |
রঙসমূহঃ | সাদা |
মাসকটঃ | Industrial Building |
ওয়েবসাইটঃ | www.dmpi.gov.bd |
ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস।
১৯৪৫ সালে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ।তখন মাত্র দুটি ডিপার্টমেন্ট এবং হাতে গোনা শিক্ষার্থী ছিল ।
আরো দেখুন
রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Raj Shahi Mohila Polytechnic Institute
ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থান
ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটটি ঢাকা শহরের প্রণকেন্দ্র আগারগায়ের শিক্ষা পল্লীতে অবস্থিত ।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
ঢাকা মহিলা পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- আগারগাঁও তালতলা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
- Mobile: 01992006221
- Contact: 02-9114013
- Email: dhakampi1985@gmail.com
- Website: www.dmpi.gov.bd
ঢাকা মহিলা পলিটেকনিক ক্যাম্পাস
ক্যাম্পাসে দুটি প্রধান ভবন রয়েছে :প্রশাসনিক ভবন , একাডেমিক ভবন ।প্রশাসনিক ভবনটি ক্যাম্পাসের সবচেয়ে পুরাতন ভবন ।এখানে আছে ক্লাসরুম ও বিভিন্ন ডিপার্টমেন্ট অফিস, লাইব্রেরী, । এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান এবং কার্যক্রমের জন্য একটি অডিটোরিয়াম আছে এই ভবনে। একাডেমিক ভবনটি ব্যবহৃত হয় পাঠ্যক্রমের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য।

ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৬টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (৫০)
- ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (১০০)
- ইলেকট্রোমেডিক্যাল (৫০)
- আর্কিটেকচার (১০০)
- ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি (১০০)
- ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল (৫০)
কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
আরো দেখুন
চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Chittagong Mohila Polytechnic Institute
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
ক্লাসের সময়সূচী
ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্র সংগঠন
প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাব রয়েছে তাদের মধ্যে একটি হল রোভার স্কাউটিং
রাজনৈতিক সংগঠন
- বাংলাদেশ ছাত্রলীগ
ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রাবাস
ক্যাম্পাসে দুরবর্তী এলাকার শিক্ষার্থীদের থাকার সুবিধার জন্য বেশ কিছু আবাসিক হল রয়েছে।
- সময় বাংলা
- সোনালী বাংলা
- রূপসী বাংলা
হলগুলো রাজনীতিমুক্ত এবং পড়াশুনার সুন্দর পরিবেশ আছে। মোট আসন সংখ্যা ৬০০।
ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট কর্মশালা
এখানে বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা কর্মশালা রয়েছে ।শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবও আছে ক্যাম্পাসে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।
One comment
Pingback: চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট । Chittagong Mohila Polytechnic Institute