বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট । Barisal Polytechnic Institute বাংলাদেশের অন্যতম পুরাতন ও বৃহত্তম বহুমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান । এটি একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন ইঞ্জিঃ মো: রুহুল আমিন ।প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৬ হাজার শিক্ষার্থী নিয়ে ৮ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট । Barisal Polytechnic Institute
নীতিবাক্যঃ | ”প্রযুক্তির জন্য এসো প্রবৃদ্ধির জন্য বেড়িয়ে যাও” |
ধরনঃ | সরকারি |
স্থাপিতঃ | ১৯৬২ইং |
অধ্যক্ষঃ | ইঞ্জিঃ মো: রুহুল আমিন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | |
শিক্ষার্থীঃ | ৬২০০+ জন |
স্নাতকঃ | |
অবস্থানঃ | আলেকান্দা, বরিশাল, বাংলাদেশ ২২.৬৯৭৮৩৯° উত্তর ৯০.৩৬১৪৮৭° পূর্ব |
শিক্ষাঙ্গনঃ | শহুরে , |
রঙসমূহঃ | সাদা |
মাসকটঃ | Industrial Building |
ওয়েবসাইটঃ | barishalpoly.gov.bd |
বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস
১৯৬২ সালে ২৬ একর বা ৭৮ বিঘা জমি নিয়ে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে সিভিল , পাওয়ার এবং ইলেক্ট্রিক্যাল এই ৩ টি কারিগিরি বিষয় পড়ানোর ব্যবস্থা ছিল । পরবর্তীতে আরও ৫টি প্রযুক্তি অনুষদ চালু করে এগুলো হলো মেকানিক্যাল, ইলেক্ট্রোমেডিকেল, কম্পিউটার, ইলেকট্রনিক্স,ট্যুরিজম এ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট অনুষদ, টেকনোলজি ।
আরো দেখুন
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট । Chapai nawabganj Polytechnic Institute
বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থান
এটি বরিশাল শহরের আলেকান্দা – পলিটেকনিক রোডে অবস্থিত একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
বরিশাল পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট
- আলেকান্দা, বরিশাল – ৮২০০।
- Email : barisal.poly@gmail.com
- Website : barishalpoly.gov.bd
বরিশাল পলিটেকনিক ক্যাম্পাস
২৬ একর জমি নিয়ে অবস্থিত ক্যাম্পাসটিতে রয়েছে পাঠ্য বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ইত্যাদি বিষয়ে পাঠদানের জন্য একটি কারিগরি শিক্ষা বিভাগ।
ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৮টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- পাওয়ার ইঞ্জিনিয়ারিং (
- ট্যুরিজম এ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট অনুষদ
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- সিভিল ইঞ্জিনিয়ারিং
- ইলেক্ট্রোমেডিকেল
আরো দেখুন
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট । Kurigram Polytechnic Institute
কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
ক্লাসের সময়সূচী
বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্র সংগঠন
- রোভার স্কাউট
রাজনৈতিক সংগঠন
- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রাবাস
ক্যাম্পাসে দুরবর্তী এলাকার শিক্ষার্থীদের থাকার সুবিধার জন্য ৩ টি আবাসিক হল রয়েছে।এর মধ্যে ২টি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস।
- মুক্তিযোদ্ধা ছাত্রাবাস
- একুশে ছাত্রাবাস ও
- শহীদ জননী ছাত্রীনিবাস।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।
One comment
Pingback: কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট । Kurigram Polytechnic Institute -