Breaking News
Home / ডিপ্লোমা / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ । উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই অনলাইনের মাধ্যমে কিছু শেখার জন্য চেষ্টা করে। বর্তমানে প্রায় সবার হাতেই একটা করে স্মার্টফোন রয়েছে,যার মাধ্যমে ঘরে বসে অনেক কিছু সম্পর্কে জানতে পারে। সবাই যেন ঘরে বসে ভালো কিছু শিখতে পারে ,এজন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এবং বিভিন্ন প্রকার নিউজ দিয়ে থাকি। আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ নিয়ে আলোচনা করব ।

 

 

 

 

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

দেশের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: Roads and Highway Department (R & HD), Public Work Department (PWD), LGED, BADC ইত্যাদিতে Sub Assistant Engineer পদে চাকরির সুযোগ রয়েছে।

দেশের বৃহত্তম অন্যান্য সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যেমন- পরমাণু শক্তি কমিশন, Water Development Board (WDB), Power Development Board (PDB), DESCO, BRTC, PGCB, WASA, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট উন্নয়ন বোর্ড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বিভিন্ন গ্যাস ফিল্ড ইত্যাদিতে Sub Assistant Engineer পদে চাকরির সুযোগ রয়েছে।

মেকানিক্যাল টেকনোলজি এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

মেকানিক্যাল টেকনোলজির শিক্ষার্থীদের চাকুরীর বাজারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়,

১) বিদ্যুৎ সেক্টর
২) জেনারেল সেক্টর

বিদ্যুৎ সেক্টর: এই সেক্টরে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও কোম্পানি(যেমন pgcb) রয়েছে। বেতন ১৬,০০০ বেসিক থেকে ৪২,০০০ টাকাও বেসিক হতে দেখা যায়। এই চাকুরী গুলো সকলের কাছেই খুব প্রিয়। কারণ এখানে ঝামেলা কম, কাজের চাপ তুলনামূলক কম এবং ক্যারিয়ার ভালো।

অন্যান্য সেক্টর: পলিটেকনিক, টেকনিক্যাল সহ বিভিন্ন শিক্ষা ক্ষেত্র ও সরকারি বিভিন্ন জায়গায় মেকানিক্যাল টেকনোলজির নিয়োগ হতে দেখা যায়। এই ধরণের চাকুরিগুলোর বেতন কম হয়ে থাকে। অর্থাৎ ১৬০০০ টাকা বেসিক। তবে এই ধরণের চাকুরী গুলোর সুযোগ সুবিধা ক্ষেত্র বিশেষে অনেক বেশি বা কম হতে পারে, তাই জেনে শুনে বুঝে এই ধরণের চাকুরী করা উচিত।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

ইলেকট্রিক্যাল-ইঞ্জিনিয়ারদের-জন্য-কিছু-গুরুত্বপূর্ণ-প্রশ্ন-ও-উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *