Home / ডিপ্লোমা / বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই অনলাইনের মাধ্যমে কিছু শেখার জন্য চেষ্টা করে। বর্তমানে প্রায় সবার হাতেই একটা করে স্মার্টফোন রয়েছে,যার মাধ্যমে ঘরে বসে অনেক কিছু সম্পর্কে জানতে পারে। সবাই যেন ঘরে বসে ভালো কিছু শিখতে পারে ,এজন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এবং বিভিন্ন প্রকার নিউজ দিয়ে থাকি। আজকে বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব ।

 

 

 

 

বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. রেজিস্টরের কাজ কী?

উত্তর : কারেন্ট প্রবাহে বাধা দান করা বা ভোল্টেজের ড্রপ ঘটানো।

২. স্থির মানের রেজিস্টর কাকে বলে?

উত্তর : যে রেজিস্টরের মান পরিবর্তন করা যায় না, তাকে স্থির মানের রেজিস্টর বলে।

৩. পরিবর্তনশীল রেজিস্টর কাকে বলে?

উত্তর : যে রেজিস্টরের মান পরিবর্তন করা যায়, তাকে পরিবর্তনশীল রেজিস্টর বলে।

৪. বিভব পার্থক্য কী?

উত্তর : কোনো পরিবাহীর দু’প্রান্তের বৈদ্যুতিক চাপের পার্থক্য।

আরো দেখুন

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভাইভা পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ

এসি কারেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

৫. রেজিস্টর কী?

উত্তর : কারেন্ট প্রবাহে বাধাদানকারী ডিভাইস।

৬. ক্যাপাসিটর অর্থ কী? একে ধারক বলা হয় কেন?

উত্তর : ক্যাপাসিটর অর্থ ধারক। এটি চার্জকে ধরে রাখতে বলে একে ধারক বলা হয়।

৭. ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর কাকে বলে?

উত্তর : যে সকল ক্যাপাসিটর পজেটিভ ও নেগেটিভ পোলারিটি যুক্ত এবং সে ক্যাপাসিটর তৈরিতে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় তাকে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বলে।

৮. নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর কাকে বলে?

উত্তর : যে সকল ক্যাপাসিটর পোলারাইজড নস এবং যাতে পজেটিভ ও নেগেটিভ পোলারিটি চিহ্নিত থাকে না, তাকে নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বলে।

৯. ক্যাপাসিট্যান্স কী?

উত্তর : ক্যাপাসিটরের চার্জ ধরে বা সঞ্চিত করে রাখার ক্ষমতা।

১০. ইলেকট্রোলাইটিক ও নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এর ব্যবহার লিখ?

উত্তর : ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এসি সাপ্লাই-এ ফিল্টারিং এর কাজে এবং নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর অডিও ফ্রিকুয়েন্সি অ্যামপ্লিফায়ার, পাওয়ার সাপ্লাই এবং টিভি সার্কিটে বহুল ব্যবহার হয়।

১১. ক্যাপাসিট্যান্সের একক কী?

উত্তর : ছোট একক মাইক্রোফ্যারাড এবং বড় একক ফ্যারাড।

১২. CRO কী?

উত্তর : ক্যাথোড রে অসিলোস্কোপের সংক্ষিপ্ত নাম CRO। যে ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে সিগনাল ওয়েভের আকৃতি দৃশ্যমান হয়, তাকে ক্যাথোড রে অসিলোস্কোপ বলে।

১৩. ইলেকট্রনিক ডিভাইস কাকে বলে?

উত্তর: যে সমস্ত ডিভাইসে কোন ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টর এর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহিত হয় তাদেরকে ইলেকট্রনিক ডিভাইস বলে।

১৪. আধুনিক পদ্ধতিতে 0.9Ω কে কিভাবে লেখা হয়?

উত্তর: OR9 লিখতে হয়।

১৫. রেজিস্ট্যান্স এর টলারেন্স বলতে কী বুঝায়?

উত্তর: রেজিস্টর তৈরি হওয়ার পর রেজিস্টরের মান নির্দিষ্ট মানের চেয়ে সব সময় কিছু কম বা বেশি হয়। মানের এই কম-বেশি হওয়াকে টলারেন্স দ্বারা প্রকাশ করা হয়।

১৬. ফাংশন জেনারেটর কাকে বলে?

উত্তর : যে ডিভাইস এর সাহায্যে পরিবর্তনশীল ফ্রিকুয়েন্সি বিশিষ্ট বিভিন্ন ধরনের ওয়েভ ফর্ম উৎপন্ন করা যায়, তাকে ফাংশন জেনারেটর বলে। ফাংশন জেনারেটরের মাধ্যমে সাইন ওয়েভ জেনারেটর ও স্কোয়ার ওয়েভ জেনারেটরের কাজ পাওয়া যায়।

১৭. আধুনিক পদ্ধতিতে 0.7Ω কীভাবে লিখতে হয়?

উত্তর: OR7 লিখতে হয়।

১৮. 2R5 রেজিস্টরের মান নির্বাচন কর?

উত্তর: 2R5 রেজিস্টরের মান 2.5Ω.

১৯. ইলেকট্রনিক কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন রেজিস্টর?

উত্তর: কার্বন কম্পোজিশন রেজিস্টর।

আরো দেখুন

ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির ক্ষেত্র সমূহ

ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

প্রসেসর কি,প্রসেসর বলতে কী বোঝায় ,প্রসেসর কিভাবে কাজ করে?

প্রসেসর কি,প্রসেসর বলতে কী বোঝায় ,প্রসেসর কিভাবে কাজ করে?। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *