প্রটোকল কি-প্রটোকল বলতে কী বুঝায় ?,প্রটোকল এর কাজ কি?। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই অনলাইনের মাধ্যমে কিছু শেখার জন্য চেষ্টা করে। বর্তমানে প্রায় সবার হাতেই একটা করে স্মার্টফোন রয়েছে,যার মাধ্যমে ঘরে বসে অনেক কিছু সম্পর্কে জানতে পারে। সবাই যেন ঘরে বসে ভালো কিছু শিখতে পারে ,এজন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এবং বিভিন্ন প্রকার নিউজ দিয়ে থাকি। আজকে প্রটোকল কি-প্রটোকল বলতে কী বুঝায় ?,প্রটোকল এর কাজ কি? এসব নিয়ে আলোচনা করব ।আন্তর্জাতিক রাজনীতি অনুসারে, প্রোটোকল বলতে কূটনৈতিক শিষ্টাচার এবং রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ককে বোঝায়।
প্রটোকল কি-প্রটোকল বলতে কী বুঝায়?,প্রটোকল এর কাজ কি?
প্রটোকল কি
প্রটোকল হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি ছাড়া একটি সফল কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যায় না। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে এক সাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান-প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করেন তারা আগে থেকেই ঠিক করে নেন, ঠিক কোন ভাষায়, কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রটোকল।
অন্যভাবে বলা যায়,
প্রোটোকল হচ্ছে একটি নিয়ম, যা কোনো কার্যকলাপ (বিশেষত, কূটনৈতিক ক্ষেত্রে) কিভাবে সম্পাদন করতে হবে সেটি বর্ণনা করে। কূটনৈতিক সেবাসমূহ এবং উদ্যোগী প্রোটোকলে সরকারি ক্ষেত্রসমূহ হলো সাধারণত অলিখিত নির্দেশনা। প্রোটোকলগুলো রাষ্ট্র এবং কূটনীতির সঠিক এবং সাধারণত গৃহীত আচরণগুলো উল্লেখ করে। যেমন: কোনো রাষ্ট্রের প্রধানকে যথাযথ সম্মান প্রদান, কূটনীতিকদের আদালতে স্বীকৃতির কালানুক্রম অনুযায়ী বিন্যস্ত করা এবং আরো অনেক কিছু। প্রোটোকল (কূটনীতি) এর একটি সংজ্ঞা হলো:
প্রোটোকলকে সাধারণত আন্তর্জাতিক সৌজন্যবোধের নিয়ম-কানুনের সমষ্টি হিসেবে ব্যাখ্যা করা যায়। এই সুপ্রতিষ্ঠিত এবং অনেক আগে থেকে সম্মানের সাথে দেখা নিয়ম-কানুনগুলো মানুষ এবং জাতিসমূহের একসাথে বসবাস এবং কাজ করা সহজ করে দিয়েছে। উপস্থিত সকলের শ্রেণিবিন্যাসিক অবস্থানের স্বীকৃতি সর্বদাই প্রোটোকলের একটি অংশ ছিল।
প্রটোকল ছাড়া আমরা নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবোনা। এইজন্য প্রটোকল কে ডিজিটাল ল্যাংগুয়েজ ও বলা হয়।
প্রটোকল কাকে বলে?
ডিজিটাল কমিউনিকেশন এর জন্য একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিকেশন করবার জন্য, যার মাধ্যমে সমস্ত নিয়মকানুন পালন করে নির্দিষ্ট কাজটি সম্পন্ন করা হয়, তাকে প্রটোকল বলে।
প্রটোকল বলতে কি বুঝায়
আমরা রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন ধরনের নিয়ম অনুসরণ করে চলি। ঠিক তেমনই প্রটোকল নির্দিষ্ট নেটওয়ার্ক কখন ও কিভাবে ব্যবহার করা হবে, সেই নিয়মগুলি নিয়ন্ত্রণ করে। প্রটোকল কি-প্রটোকল বলতে কী বুঝায় ।
ইন্টারনেট সার্ভিস ও প্রটোকলের পার্থক্য কি?
ইন্টারনেট সার্ভিস হচ্ছে অনেকগুলো অপারেশন এর সমষ্টি, যা একটি লেয়ার তার পরবর্তী লেয়ার এ প্রেরণ করে। এ প্রক্রিয়ায় একজন ব্যবহারকারী এর প্রতিনিধি হিসেবে কী কাজ প্রস্তুত করছে তা নির্ণয় করে। তবে কাজগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পাদন করে না।
অন্যদিকে প্রটোকল হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি যা দুটি পর্যায়ের মধ্যে অর্থাৎ কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদান করে। প্রটোকল ইন্টারনেটের বাস্তবায়ন প্রক্রিয়া বলে দেয়।
প্রটোকল কি-প্রটোকল বলতে কী বুঝায়
প্রটোকল এর কাজ কি?
নেটওয়ার্কের মাধ্যমে একটি কম্পিউটার এর সাথে অন্য কম্পিউটারের কিভাবে যোগাযোগ তৈরি করা যাবে সেটি নির্ণয় করা।
এবং কোন নির্দিষ্ট ফাইল পাঠানোর সময় কোন নিয়মে, অন্য ডিভাইসে পাঠানো হবে এবং কোন পদ্ধতিতে অন্য ডিভাইস থেকে কোন জিনিস নেওয়া যাবে সেটি নির্ধারণ করে দেওয়া।
প্রটোকল কত প্রকার ও কি কি?
কাজের ভিত্তিতে প্রটোকলকে ৫ ভাগে ভাগ করা হয়। এ সমস্ত প্রোটোকল গুলি সম্পর্কে নিজের বিস্তারিত দেওয়া হল।
১. Internet Protocol (IP)
২. TCP (Transmission Control Protocol)
৩. POP (Post Office Protocol)
৪. SMTP (Simple Mail Transfer Protocol)
৫. FTP (File Transfer Protocol)
Internet Protocol (IP) :এই ধরনের প্রটোকল সম্পর্কে মোটামুটি সবাই জানে। আমরা যে ধরনের ইন্টারনেট ব্যবহার করি সেই ইন্টারনেট এর সমস্ত নিয়মকানুন এই ধরনের প্রটোকল নির্ধারণ করে থাকে। কোন নির্দিষ্ট ডাটাকে অন্য ডিভাইসে পাঠানোর সময় সেই ডাটাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর কাজটি করে ইন্টারনেট প্রটোকল।প্রটোকল কি-প্রটোকল বলতে কী বুঝায়
TCP (Transmission Control Protocol): এই ধরনের প্রটোকল গুলিকে ইন্টারনেট প্রটোকল এর সাথেই ব্যবহার করা হয়। এই ধরনের প্রটোকল ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভার কম্পিউটার পর্যন্ত এবং সার্ভার কম্পিউটার থেকে ক্লায়েন্ট কম্পিউটার পর্যন্ত Response Flow গুলিকে কন্ট্রোল করে।
POP (Post Office Protocol): নির্দিষ্ট কম্পিউটারে ইমেইল Receive করবার জন্য এই ধরনের প্রটোকল ব্যবহার করা হয়। এর জন্য এই প্রটোকল এর নাম পোস্ট অফিস প্রটোকল রাখা হয়েছে।
SMTP (Simple Mail Transfer Protocol): TCP/IP এর মাধ্যমে কোন ধরনের Mail রিসিভ করা এবং পাঠানোর জন্য SMTP এর ব্যবহার করা হয়।
FTP (File Transfer Protocol): একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার জন্য ফাইল ট্রান্সফার প্রোটোকল এর ব্যবহার করা হয়।
প্রথমে ওয়েবসাইট ম্যানেজার নির্দিষ্ট ওয়েব সার্ভার বা ওয়েব হোস্টিংয়ে, নির্দিষ্ট ফাইলটি আপলোড করে। এবং কোন ইউজার সেই সাইটের মাধ্যমে ফাইলটি ডাউনলোড করে। এবং নির্দিষ্ট ফাইলটি ডাউনলোড করবার জন্য FTP, ইউজারকে ফাইল ডাউনলোড করার অনুমতি দেয়।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।