Home / প্রযুক্তি / আইপি অ্যাড্রেস কি,আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি কি?

আইপি অ্যাড্রেস কি,আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি কি?

আইপি অ্যাড্রেস কি,আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি কি?। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই অনলাইনের মাধ্যমে কিছু শেখার জন্য চেষ্টা করে। বর্তমানে প্রায় সবার হাতেই একটা করে স্মার্টফোন রয়েছে,যার মাধ্যমে ঘরে বসে অনেক কিছু সম্পর্কে জানতে পারে। সবাই যেন ঘরে বসে ভালো কিছু শিখতে পারে ,এজন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এবং বিভিন্ন প্রকার নিউজ দিয়ে থাকি। আজকে আইপি অ্যাড্রেস কি,আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি কি? এসব নিয়ে আলোচনা করব ।

 

 

 

 

আইপি অ্যাড্রেস কি,আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি কি?

ইন্টারনেট প্রটোকল ঠিকানা ( আইপি ঠিকানা) হল একটি সংখ্যাগত লেবেল যা কোন কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কৌশল বা যন্ত্রের জন্য নির্ধারিত যেখানে নেটওয়ার্কের নোড গুলো যোগাযোগের জন্য ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে । ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেসের প্রধান কাজ মুলত দুটি: হোস্ট অথবা নেটওয়ার্ক ইন্টারফেস শনাক্ত করা এবং অবস্থান খুজে বের করা।

আইপি এড্রেস কি

কোন নির্দিষ্ট জায়গায় কোন পণ্য পৌঁছানোর জন্য, সেই নির্দিষ্ট জায়গার এড্রেসটি জানার প্রয়োজন হয়। যেখানে ব্যক্তির নাম গুরুত্ব না থাকলেও তার এড্রেসটি গুরুত্ব বহন করে। ঠিক তেমনি, একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে নেটওয়ার্ক তৈরি করার জন্য এবং ইন্টারনেট থেকে ডাটা অ্যাকসেস করার জন্য, মোবাইলের শুধু নাম জানলেই হয় না। প্রত্যেকটি ডিভাইসকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করার জন্য তাদের আইপি অ্যাড্রেস এর প্রয়োজন হয়।

আইপি অ্যাড্রেস ছাড়া একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসের নেটওয়ার্কের কানেকশন করা সম্ভব নয়। এই জন্য মোবাইলে ওয়াইফাই ব্যবহার করার সময়, নির্দিষ্ট ব্রাউজারের কোন কিছু সার্চ করে ইন্টারনেটে প্রবেশ করার পর, সার্ভার নির্দিষ্ট আইপি এড্রেসটি কোথায় আছে এটি দেখার চেষ্টা করে এবং রাউটার নির্দিষ্ট ডিভাইস টি কোথায় আছে সেটি নির্ণয় করে, সার্ভার এর কাছে রিকোয়েস্ট পাঠায়।

বিনা রাউটার ব্যবহার করে যখন আমরা মোবাইল সিম কার্ডের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করি তখন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, রাউটারের কাজটি করে থাকে।সুতরাং নেটওয়ার্ক তৈরি করার জন্য সার্ভার এবং আইপি অ্যাড্রেস এর যোগাযোগ তৈরি হওয়া একান্ত জরুরী। আইপি অ্যাড্রেস কতকটা এই রকম দেখতে হয় – 172.16.254.1।

আইপি অ্যাড্রেস কাকে বলে

আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রটোকল । ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে এ ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস।

একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা পাঠানোর সময় বা সার্ভার থেকে ডাটা নেওয়ার সময়, ডিভাইসের নির্দিষ্ট এড্রেসটি Locate করার প্রয়োজন হয়। আইপি এড্রেস এর সাহায্যেই পার্টিকুলার ডিভাইস টি খুঁজে বের করা হয়।

আইপি অ্যাড্রেস এর কাজ

তথ্য আদান প্রদানে সাধারানত IP Address ব্যবহৃত হয়ে থাকে। আইপি অ্যাড্রেসের সাহায্যে নেটওয়ার্কভুক্ত লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে সনাক্ত করা সম্ভব হয়। সাধারণ ব্যবহারকারীগণ ইপি এড্রেস এর মাধ্যমে তথ্যবলি গ্রহণ ও প্রেরণ করে থাকেন। আইপি অ্যাড্রেসকে বিভিন্ন ক্যারেক্টারের সাহায্যে চিহ্নিত করা যায়। ক্যারেক্টার ফর্মে আইপি অ্যাড্রেসের নামকে ডোমেইন নেম বলে।

আইপি অ্যাড্রেস ব্যবহার করার কারন

ইন্টারনেট প্রটোকল হল একটি সাংখ্যিক লেবেল যা একটি কম্পিউটার নেটওয়ার্ক থেকে সংযুক্ত প্রতিটি ডিভাইসের জন্য নির্ধারিত হয়। Network এর মাধ্যমে যোগাযোগ করার জন্য Internet Protocol (IP) Address ব্যবহৃত হয়। আরো সংক্ষেপে বলা যায় একটি IP Address হল একটি Network এর Node বা Host সংযোগ এর Logical Identifier. IP network এ প্রতিটি Host কে একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে নির্দেশ করা হয় আর এই নাম্বারই হচ্ছে IP (Internet Protocol). IP 32 Bit এর হয়ে থাকে, যাকে ৮ Bit করে ৪ ভাগে ভাগ করা হয়।

আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি কি

আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়,যথা:

১. প্রাইভেট আইপি অ্যাড্রেস

২. পাবলিক আইপি অ্যাড্রেস

প্রাইভেট আইপি অ্যাড্রেস: যখন মোবাইল কম্পিউটারের মত ডিভাইসগুলি রাউটারের মত ডিভাইসের সাথে কেবল বা ওয়ারলেস ভাবে সংযুক্ত হয় তখন থেকে প্রাইভেট আইপি এড্রেস বলে।

যেহেতু এই ধরণের আইপি অ্যাড্রেস গুলি প্রাইভেট কোন মডেম এবং ডিভাইসের সাথে কানেকশন তৈরি করে, তাই এই ধরনের আইপি অ্যাড্রেস গুলি ব্যক্তিগত বা প্রাইভেট হয়।

পাবলিক আইপি অ্যাড্রেস : পাবলিক আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়ে থাকে।

১. স্ট্যাটিক আইপি এড্রেস

২. ডাইনামিক আইপি অ্যাড্রেস।

স্ট্যাটিক আইপি অ্যাড্রেস: যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি দ্বারা, ডিভাইসের আইপি অ্যাড্রেসকে কোন সার্ভার অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়, তখন তাকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বলে। এই সকল আইপি অ্যাড্রেস গুলি বদলানো যায় না। কোন ওয়েবসাইট বা ডিএনএস সার্ভার এর আইপি অ্যাড্রেস হলো স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এর উদাহরণ।

 ডাইনামিক আইপি অ্যাড্রেস: যখন কোন কম্পিউটারের আইপি অ্যাড্রেস ইন্টারনেট কানেক্টেড হওয়ার সময়, অটোমেটিক বদলে যায় তখন সেটিকে ডায়নামিক আইপি এড্রেস বলে। অনেক সময় দুটি ডিভাইস কে একত্রে কানেক্ট করলে দুটি ডিভাইসের আইপি অ্যাড্রেস কানেক্ট হয় এবং ইন্টারনেট সংযোগ করলে সেই আইপি এড্রেসটি বদলে যায়। এই ধরনের আইপি অ্যাড্রেস গুলি ডায়নামিক আইপি অ্যাড্রেস এর মধ্যে পড়ে।

আইপি অ্যাড্রেস এর বিভিন্ন ক্লাস

নির্দিষ্ট আইপি অ্যাড্রেস এর কাজ এবং গঠনের ভিত্তিতে এটিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এইজন্য এগুলিকে আলাদা আলাদা ক্লাসে বিভক্ত করা হয়।

Class A: এই ধরনের আইপি অ্যাড্রেস এর Range 1.0.0 1 থেকে 120.134.254.255 পর্যন্ত হয়।

Class B: 128.1.0.1 থেকে 191.255.255.254 পর্যন্ত হয়।

Class C: 193.0.1.1 থেকে 223.255.254.254 পর্যন্ত।

Class D: 229.0.0.0 থেকে 239.255.255.255 পর্যন্ত হয়ে থাকে।

Class E: 240.0.0.1 থেকে 254.255.255.254 পর্যন্ত হয়।

আইপি অ্যাড্রেস এর ভার্সন

আইপি অ্যাড্রেস অন দুটি ভার্সন রয়েছে একটি হলো পুরনো এবং একটি নতুন।

১. IPV4

২. IPV6

IPV4: এ ধরনের আইপি অ্যাড্রেস 32 Bit এর হয়ে থাকে। এবং এটিকে কতটা এরকম দেখতে 172.16.254.1 হয়। এখানে প্রত্যেকটি ঘরের রেঞ্জ 0 থেকে 255 পর্যন্ত হয়ে থাকে। এবং প্রত্যেকটি ভাগ 8 Bit এর হয়।

IPV6: বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে আই পি এড্রেস ভার্সন পরিবর্তন করা হয়েছে। এবং পুরনো ভার্সন টিকে IPV6 দ্বারা আপগ্রেড করা হয়। IPV6 আইপি অ্যাড্রেস 128 Bit এর হয়ে থাকে। এই ধরনের আইপি অ্যাড্রেস এর সংখ্যা, IPV4 এর তুলনায় বেশি হয়।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

সার্ভার কি ? সার্ভার কিভাবে কাজ করে ?

সার্ভার কি ? সার্ভার কিভাবে কাজ করে ?

সার্ভার কি ? সার্ভার কিভাবে কাজ করে ? উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *