Breaking News
Home / চাকরী / নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২২-বি ডিইও ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীতে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল, সাপ্লাই ও শিক্ষা শাখায় লোকবল নিয়োগ দেওয়া হবে।

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

তিনটি শাখায় বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে তিনটি শাখার নাম নিচে দেওয়া হল

* ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)

* সাপ্লাই শাখা (পুরুষ ও মহিলা)

* শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা)

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিজিপিএ–৩। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৪.৫০। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বয়স: ১ জুলাই ২০২২ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর।

নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব–লেফটেন্যান্ট’ পদে স্বল্পমেয়াদি/স্থায়ী কমিশন প্রদান করা হবে।

সাপ্লাই শাখা (পুরুষ ও মহিলা)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে সম্মান বা বিবিএ, সিজিপিএ–৩। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৪.৫০। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বয়স: ১ জুলাই ২০২২ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর।

নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব–লেফটেন্যান্ট পদে’ স্বল্পমেয়াদি কমিশনে পাঁচ বছরের জন্য কমিশন দেওয়া হবে। পরে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী নিয়োগ দেওয়া হবে।

শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত,বাংলা, ইংরেজি, রসায়ন ,পদার্থ,  ও মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ও মাস্টার্স। সিজিপিএ–৩। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ন্যূনতম জিপিএ–৪। প্রার্থী বিবাহিত/অবিবাহিত।

বয়স: ১ জুলাই ২০২২ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।

নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে ‘অ্যাক্টিং ইনস্ট্রাক্টর সাব–লেফটেন্যান্ট পদে’ স্বল্পমেয়াদি কমিশনে পাঁচ বছরের জন্য কমিশন দেওয়া হবে কমিশন্ড অফিসার হিসেবে । পরে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী নিয়োগ দেওয়া হবে।

বেতন ও ভাতা

সরকার নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।

আবেদন করার নিয়ম

অনলাইনে এ ওয়েবসাইটের  মাধ্যমে আবেদন করতে হবে।

ওয়েবসাইটের লিংক: https://joinnavy.navy.mil.bd

আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর, ২০২১।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

নৌবাহিনীতে-কমিশন্ড-অফিসার-পদে-চাকরির-নিয়োগ-বিজ্ঞপ্তি-প্রকাশ২

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

পরিকল্পনা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পরিকল্পনা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পরিকল্পনা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট plandiv.portal.gov.bd//এ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *