Breaking News
Home / চাকরী / বুয়েটে ২৩ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বুয়েটে ২৩ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বুয়েটে ২৩ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শূণ্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ১৫টি বিভাগে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। পদগুলোর জন্য আবেদন করা যাবে ৫ অক্টোবর পর্যন্ত।

বুয়েটে ২৩ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের বিবরণ ও বেতন স্কেল

১ / ছাত্রকল্যাণ পরিদপ্তর

চিফ মেডিকেল অফিসার: ১ জন

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা

ফিজিক্যাল ইন্সট্রাক্টর: ১ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

 ইমাম: ১ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

২/রেজিস্ট্রার অফিস

ডেপুটি রেজিস্ট্রার: ১ জন

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ টাকা

লিগ্যাল অ্যাডভাইজার/সহকারী রেজিস্ট্রার: ১ জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার: ১ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

৩/আইটিএন সেন্টার

রিসার্চ অফিসার (টেকনিক্যাল/রিসার্চ): ১ জন

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ টাকা

রিসার্চ অফিসার: ১ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

৪/কেমিকৌশল বিভাগ

এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার: ১ জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

৫/ গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার: ১ জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

৬/ কেন্দ্রীয় লাইব্রেরি

প্রোগ্রামার: ১ জন

বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা

৭/ দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট

প্রোগ্রামার: ১ জন

বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা

সহকারী প্রোগ্রামার: ১ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

৮/ ভাইস চ্যান্সেলর অফিস

সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন): ১ জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

৯/ পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তর

সহকারী পরিচালক (পরিকল্পনা): ১ জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

১০/ যন্ত্রকৌশল বিভাগ

ইন্সট্রাক্টর ইন ড্রাফটিং (এমই): ১ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

১১/ প্রকৌশল অফিস

প্রশাসনিক অফিসার: ১ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

১২/ বুয়েট-জিডপাস

সহকারী প্রোগ্রামার: ১ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

১৩/ ডিএইআরএস অফিস

প্রশাসনিক অফিসার: ১ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার: ২ জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

১৪/ তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ

সহকারী টেকনিক্যাল অফিসার: ১ জন

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

১৫/ পানিসম্পদ কৌশল বিভাগ

সহকারী টেকনিক্যাল অফিসার (ড্রাফটিং): ১ জন

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, ও অভিজ্ঞতার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম

আবেদনের জন্য নির্ধারিত ফরম বুয়েটের ওয়েবসাইট  থেকে ডাউনলোড করতে হবে। আবেদন ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও যোগদানের তারিখ উল্লেখ করে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

ওয়েবসাইটের লিংক: regoffice.buet.ac.bd

আবেদনের শেষ তারিখ:৫ অক্টোবর

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

বুয়েটে-২৩-জনের-চাকরির-নিয়োগ-বিজ্ঞপ্তি-প্রকা

বুয়েটে-২৩-জনের-চাকরির-নিয়োগ-বিজ্ঞপ্তি-প্রকা

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

পরিকল্পনা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পরিকল্পনা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পরিকল্পনা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট plandiv.portal.gov.bd//এ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *