ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট । Farid pure Polytechnic Institute বাংলাদেশের অন্যতম পুরাতন এবং সমৃদ্ধ পলিটেকনিক প্রতিষ্ঠান । এটি একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। এটি ফরিদপুরের প্রথম ও বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম প্রকৌশল ডিপ্লোমা কলেজ ।প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন ইঞ্জিঃ মোঃ আক্তারউজ্জামান। প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ২ হাজার শিক্ষার্থী নিয়ে ৬ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট । Farid pure Polytechnic Institute
নীতিবাক্যঃ | জ্ঞানের তরে এসো, সমৃদ্ধির তরে বেরিয়ে যাও। |
ধরনঃ | সরকারি |
স্থাপিতঃ | ১৯৬৩ইং |
অধ্যক্ষঃ | ইঞ্জিঃমোঃ আক্তারউজ্জামান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | ৬০জনের উপরে |
শিক্ষার্থীঃ | ২৩৮১ জন |
স্নাতকঃ | |
অবস্থানঃ | বায়তুল আমান, ফরিদপুর, বাংলাদেশ, ফরিদপুর, বাংলাদেশ ২৩.৫৯৫৩৮৪° উত্তর ৮৯.৮৬২১৭২° পূর্ব |
শিক্ষাঙ্গনঃ | শহুরে , |
রঙসমূহঃ | সাদা |
মাসকটঃ | Industrial Building |
ওয়েবসাইটঃ | www.faridpurpolytechnic.gov |
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইতিহাস
১৯৬৩ সালে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটটি প্রতিষ্ঠিত হয়। এর নাম ছিল ফরিদপুর টেকনিক্যাল ইন্সটিটিউট।এর নাম পরিবর্তন করে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট রাখা হয় ১৯৬৭ সালে ।
আরো দেখুন
পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট। Pabna Polytechnic Institute
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থান
ফরিদপুরের অদূরে বায়তুল আমানে অবস্থিত ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট । এর বিপরীতে রাজেন্দ্র কলেজ (অনার্স শাখা) অবস্থিত।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
ফরিদপুর পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- Farid pure Polytechnic Institute
- Contact : 88-0631-63598
- Email :principal.fpi@gmail.com
- Fax:88-0631-63598
- Website :www.faridpurpolytechnic.gov
ফরিদপুর পলিটেকনিক ক্যাম্পাস
মূল ক্যাম্পাসে তিনতলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন,লাইব্রেরী, প্রশাসনিক ভবন , আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বড় বড় ওয়ার্কশপ ভবন, বিভিন্ন বিভাগের আলাদা ভবন এবং ল্যাবরেটরী এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম, ছাত্র মিলনায়তন ইত্যাদি।

একাডেমিক ভবন
ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৬ টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- পাওয়ার ইঞ্জিনিয়ারিং
- রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- সিভিল ইঞ্জিনিয়ারিং
কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
আরো দেখুন
হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। Habiganj Polytechnic Institute
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
ক্লাসের সময়সূচী
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্র সংগঠন
- ক্রিয়া সংগঠন।
- রোভার স্কাউট।
রাজনৈতিক সংগঠন
- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রাবাস
ক্যাম্পাসে দুরবর্তী এলাকার শিক্ষার্থীদের থাকার সুবিধার জন্য ৩ টি আবাসিক হল রয়েছে।এর মধ্যে ২টি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস।
- কবি আলাওল ছাত্রাবাস
- শহীদ তিতুমীর ছাত্রাবাস
- মহিলা ছাত্রাবাস
এবং শিক্ষক এবং কর্মচারিদের জন্য কোয়ার্টার রয়েছে ।
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট কর্মশালা
এখানে বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা কর্মশালা রয়েছে যেমন :রেফ্রিজারেশনিং ও এয়ারকন্ডিশনিং ,রেফ্রিজারেশন ল্যাব,ইলেকট্রিক্যাল ওয়্যারিং শপ,ইলেকট্রিক্যাল মেশিন শপ,ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ল্যাব,অডিও ভিজ্যুয়াল ল্যাব,সার্ভে ল্যাব,লুব্রিক্যান্ট অ্যান্ড ফ্লুইড ল্যাব,সিভিল ম্যাশিনারি অ্যান্ড ম্যাশন শপ,হাইড্রোলিক্স ল্যাব ইত্যাদি।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।