Breaking News
Home / পলিটেকনিক / শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট । Shyamoli Ideal Polytechnic Institute

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট । Shyamoli Ideal Polytechnic Institute

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট । Shyamoli Ideal Polytechnic Institute , এটি বাংলাদেশের প্রথম সারির একটি পলিটেকনিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন প্রিন্সিপাল এম এ সাত্তার। এর ঢাকা, চট্টগ্রাম, রংপুর, লক্ষ্মীপুরে চারটি ক্যাম্পাস রয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে রয়েছে ১০ হাজারের আধিক শিক্ষার্থী এবং তাদের শিক্ষাদানের জন্য রয়েছে তিনশোর অধিক শিক্ষক এবং স্টাফ।। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে আছেন এম এ সাত্তার ।প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৪ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট । Shyamoli Ideal Polytechnic Institute

নীতিবাক্যঃ “শিক্ষা ও প্রযুক্তির জন্য এসো, শান্তি ও প্রযুক্তির জন্য এগিয়ে যাও !
ধরনঃ বেসরকারি
স্থাপিতঃ
১৯৭৯ইং
অধ্যক্ষ: এম.এ. সাত্তার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ: ৩২০
শিক্ষার্থীঃ ১০,০০০+
স্নাতকঃ
অবস্থানঃ  ঢাকা
চট্টগ্রাম ,রংপুর
লক্ষীপুর, বাংলাদেশ
২২.৩৬৮৩৬° উত্তর ৯১.৮২৯৪৫° পূর্ব
শিক্ষাঙ্গনঃ শহুরে ,
রঙসমূহঃ বাদামী, কালো এবং সাদা
মাসকটঃ Industrial Building
ওয়েবসাইটঃ sipi.edu.bd

 

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস

১৯৭৯ সালে এম. এ. সাত্তার প্রতিষ্ঠান করেছিলেন। এম. এ. সাত্তার কিছু শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলেন। যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট হিসাবে পরিচিত। যেখানে আজ হাজার হাজার শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স করছে। বর্তমানে প্রতিষ্ঠানের ৪ টি জেলায় ৪ টি ক্যাম্পাস রয়েছে।

আরো দেখুন

ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট। National Polytechnic Institute

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর মধ্যে চারটি ক্যাম্পাস রয়েছে।

* শ্যামলী আইডিয়াল টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর

* শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা

* শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম

* শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ, লক্ষ্মীপুর

শ্যামলী আইডিয়াল টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট -এর চট্টগ্রাম ক্যাম্পাস বন্দরনগরীর মুরাদপুরে বহুতল ভবনে অবস্থিত। এই ক্যাম্পাসে নিম্নলিখিত টেকনোলজিগুলোতে ৪ বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে-

  • আর্কিটেকচার টেকনোলজি
  • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • গার্মেন্ট ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
  • মেরিন ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

অবস্থান

২২৫/এ, চৌধূরী সেন্টার (ফরেস্ট গেট সংলগ্ন), মুরাদপুর, চট্টগ্রাম

যোগাযোগের ঠিকানা

২২৫/এ, চৌধূরী সেন্টার (ফরেস্ট গেট সংলগ্ন), মুরাদপুর, চট্টগ্রাম।
ফোনঃ ০৩১-৬৫১৭৩৯, ০১৮১৮৮৩৭০৩৫, ০১৮১৯০৬৭২০০

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট -এর ঢাকা ক্যাম্পাস মহানগরীর মোহাম্মদপুরে নিজস্ব একাধিক বহুতল ভবনে অবস্থিত। এই ক্যাম্পাসে নিম্নলিখিত টেকনোলজিগুলোতে ৪ বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে-

  • আর্কিটেকচার টেকনোলজি
  • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • রেফ্রিজারেশন/এসি ইঞ্জিনিয়ারিং
  • গার্মেন্ট ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • গ্রাফিক্স ডিজাইন টেকনোলজি
  • মেরিন ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

 

যোগাযোগের ঠিকানা

 অবস্থান

১৬/সি-ডি, নুরজাহান রোড (সাত মসজিদ সুপার মার্কেট সংলগ্ন), বাঁশবাড়ী, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।

বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন

যোগাযোগ ব্যবস্থা

ফোনঃ 02-9133453, 01711529418, 01754978173, 01712634871,
Email: sipi_ac@yahoo.com,
website: www.sipi.edu.bd

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট -এর চট্টগ্রাম ক্যাম্পাস বন্দরনগরীর মুরাদপুরে বহুতল ভবনে অবস্থিত। এই ক্যাম্পাসে নিম্নলিখিত টেকনোলজিগুলোতে ৪ বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে-

  • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • আর্কিটেকচার টেকনোলজি
  • গার্মেন্ট ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
  • মেরিন ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং

যোগাযোগের ঠিকানা

২২৫/এ, চৌধূরী সেন্টার (ফরেস্ট গেট সংলগ্ন), মুরাদপুর, চট্টগ্রাম।
ফোনঃ ০৩১-৬৫১৭৩৯, ০১৮১৮৮৩৭০৩৫, ০১৮১৯০৬৭২০০

শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ, লক্ষ্মীপুর

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট -এর লক্ষ্মীপুর ক্যাম্পাস জেলা সদরে বহুতল ভবনে অবস্থিত। এই ক্যাম্পাসে নিম্নলিখিত টেকনোলজিগুলোতে ৪ বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে-

  • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • গার্মেন্ট ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং

অবস্থান

আইডিয়াল ভবন (ঝুমুর হল সংলগ্ন), লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।

যোগাযোগের ঠিকানা

আইডিয়াল ভবন (ঝুমুর হল সংলগ্ন), লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
ফোনঃ ০৩৮১-৫৫২৫৬, ০১৭১৬৪৯৪৩১৬, ০১৭১৬৬২৬১৩৬

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট । Shyamoli Ideal Polytechnic Institute

আরো দেখুন

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট । Bangladesh Sweden Polytechnic Institute

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ছাত্রাবাস

প্রতিষ্ঠানটির মোট ছয়টি নিজস্ব ছাত্রাবাস ভবন রয়েছে। এর মধ্যে ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক পৃথক ভবন আছে। প্রতিটি ছাত্রাবাস ভবন চারতলা বিশিষ্ট। ছাত্রদের হলে রয়েছে ক্যান্টিন এবং কমন রুম। হোস্টেলগুলোর প্রতিটি ঘরে এটাচড বাথরুম এবং শিক্ষার্থীদের থাকার জন্য পর্যাপ্ত সংখ্যক আসবাব রয়েছে। ডাইনিং সিস্টেমটি সাধারণত শিক্ষার্থীরা দেখাশুনা করে এবং প্রতিষ্ঠানটি এতে হস্তক্ষেপ করে না। অফিস থেকে কুক এবং ক্যান্টিন বয় সরবরাহ করা হয় এবং শিক্ষার্থীদের এই বাবদ কোন চার্জ দিতে হয় না।

সুবিধাসমূহ

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট  এবং কর্মীদের জন্য এটি একটি সমৃদ্ধ পরিবহন ব্যবস্থা রয়েছে যা বেশ কিছু এলাকায় সেবা দিতে সক্ষম । প্রতিষ্ঠানটির রয়েছে শিক্ষার্থীদের জন্য তেরটি বাস এবং শিক্ষার্থী ও কর্মীদের জন্য পাঁচটি মাইক্রোবাস।

ল্যাব এবং ওয়াকসপ

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন টেকনোলজির ব্যাবহারিক ক্লাসের জন্য রয়েছে বেশ কিছু আধুনিক ল্যাব এবং ওয়ার্কশপ। এর মধ্যে কয়েকটি হল-

* টেক্সটাইল ল্যাব

* অটোমোবাইল ল্যাব

* টেকনিক্যাল ল্যাব

* টেলিকমিউনিকেশন ল্যাব

* কেমিস্ট্রি ল্যাব

* মেকানিক্যাল ল্যাব

* কম্পিউটার ল্যাব

* ফিজিক্স ল্যাব

* মেরিন ল্যাব

* শিপ বিল্ডিং ল্যাব

* ইলেকট্রনিক ল্যাব

* বেসিক ওয়ার্কশপ

* গার্মেন্টস এন্ড প্যাটার্ন মেকিং ল্যাব

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ছাত্রাবাস

প্রতিষ্ঠানটির মোট ছয়টি নিজস্ব ছাত্রাবাস ভবন রয়েছে। এর মধ্যে ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক পৃথক ভবন আছে। প্রতিটি ছাত্রাবাস ভবন চারতলা বিশিষ্ট। ছাত্রদের হলে রয়েছে ক্যান্টিন এবং কমন রুম। হোস্টেলগুলোর প্রতিটি ঘরে এটাচড বাথরুম এবং শিক্ষার্থীদের থাকার জন্য পর্যাপ্ত সংখ্যক আসবাব রয়েছে। ডাইনিং সিস্টেমটি সাধারণত শিক্ষার্থীরা দেখাশুনা করে এবং প্রতিষ্ঠানটি এতে হস্তক্ষেপ করে না। অফিস থেকে কুক এবং ক্যান্টিন বয় সরবরাহ করা হয় এবং শিক্ষার্থীদের এই বাবদ কোন চার্জ দিতে হয় না।

কোর্সের সময়সীমা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।

এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

ভর্তি যোগ্যতা

বাংলাদেশ কারিগরি বোর্ডের নীতিমালা অনুসারে যেকোন বিভাগ থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে উক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ২.৫০ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৬ প্রবিধান অনুযায়ী সরাসরি যেকোন বিভাগে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে।

শিক্ষা ব্যবস্থা

এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

ক্লাসের সময়সূচী

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

ইলেকট্রিক্যাল-ইঞ্জিনিয়ারদের-জন্য-কিছু-গুরুত্বপূর্ণ-প্রশ্ন-ও-উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *