গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট । Gopalganj Polytechnic Institute,বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ পলিটেকনিক প্রতিষ্ঠান। এটি একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন মহানন্দ মজুমদার। প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৬ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট । Gopalganj Polytechnic Institute
নীতিবাক্যঃ | প্রযুক্তিই প্রগতি। |
ধরনঃ | সরকারি |
স্থাপিতঃ | ২০০১ |
অধ্যক্ষঃ | মহানন্দ মজুমদার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | |
শিক্ষার্থীঃ | ১৫০০+ |
স্নাতকঃ | |
অবস্থানঃ | গোপালগঞ্জ জেলা, বাংলাদেশ ২৩.০৭৪১১৫° উত্তর ৮৯.৭৫৯৮৪৫° পূর্ব |
শিক্ষাঙ্গনঃ | আধা শহুরে |
রঙসমূহঃ | সাদা |
মাসকটঃ | Industrial Building |
ওয়েবসাইটঃ | www.gopalganjpoly.gov.bd |
গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে অতি সুনামের সাথে পাঠদান করে আসছে।
গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থান
প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জিরো পয়েন্ট থেকে ১৩ কিলোমিটার দূরে চন্দ্রদিঘলিয়ায় অবস্থিত।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
গোপালগঞ্জ পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
- গোপালগঞ্জ জেলা, বাংলাদেশ
- Contact : 1.555.555.555
- Email : info@yourdomain.com
- Website : www.gopalganjpoly.gov.bd
আরো দেখুন
গ্রাফিক আর্টস ইন্সটিটিউট । Graphic Arts Institute
ডিপ্লোমা কোর্সসমূহ এবং আসনসংখ্যা
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৪ টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- কম্পিউটার টেকনোলজি
- ইলেকট্রনিক্স টেকনোলজি
- যন্ত্র টেকনোলজি
- খাদ্য টেকনোলজি
- রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং টেকনোলজি
- ইলেকট্রিক্যাল টেকনোলজি
ক্যাম্পাস সমূহ
মূল ক্যাম্পাসে দক্ষিণ পাশে রয়েছে পাঁচতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, উত্তর পাশে চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও পূর্ব ও পশ্চিমে দুটি দুইতলা বিশিষ্ট ভবন রয়েছে।

কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
আরো দেখুন
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট । Sylhet Polytechnic Institute (SPI)
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
ক্লাসের সময়সূচী
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট -এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্র সংগঠন
- ক্রিয়া সংগঠন।
- রোভার স্কাউট।
রাজনৈতিক সংগঠন
- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।
One comment
Pingback: কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট । Kishoreganj Polytechnic Institute -