ফেনী কম্পিউটার ইনস্টিটিউট । Feni Computer Institute(FCI) ,বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ পলিটেকনিক প্রতিষ্ঠান। এটি একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটির প্রিন্সিপল হিসেবে দায়িত্বে আছেন সাবেক-মোঃ রিহান উদ্দিন। বর্তমান- প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ।এই প্রতিষ্ঠানে ডাটা টেলিকমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি (ডি টি এন টি), কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি (সি এস টি) এবং এই তিনটি বিষয়ে ৪বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পরিচালতি হচ্ছে।প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে ৮-১০ জন পর্যন্ত (DUET) এ পড়ার সুযোগ পাচ্ছে। ছাত্র/ ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা এবং কলেজ কেন্টিন এর রয়েছে।এই ইনস্টিটিউটটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৬ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়।
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট । Feni Computer Institute
নীতিবাক্যঃ | প্রযুক্তিই প্রগতি। |
ধরনঃ | সরকারি |
স্থাপিতঃ | ২০০৩ |
অধ্যক্ষঃ | সাবেক-মোঃ রিহান উদ্দিন। বর্তমান- প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ। |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | ২৫ |
শিক্ষার্থীঃ | ১১৭০ অন্যান্য শিক্ষার্থী ১৫০STEP |
স্নাতকঃ | |
অবস্থানঃ | ফেনী, বাংলাদেশ ২৩°২′৫″ উত্তর ৯১°২৫′৯″ পূর্ব |
শিক্ষাঙ্গনঃ | ৩ একর |
রঙসমূহঃ | আকাশী নীল এবং কালো |
মাসকটঃ | Industrial Building |
ওয়েবসাইটঃ | fci.gov.bd |
ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ইতিহাস
তৎকালিন সরকার ফেনী জেলাতে একটি কম্পিউটার ইনস্টিটিউট স্থাপন করার পরিকল্পনা করার পর ২০০৩ সালের অক্টোবার মাসের ৬ তারিখ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি অধিশায়িত করেন ।
ফেনী কম্পিউটার ইন্সটিটিউট অবস্থান
ফেনী জেলার অভ্যন্তরে সদর উপজেলার ফেনী-ছাগলনাইয়া রোডের পাশেই নতুন রানীর হাট নামক স্থানে প্রতিষ্ঠানটি অবস্থিত। এ প্রতিষ্ঠানের পাশেই রয়েছে ফেনী জেলা কেন্দ্রীয় কারাগার। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসতে হলে প্রথমে ফেনীর মহিপালে আসতে হবে। তারপর সিএনজি অথবা ব্যাটারি চালিত যানে করে শহরের ট্র্যাঙ্করোডে আসতে হবে। তারপর সেখান থেকে সিএনজিতে করে সরাসরি অত্র প্রতিষ্ঠানে পৌঁছানো যাবে।
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- ফেনী কম্পিউটার ইনস্টিটিউট
- ফেনী, বাংলাদেশ
- Email : fci_bd@yahoo.com
- Phone : 033161888
- Fax : 033161889
- Website :fci.gov.bd
আরো দেখুন
বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট । Bangladesh Survey Institute
ডিপ্লোমা কোর্সসমূহ এবং আসনসংখ্যা
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৩ টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
- ডাটা টেলিকমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি (ডি টি এন টি)
- কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি (সি এস টি)
- টেলিকমিউনিকেশন টেকনোলজি (টি সি টি)
ক্যাম্পাস সমূহ
এখানে প্রতি বছর প্রায় ৩০০ শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়। সেই সাথে বিশ্বব্যাংক এর অর্থায়নে স্কিলস ফর ইমপ্লিমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর অধীনে স্বল্পমেয়াদী বিভিন্ন কোর্স পরিচালিত হচ্ছে।মূল ক্যাম্পাসে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন। যা শ্রেণীকক্ষ, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ওয়ার্কশপ রুম, এবং ল্যবরেটরী, কম্পিউটার ল্যবরেটরী নিযে গঠিত।

কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
ভর্তি যোগ্যতা
এসএসসি, দাখিল, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফেনী কম্পিউটার ইনস্টিটিউট মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে উক্ত পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পেতে হবে এবং ম্যাথ, ক্যামেস্ট্রি, ফিজিক্স ও ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয় যা BTEB ওয়েবসাইটে ভর্তির সার্কুলারে বিস্তারিত দেয়া থাকে।
কোটা
এখানে প্রতিটি ডিপার্টমেণ্টে আসন সংখ্যার ২০% মহিলা কোটা, ১৫% ভোকেশনাল এবং ৫% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। তবে যেহেতু প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, তাই এই সংক্রান্ত কোন ধরনের আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তির নীতিমালা সংক্রান্ত নোটিশে পাওয়া যাবে।
আরো দেখুন
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট । Chandpur Polytechnic Institute
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
খরচ
প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার কারনে অন্য যেকোন প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থীদের কোর্সের খরচ তুলনামূলক অনেক কম পড়ে।
ক্লাসের সময়সূচী
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট -এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
- প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
- দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ছাত্র সংগঠন
- ক্রিয়া সংগঠন।
- রোভার স্কাউট।
রাজনৈতিক সংগঠন
- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।
One comment
Pingback: চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট । Chandpur Polytechnic Institute -