অটো মাইগ্রেশন:
পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য একটি গুরত্বপূর্ণ ধাপ হল অটোমাইগ্রেশন। ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের তিনটি পর্যায় রয়েছে এবং প্রাথমিক নিশ্চায়ন সাপেক্ষে সর্বোচ্চ দুই বার অটোমাইগ্রেশনের সুবিধা রয়েছে।প্রতিটি পর্যায়ে পছন্দক্রম অনুসারে অটোমাইগ্রেশন হয় ।। এই অটোমাইগ্রেশনের পদ্ধতিটি অনেকের কাছেই বোধগম্য নয় ।তাই আজ এটা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব ।
মাইগ্রেশন ও অটোমাইগ্রেশন
পলিটেকনিকে ভর্তির আবেদন করার সময় নিজের পছন্দের ক্রম অনুযায়ী টেকনোলজি এবং ইন্সটিটিউট এর লিস্ট দেয়ার একটি সুযোগ থাকে । যার ফলে প্রথমবার কোন একটি ইন্সটিটিউটে ভর্তি হবার পরও পরবর্তিতে পছন্দের উপরের দিকে কোন প্রতিষ্ঠান এবং টেকনোলজিতে সুযোগ পেলে ভর্তি হতে পারে। এই পদ্ধতি হল মাইগ্রেশন।
অনেকেরই ধারনা মাইগ্রেশন এবং অটো মাইগ্রেশন এর ধরন একই। এই ধারণাটি একটু ভুল। আবেদনের পর যখন একজন শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করে তখন মাইগ্রেশনের অপশনটি স্বয়ংক্রিয়ভাবে অন হয়ে যায় ।এজন্য একে অটোমাইগ্রেশন বলা হয়।
অটোমাইগ্রেশন অন হওয়ার কারণে পরবর্তিতে আপনার পছন্দের কোন প্রতিষ্ঠান বা টেকনোলজিতে যদি আপনি সুযোগ পেয়ে যান তবে আপনি সেখানে ভর্তি হতে পারবেন। তবে তা হবে আপনার পছন্দের উপরের দিকের কোন প্রতিষ্ঠান ও টেকনোলজি। এবং আপনি যদি পছন্দের ক্রমের প্রথমটাতেই সুযোগ পেয়ে যান তবে মাইগ্রেশনের সুযোগ আর আপনার থাকবে না। কারণ অটোমাইগ্রেশন করা যায় কেবল উপরের দিকের অপশন গুলোতে, নিচের দিকে যাওয়ার কোন ব্যবস্থা নেই। তাই টেকনোলজি এবং প্রতিষ্ঠানের লিস্টের ব্যাপারে বেশ সতর্ক হতে হবে ।
অটোমাইগ্রেশন কি?যেভাবে অন / অফ করবেন । Auto Migration on / off
অটো মাইগ্রেশন অন করে কিভাবে?
ভর্তি ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা যখন ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করে, তখনি অটোমাইগ্রেশন অন হয়ে যায়। আলাদা কোন ধরনের আবেদন বা প্রক্রিয়ার দরকার পরে না।
অটোমাইগ্রেশন অফ করার নিয়ম ও কখন করবেন
মনে করেন ,আপনি আপনার পছন্দের লিস্টের ৩ নং ইন্সটিটিউটে ৪ নং সাবজেক্টে সুযোগ পেয়েছেন। এখন আপনি আর কোন রিস্ক নিতে চান না বিধায় অটোমাইগ্রেশন অফ করতে চান। কারণ আপনি লিস্টের আরও উপরের দিকের কোন প্রতিষ্ঠানে সুযোগ পেলেও সেখানে আপনার পছন্দের বিষয় না থাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অটোমাইগ্রেশন অফ রাখাই ভাল ।
অফ করার পদ্ধতি
সহজ কয়েকটি ধাপের মাধ্যমে মাইগ্রেশন অফ করা যায়। নিচে তা দেখানো হল-
ভর্তি নিশ্চায়নের পর নিচের মত একটি পেজ আসবে যেখানে আপনার নিশ্চায়ন সফল হয়েছে বলে নিশ্চিত করবে। তখন চিহ্নিত লিঙ্কে ক্লিক করতে হবে।

তখন এরকম একটি পেজ আসবে যেখানে আপনাকে ভর্তি আবেদনের টাকা জমা দেবার পর আপনার মোবাইলে যে পিনটি পাঠানো হয়েছে তা বসাতে হবে ।
এরপর নিচের মত একটি পেজ আসবে যেখানে দেখা যাবে অটোমাইগ্রেশন লিখা এবং পাশে একটি বক্সে টিক দেয়া। এই টিক চিহ্নটি উঠিয়ে দিলেই অটো মাইগ্রেশন অফ হয়ে যাবে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।