Breaking News
Home / কলেজ / বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,এই কলেজটি ১৯৪৮ সালে ইডেন কলেজের অধীনে উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তী পর্যায়ে ২০০৪ সালে ১৬ টি বিষয়ে অনার্স কোর্স চালু করে। এছাড়া বাংলা, ইংরেজী, সমাজ বিজ্ঞান, ইতিহাস, গার্হস্থ্য অর্থনীতি, ইসলামী ইতিহাস এবং সমাজ কল্যাণ বিষয়ে মাষ্টার্স কোর্স চালু রয়েছে।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

প্রাক্তন নাম : ঢাকা গভর্নমেন্ট গার্লস কলেজ।
ধরনঃ সরকারি কলেজ
স্থাপিতঃ ১৯৪৮
অধ্যক্ষ : সাবিকুন নাহার
ক্লাসের সময়: সকাল ৮.৩০ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত
ড্রেসকোড: সাদা পোশাক।
অবস্থানঃ
ঢাকা, বাংলাদেশ
শিক্ষাঙ্গনঃ শহুরে
সংক্ষিপ্ত নাম: bbggc
অধিভুক্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ওয়েবসাইটঃ www.bbggc.gov.bd/

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ইতিহাস

ব্রিটিশ শাসনের শেষদিকে তৎকালীন ইডেন ভবনে ১৯৪০ সালে এই কলেজটি ইডেন স্কুল ও কলেজ নামে স্থাপিত হয়েছিল। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে এটি সাত নম্বর বকশি বাজারে স্থানান্তরিত হয় এবং তখন থেকেই কলেজটি প্রথম সরকারি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। ১৯৬৪ সাল পর্যন্ত কলেজটি ইডেন কলেজ নামে পরিচিতি পায়। পরবর্তীতে আজিমপুরের নতুন বিল্ডিং এ ডিগ্রী শাখা চালু হলে নতুন ভবনটি ইডেন কলেজ নাম ধারণ করে এবং বকশি বাজারের এই কলেজটি গভ: ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে পরিচিতি লাভ করে। এরপর ১৯৬৮ সালে এখানে ডিগ্রী কোর্স চালু হলে ১৯৬৯ সালের শেষদিকে এই কলেজের নাম হয় ঢাকা গভর্নমেন্ট গার্লস কলেজ। ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিমন্ত্রী বেগম বদরুন্নেসা আহমেদ-এর মৃত্যুর পর তার নামানুসারে কলেজটির পুনরায় নামকরণ করা হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

অবস্থান

এটি কাদিয়ানী মসজিদের উত্তর-পূর্ব পাশে, ঢাকা মেডিক্যাল কলেজের ফজলে রাব্বী হলের পূর্বে অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • ৭, বকশী বাজার, ঢাকা- ১২১১।
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
  • যোগাযোগ :০২-৫৭৩০০৬৯৯
  • ইমেইল :principal@bbggc.gov.bd
  • ওয়েবসাইট : www.bbggc.gov.bd/

বিভাগ এবং অনুষদ সমূহ

কলা

ব্যবসায় শিক্ষা

বিজ্ঞান

বাংলা অ্যাকাউন্টিং পদার্থ বিজ্ঞান
ইংরেজি ফিন্যান্স রসায়ন
সমাজবিজ্ঞান ম্যানাজমেন্ট গণিত
রাষ্ট্রবিজ্ঞান পরিসংখ্যান
দর্শন উদ্ভিদবিজ্ঞান
গার্হস্থ অর্থনীতি প্রাণিবিজ্ঞান
অর্থনীতি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
সমাজকর্ম

লাইব্রেরী

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ লাইব্রেরীটি উত্তর ভবনের ৩য় তলায় অবস্থিত। দেশী ও বিদেশী মিলিয়ে ৪০,০০০ পাঠ্য বই আছে। কার্ড এর মাধ্যমে লাইব্রেরী ব্যবহার করতে হয় শিক্ষার্থীদের।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ আবাসিক হলসমূহ

মোট ২ টি হল রয়েছে, যা পুরাতন ও নতুন হোষ্টেল নামে পরিচিত। সিট খালি থাকা সাপেক্ষে হলে সিট পাওয়া যায়। হলে থাকতে হলে রাজনৈতিক বিবিচনা প্রধান বিষয়। প্রতি রুম ৮ জন করে থাকে। হলে থাকা খাওয়ার জন্য মোট ৮০০ থেকে ১,০০০ টাকার প্রয়োজন হয়।হলগুলো কলেজের মূল ভবনের পিছনে অবস্থিত।

ক্যান্টিন ব্যবস্থা

এই কলেজে একটি ক্যান্টিন রয়েছে। যা উত্তর ভবনের পূর্ব পাশে অবস্থিত। অন্যান্য হোটেলের মত খাবারের ব্যবস্থা রয়েছে। দাম বাজারমূল্য অনুযায়ী শুক্রবার ও অন্যান্য ছুটির দিন ব্যাতিত প্রতিদিন বিকাল ৫ টা পর্যন্ত ক্যান্টিন খোলা থাকে।

ক্লাসের সময়সূচী

ক্লাশ সকাল ৮.৩০ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত চলে আর শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে। অন্য কোন শিফট নেই।

ভর্তির প্রক্রিয়া

১.কলেজ প্রাঙ্গনে অবস্থিত একাডেমিক ভবনের নীচতলায় অফিস কাউন্টার থেকে ফরম কেনা ও জমা দেয়া যায়। কোর্স ভেদে ফরমের মূল্য ১০০ থকে ২০০ টাকা।

২ .ডিগ্রী পাস ও অনার্সে ভর্তির ক্ষেত্রে এইচ.এস.সি পর্যায়ের সিলেবাস থেকে প্রশ্ন করা হয়। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত সময়ে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

৩.ভর্তি পরীক্ষার ফলাফল কলেজের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে দেয়া হয়।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র

১. এইচ.এস.সি-তে ভর্তির ক্ষেত্রে এস.এস.সি পরীক্ষার পাশের টেবুলেশন সীট ও প্রশংসাপত্র (মূলকপি) এবং ৪ থেকে ৬ কপি রঙ্গীন ছবি দিতে হয়।

২ .ডিগ্রী পাস ও অনার্স ভর্তির ক্ষেত্রে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষা পাসের টেবুলেশন সীট ও প্রশংসাপত্র এবং ৪ থেকে ৬ কপি রঙ্গীন ছবি জমা দিতে হয়।

৩.মাস্টার্সের ক্ষেত্রে এস.এস.সি, এইচ.এস.সি ও ডিগ্রী শ্রেণীর পাসের টেবুলেশন সীট, মার্কসীট, প্রশংসাপত্র ও ৬ থেকে ৮ কপি রঙ্গীন ছবি জমা দিতে হয়।

অবকাঠামো

কলেজের মোট ৪ টি ভবন আছে। যা উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ ভবন নামে পরিচিত। মোট ৪১ টি ক্লাস রুম, তিনটি পরীক্ষাগার আছে।

১. উত্তর ভবনের ৩য় তলা। (উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিদ্যা)।

২ .দক্ষিণ ভবনের ২য় তলা (পদার্থ ও রসায়ন পরীক্ষাগার)।

৩.পূর্ব ভবনের ২য় তলা। (ভূগোল)।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।অবিভক্ত বঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *